Ajker Patrika

সরফরাজ সিরিজসেরা হওয়ায় খুশি রিজওয়ান

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৩: ৪৯
সরফরাজ সিরিজসেরা হওয়ায় খুশি রিজওয়ান

টেস্টে স্মরণীয় এক প্রত্যাবর্তনের গল্প লিখলেন সরফরাজ আহমেদ। প্রায় চার বছর পর পাকিস্তানের জার্সিতে টেস্ট খেলতে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছেন সিরিজ-সেরা। সরফরাজ সিরিজ-সেরা হওয়ায় খুশি হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

কিউইদের বিপক্ষে গতকাল শেষ হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে ৪ ইনিংসেই ফিফটি করেন সরফরাজ। ৮৩.৭৫ গড়ে ৩৩৫ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৮ রানের ইনিংস খেলে একই সঙ্গে হয়েছেন ম্যাচ-সেরা ও সিরিজ-সেরা। সরফরাজকে অভিনন্দন জানিয়ে রিজওয়ান টুইট করেছেন, ‘দুর্দান্ত খেলেছেন সাইফি ভাই। কঠোর পরিশ্রম এবং সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখার ফল আপনি পেয়েছেন। সাইফি ভাই সিরিজ-সেরা হওয়ায় খুব খুশি হয়েছি। সব সময় ভালো থাকবেন।’

টেস্টে এখন পর্যন্ত ৫১ ম্যাচ খেলেছেন সরফরাজ। ৩৮.৮৫ গড়ে করেছেন ২৯৯২ রান। ৪ সেঞ্চুরির সঙ্গে করেছেন ২১ ফিফটি। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে সরফরাজ সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৯-এর জানুয়ারিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সাদা পোশাকে সেঞ্চুরি পেয়েছিলেন আরও আগে।

২০১৪-এর নভেম্বরে দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছিলেন পাকিস্তানের এই ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত