এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা খেল ভারতীয় নারী ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে অক্রিকেটীয় আচরণ, মন্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে আজ আইসিসি হারমানপ্রীত কৌরকে বড় শাস্তিই দিয়েছে। এখন সেপ্টেম্বরে এশিয়ান গেমসে দলের নিয়মিত অধিনায়ককে ছাড়াই প্রথম দুই ম্যাচ খেলতে হবে ভারতকে।
আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংজুয়ে এশিয়ান গেমস হবে। টুর্নামেন্ট চলবে ৮ অক্টোবর পর্যন্ত। নারীদের ক্রিকেট হবে ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর। এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। নেতৃত্বের দায়িত্বও পড়েছে হারমানপ্রীতের কাঁধে। আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। তার আগে হারমনপ্রীতকে শাস্তি দেওয়ায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। দল যদি ফাইনালে ওঠে, সরাসরি হারমনপ্রীত ফাইনালে খেলতে পারবেন। আইসিসির শাস্তি পাওয়ায় দলকে প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেওয়া হবে না তাঁর। গুরুত্বপূর্ণ একটি ইভেন্টের আগে তাই ভারতীয় দল ভালোই বিপাকে পড়েছে।
এশিয়ান গেমসের আগের দুই আসরে ক্রিকেট থাকলেও নারী-পুরুষ কোনো দলই পাঠায়নি ভারত। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার সম্ভাবনা থাকায় এবার শক্তিশালী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবার যখন দল পাঠানোর আগেই বড় ধাক্কা তাদের।
কৌরের শাস্তির ব্যাপারটি ছড়িয়ে পড়েছিল দুদিন আগেই। বেশ সময় নিয়ে আজ সন্ধ্যায় সেটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। বাংলাদেশের বিপক্ষে অখেলোয়াড়োচিত আচরণে আইসিসির দুটি ভিন্ন আচরণবিধি ভেঙেছেন হারমানপ্রীত। এতে ম্যাচ ফির ৭৫ শতাংশ এবং মোট ৪ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী,৪টি ডিমেরিট পয়েন্ট রূপান্তরিত হবে দুটি নিষেধাজ্ঞা পয়েন্টে। দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট মানে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা, যে সংস্করণের ম্যাচ সামনে আসবে তাতেই এই শাস্তি কার্যকর হবে। ভারতীয় নারী দলের পরের সিরিজ-টুর্নামেন্ট যেহেতু এশিয়ান গেমস, ধরে নেওয়া যায় টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া এশিয়াডের দুটি ম্যাচে তিনি খেলতে পারবেন না।
এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা খেল ভারতীয় নারী ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে অক্রিকেটীয় আচরণ, মন্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে আজ আইসিসি হারমানপ্রীত কৌরকে বড় শাস্তিই দিয়েছে। এখন সেপ্টেম্বরে এশিয়ান গেমসে দলের নিয়মিত অধিনায়ককে ছাড়াই প্রথম দুই ম্যাচ খেলতে হবে ভারতকে।
আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংজুয়ে এশিয়ান গেমস হবে। টুর্নামেন্ট চলবে ৮ অক্টোবর পর্যন্ত। নারীদের ক্রিকেট হবে ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর। এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। নেতৃত্বের দায়িত্বও পড়েছে হারমানপ্রীতের কাঁধে। আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। তার আগে হারমনপ্রীতকে শাস্তি দেওয়ায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। দল যদি ফাইনালে ওঠে, সরাসরি হারমনপ্রীত ফাইনালে খেলতে পারবেন। আইসিসির শাস্তি পাওয়ায় দলকে প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেওয়া হবে না তাঁর। গুরুত্বপূর্ণ একটি ইভেন্টের আগে তাই ভারতীয় দল ভালোই বিপাকে পড়েছে।
এশিয়ান গেমসের আগের দুই আসরে ক্রিকেট থাকলেও নারী-পুরুষ কোনো দলই পাঠায়নি ভারত। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার সম্ভাবনা থাকায় এবার শক্তিশালী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবার যখন দল পাঠানোর আগেই বড় ধাক্কা তাদের।
কৌরের শাস্তির ব্যাপারটি ছড়িয়ে পড়েছিল দুদিন আগেই। বেশ সময় নিয়ে আজ সন্ধ্যায় সেটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। বাংলাদেশের বিপক্ষে অখেলোয়াড়োচিত আচরণে আইসিসির দুটি ভিন্ন আচরণবিধি ভেঙেছেন হারমানপ্রীত। এতে ম্যাচ ফির ৭৫ শতাংশ এবং মোট ৪ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী,৪টি ডিমেরিট পয়েন্ট রূপান্তরিত হবে দুটি নিষেধাজ্ঞা পয়েন্টে। দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট মানে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা, যে সংস্করণের ম্যাচ সামনে আসবে তাতেই এই শাস্তি কার্যকর হবে। ভারতীয় নারী দলের পরের সিরিজ-টুর্নামেন্ট যেহেতু এশিয়ান গেমস, ধরে নেওয়া যায় টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া এশিয়াডের দুটি ম্যাচে তিনি খেলতে পারবেন না।
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৭ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে