Ajker Patrika

বছরের শেষ দিনে ১৫ লাখ করে পেলেন জ্যোতি-সাইফরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ২১: ২৯
বছরের শেষ দিনে ১৫ লাখ করে পেলেন জ্যোতি-সাইফরা

হ্যাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের মুখ রক্ষা হয়েছে ক্রিকেটে। একমাত্র ক্রিকেট ডিসিপ্লিনেই নারী-পুরুষ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। পদক পাওয়া দুই দলকেই আজ আর্থিক সম্মাননা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। 

বিওএয়ের এসএ গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ ও অলিম্পিক গেমসের জন্য ব্যক্তিগত ও দলীয় উভয় ক্ষেত্রে পদকের জন্য পৃথক পৃথক নীতিমালা রয়েছে। সেই নীতিমালা মেনে এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী দলের খেলোয়াড়েরা এক লাখ করে আর্থিক পুরস্কার পেয়েছেন। তাই নারী ও পুরুষ—দুই দলের ক্রিকেটারদের ৩০ লাখ টাকার পুরস্কার দিয়েছে বিওএ। 

নীতিমালা অনুযায়ী খেলোয়াড়দের পাশাপাশি ২০ শতাংশ অর্থ কোচিং স্টাফ-কর্মকর্তারাও পাবেন। তাই ব্রোঞ্জজয়ী নারী ও ক্রিকেট দলের কোচিং স্টাফ ও কর্মকর্তারাও পাচ্ছেন তিন লাখ করে মোট ছয় লাখ টাকা। পুরস্কারের চেক আজ সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে বিওএ বিসিবির কাছে হস্তান্তর করেছে। 

ব্রোঞ্জজয়ী দুই দলের খেলোয়াড়দের আজ পুরস্কারের চেক তুলে দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: বিওএ বিওএ সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ব্রোঞ্জজয়ী দুই দলের খেলোয়াড়দের অর্থ পুরস্কারের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিওএয়ের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিওএয়ের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনসহ বিওএ ও বিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত