Ajker Patrika

সরফরাজ সিরিজসেরা হওয়ায় খুশি রিজওয়ান

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৩: ৪৯
সরফরাজ সিরিজসেরা হওয়ায় খুশি রিজওয়ান

টেস্টে স্মরণীয় এক প্রত্যাবর্তনের গল্প লিখলেন সরফরাজ আহমেদ। প্রায় চার বছর পর পাকিস্তানের জার্সিতে টেস্ট খেলতে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছেন সিরিজ-সেরা। সরফরাজ সিরিজ-সেরা হওয়ায় খুশি হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

কিউইদের বিপক্ষে গতকাল শেষ হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে ৪ ইনিংসেই ফিফটি করেন সরফরাজ। ৮৩.৭৫ গড়ে ৩৩৫ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৮ রানের ইনিংস খেলে একই সঙ্গে হয়েছেন ম্যাচ-সেরা ও সিরিজ-সেরা। সরফরাজকে অভিনন্দন জানিয়ে রিজওয়ান টুইট করেছেন, ‘দুর্দান্ত খেলেছেন সাইফি ভাই। কঠোর পরিশ্রম এবং সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখার ফল আপনি পেয়েছেন। সাইফি ভাই সিরিজ-সেরা হওয়ায় খুব খুশি হয়েছি। সব সময় ভালো থাকবেন।’

টেস্টে এখন পর্যন্ত ৫১ ম্যাচ খেলেছেন সরফরাজ। ৩৮.৮৫ গড়ে করেছেন ২৯৯২ রান। ৪ সেঞ্চুরির সঙ্গে করেছেন ২১ ফিফটি। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে সরফরাজ সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৯-এর জানুয়ারিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সাদা পোশাকে সেঞ্চুরি পেয়েছিলেন আরও আগে।

২০১৪-এর নভেম্বরে দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছিলেন পাকিস্তানের এই ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত