Ajker Patrika

আর ২০ মিনিট দেরি হলে বাঁচানো যেত না রিজওয়ানকে!

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮: ৪৬
Thumbnail image

আইসিইউ থেকে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মোহাম্মদ রিজওয়ানের খেলা নিয়ে কৌতূহল এখনো চলছে। মাঠে নামার ২৪ ঘণ্টা আগেও আইসিইউতে ভর্তি ছিলেন এই পাকিস্তান ওপেনার। বিশ্বকাপ শেষে এক সাক্ষাৎকারে আরও অবাক করা তথ্য জানিয়েছেন রিজওয়ান। হাসপাতালে নিয়ে যেতে দেরি হলে নাকি মৃত্যুও হতে পারত তাঁর!

সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসুস্থতা নিয়েও দুর্দান্ত এক ইনিংস খেলেন রিজওয়ান। এরপর দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। দুই দিন আইসিইউতে থাকার অভিজ্ঞতা জানিয়ে সাক্ষাৎকারে রিজওয়ান বলেছেন, ‘যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন আমার শ্বাস ঠিকঠাক চলছিল না। চিকিৎসকেরা বলেন, আমার শ্বাসনালি বন্ধ হয়ে গিয়েছিল।’ 

রিজওয়ান আরও জানান, ‘প্রথমে বলা হয়, পর দিন সকালে আমাকে ছেড়ে দেওয়া হবে। পরে বলা হয়, সকালে নয়, সন্ধ্যায় ছাড়া হবে। চিকিৎসকেরা জানান, হাসপাতালে নিয়ে যেতে আর ২০ মিনিট দেরি হলে আমার শ্বাসনালি ও ফুসফুস কাজ করা বন্ধ করে দিতে পারত।’ 

দুবাইয়ের হাসপাতালে রিজওয়ানকে সুস্থ করে তোলেন ভারতীয় চিকিৎসক সাহির সাইনালবদিন। এই ভারতীয় চিকিৎসককে পরে অটোগ্রাফসহ নিজের জার্সি উপহার দেন রিজওয়ান। সাক্ষাৎকারে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে এই পাকিস্তান ওপেনার। 

ধন্যবাদ জানিয়ে রিজওয়ান বলেন, ‘চিকিৎসকেরা আমাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছিলেন। আমি শুধু ভাবছিলাম, সেমিফাইনাল খেলতে পারব কি না। চিকিৎসকেরা আমাকে বলেন, আমি খেলার অবস্থায় নেই। সে কথা শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তার পরেও যে আমি খেলতে পেরেছি তার জন্য সর্বশক্তিমানকে ধন্যবাদ।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত