Ajker Patrika

পন্টিং-ধোনিকে ছাড়িয়ে শীর্ষে ল্যানিং

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

বিশ্বকাপে ফাইনাল খেলা বা শিরোপা জেতায় অস্ট্রেলিয়া দলের কোনো জুড়ি নেই। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে স্বাগতিক আফ্রিকাকে হারিয়ে রেকর্ড ছয়বার শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। দলীয় রেকর্ডের সাথে ব্যক্তিগত রেকর্ডেও নাম লিখিয়েছে অজিরা। 

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ পাঁচটি আইসিসি শিরোপা জেতা ক্রিকেটার এখন মেগ ল্যানিং। ২০১৪,২০১৮, ২০২০,২০২৩-এই চারটি টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপে ল্যানিংয়ের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়ার মেয়েরা।

পাঁচটি শিরোপা জিতে ল্যানিং ছাড়িয়ে গেছেন স্বদেশী কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিংকে। অধিনায়ক হিসেবে চারটি শিরোপা জিতেছেন পন্টিং। পন্টিং এর নেতৃত্বে ২০০৩ ও ২০০৭ সালে টানা দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৬,২০০৯ সালে টানা দুটি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে অস্ট্রেলিয়া। অধিনায়ক হিসেবে শিরোপা জেতায় তৃতীয় স্থানে আছেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার মাহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে ভারত প্রথম ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ধোনিরা।

নারী-পুরুষ মিলে শিরোপা অর্জনেও অস্ট্রেলিয়ার ধারে কাছে নেই কোনো দল। ক্রিকেট ইতিহাসে রেকর্ড ২১ বার আইসিসি শিরোপা জেতে অস্ট্রেলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত