Ajker Patrika

বিমানে পানি খেয়ে আইসিইউতে ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২১: ৪০
Thumbnail image

বিমানে বড্ড তৃষ্ণা পেয়েছিল মায়াঙ্ক আগারওয়ালের। সে তৃষ্ণা মেটাতে গিয়ে এত বড় বিপদে পড়বেন, তা কি আর ঘুণাক্ষরেও টের পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। এক বোতল পানি খেয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) যেতে হয়েছে মায়াঙ্কের। 

আগরতলায় রঞ্জি ট্রফির ম্যাচ শেষে দিল্লিগামী বিমানে উঠেছিল কর্ণাটক দল। বিমানে উঠে বোতলের পানি পানের পর মায়াঙ্ক জানান তাঁর মুখ ও গলা জ্বালা করছে। যেমনটা পুড়ে গেলে জ্বালা করে ঠিক তেমন। পরে তাই ঝুঁকি না নিয়ে বিমান থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। 

হাসপাতালের প্রাথমিক চিকিৎসায় কাজ না হলে মায়াঙ্ককে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) ভর্তি করানো হয়। বর্তমানে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে ৩২ বছর বয়সী ব্যাটার এখন বিপদমুক্ত আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

ত্রিপুরার বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে আগরতলায় এসেছিল কর্ণাটক। প্রতিপক্ষের ২০ রানের জয়ের ম্যাচে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন কর্ণাটকের অধিনায়ক মায়াঙ্ক। প্রথম ইনিংসে ৫১ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১৭ রান। ম্যাচ জয়ের রেশ নিয়ে পরে দিল্লিতে ফেরার উদ্দেশে এক বিমানে ওঠেন তাঁরা। কিন্তু বিমানে ওঠার পর বোতল থেকে পানি পান করলে অসুস্থ হয়ে পড়েন ভারতের হয়ে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ২৬ ম্যাচ খেলা মায়াঙ্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত