Ajker Patrika

মাশরাফির রেকর্ড কেড়ে নিলেন হাবিবুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাশরাফির রেকর্ড কেড়ে নিলেন হাবিবুর

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি কার? এত দিন এই প্রশ্নের উত্তরে নাম নিতে হতো মাশরাফি বিন মর্তুজার। ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। 

বাংলাদেশের পক্ষে সেটিই ছিল লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি। তবে আজ মাশরাফির সেই রেকর্ডটিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন হাবিবুর রহমান। কক্সবাজারে বিসিএলের ওয়ানডেতে উত্তরাঞ্চলের এই ওপেনার রানের তিন অঙ্ক ছুঁয়েছেন ৪৯ বলে। 

দেশের সীমারেখা তুলে নিলে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম ১০ সেঞ্চুরির তালিকায় জায়গা করে নিতে পারেনি হাবিবুরের সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার ব্যাটার জেইক ফ্রেজার-ম্যাগার্ক আছেন এই তালিকার শীর্ষে। দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে অ্যাডিলেডে ১৩ ছক্কা, ১০ চারে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন ফ্রেজার-ম্যাগার্ক। 

হাবিবুরের রেকর্ড গড়ার দিনে জিতেছে তাঁর দল উত্তরাঞ্চল। ৮ উইকেটে হারিয়েছে মধ্যাঞ্চলকে। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৮.১ ওভারে ২০১ রান করে মধ্যাঞ্চল। জবাবে ২৪.৪ ওভারেই ২ উইকেট হারিয়ে জিতে যায় উত্তরাঞ্চল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত