Ajker Patrika

৩৫ রানে হেরে সিরিজে পিছিয়ে গেল বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩৫ রানে হেরে সিরিজে পিছিয়ে গেল বাংলাদেশ 

ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টিতে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ১-০ তে পিছিয়ে গেল সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টি  বৃষ্টিতে ভেসে গেছে। 

ওয়েস্ট ইন্ডিজের বড় লক্ষ্য তাড়া নেমে নতুন ওপেনিং জুটি বাংলাদেশের। পিঠের চোটে মুনিম শাহরিয়ার ছিটকে যাওয়ায় ৬ ম্যাচ পর ওপেনিংয়ে ফেরেন লিটন। তাঁর সঙ্গী আনামুল হক বিজয়। 

ওবেদ ম্যাকয়ের করা ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম দুই বলে ফেরেন লিটন (৫) ও বিজয় (৪)। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আরেকবার ব্যর্থ হয়েছেন(১১) ২৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। 

এখান থেকে আফিফ হোসেনকে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। পাওয়ার প্লেতে বাংলাদেশ স্কোরবোর্ডে ৩ উইকেটে ৪৪ রান। ১০ম ওভারে দুজনের জুটির ফিফটি পূর্ণ হয়। রোমারিও শেফার্ডের করা পরের ওভারে আফিফ ৩৪ রানে আউট হলে জুটি থামে ৫৫ রানে। 

শুরুতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ম্যাচে আর ফিরতে পারেনি বাংলাদেশ। সাকিবের ৬৮ রানের অপরাজিত ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ৪৫ বলে ক্যারিয়ারের ১০ম ফিফটি ছুঁয়ে সাকিব অপরাজিত ছিলেন ৫২ বলে ৫ চার ৩ ছক্কায় ৬৮ রানে।

ওবেদ ম্যাকয়ের করা ১৯তম ওভারে ২ ছক্কা ১ চার হাঁকিয়ে ২০ রান নেন সাকিব। শেষ বলে হাঁকানো ছক্কায় ছুঁয়েন মাহমুদউল্লাহ রিয়াদের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ২ হাজার রানের মাইলফলক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাজার (২০০৫) রান ও ১০০ (১২০) উইকেটের মাইলফলক স্পর্শ করেন এ অলরাউন্ডার। তবে দলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সাকিবকে। ২৮ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার রোভম্যান পাওয়েল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত