Ajker Patrika

আবারও মোস্তাফিজের হতশ্রী বোলিং, তবু চিন্তা নেই শান্তর 

আপডেট : ২২ মে ২০২৪, ১৭: ০২
আবারও মোস্তাফিজের হতশ্রী বোলিং, তবু চিন্তা নেই শান্তর 

মোস্তাফিজুর রহমান ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে যে ভুলেই যান। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—এক ম্যাচে ভালো বোলিংয়ের পর নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হিউস্টনে গত রাতে প্রথম টি-টোয়েন্টিতে খরুচে বোলিং করেছেন মোস্তাফিজ। যদিও এ ব্যাপারে কোনো চিন্তা নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। 

আন্তর্জাতিক ক্রিকেটেই প্রথমবারের মতো গত রাতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। মোস্তাফিজের কাছে সুযোগ এসেছিল নায়ক হওয়ার। ১২তম ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশের বাঁ-হাতি পেসার যুক্তরাষ্ট্রের দুই ব্যাটারকে ফিরিয়েছেন। তবে আসল সময়েই জ্বলে উঠতে পারলেন না মোস্তাফিজ। ১৭ ও ১৯তম ওভারে ফিজ খরচ করেন ১৭ ও ১৫ রান। শেষ ৪ ওভারে ৫৫ রানের সমীকরণ যুক্তরাষ্ট্র মিলিয়েছে ২১ বলে। ৫ উইকেটে হারার পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘মোস্তাফিজ কতটা ভালো তা আমাদের সবারই জানা। তাঁর (মোস্তাফিজ) বোলিং নিয়ে দুশ্চিন্তা করছি না আমরা।’ 

শুধু মোস্তাফিজই নন, শেষের দিকে খরুচে হয়েছেন বাংলাদেশের অন্যান্য বোলারাও। ১৮তম ওভারে বোলিংয়ে এসে শরীফুল ইসলাম দেন ১৪ রান। শেষ ওভারে যখন ৯ রান দরকার, মাহমুদউল্লাহ তিন বলেই দেন ১১ রান। যদিও সাকিব আল হাসানের এক ওভার বোলিং বাকি ছিল। কোনো উইকেট না নিলেও ৩ ওভারে সাকিব খরচ করেন ১৬ রান। ম্যাচে পরিকল্পনায় ঘাটতি খুঁজে পেয়েছেন শান্ত, ‘এমন কিছু টি-টোয়েন্টিতে হতে পারে। পরিকল্পনা কাজে লাগাতে পারিনি আমরা।’ 

হিউস্টনে ২৩ ও ২৫ মে হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের দ্বিতীয় ও তৃতীয় দুই টি-টোয়েন্টি। সিরিজ জিততে বাংলাদেশের পরের দুই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। শান্ত বলেন, ‘আমাদের পরের ম্যাচে দল হিসেবে খেলতে হবে।’ 

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত