Ajker Patrika

মাশরাফি বলছেন, জমে গেছে এশিয়া কাপ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৩২
মাশরাফি বলছেন, জমে গেছে এশিয়া কাপ

হোঁচট খেয়ে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা-ই যেন এবারের এশিয়া কাপে দেখাল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দলের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল শুরুতেই। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানকে বিধ্বস্ত করে সুপার ফোর নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। 

টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ৩৩৪ রান করে বাংলাদেশ। ৩৩৫ রানের লক্ষ্যে নামা আফগানরা ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের ৮৯ রানের বিশাল জয়ের পর মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে পোস্ট করেছেন, ‘এশিয়া কাপ জমে গেছে। অভিনন্দন বাংলাদেশ।’ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আফগানদের বিপক্ষে ৮৯ রানের দুর্দান্ত জয়ে টাইগাররা দুটি মূল্যবান পয়েন্ট পেয়েছে।’ 

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ। ৮.৩ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। বাংলাদেশের পেসার ফেসবুকে লিখেছেন, ‘আফগানদের বিরুদ্ধে ৮৯ রানের বিশাল জয়ে টাইগাররা পয়েন্ট টেবিলে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিশ্চিত করেছে।’ বাংলাদেশের বিশাল জয়ে শান্ত-মিরাজের প্রশংসা করেছেন শরীফুল ইসলাম। শান্ত করেছেন ১০৪ রান ও ১১২ রান করেছেন মিরাজ। শরীফুল ফেসবুকে পোস্ট করেছেন, ‘টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। শান্ত ও মিরাজ ভাইয়ের দুই সেঞ্চুরিতে বাংলাদেশ ৩৩৪ রানের স্কোর গড়তে পেরেছে। বিশ্বের অন্যতম সেরা স্পিন আক্রমণ তারা সামলেছেন।’ 

এখন এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট এবং +০.৯৫১ নেট রানে রেটে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। আফগানরা বড় ব্যবধানে জিতলে লঙ্কানদের প্লাস রান রেট বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন শ্রীলঙ্কা চলে যাবে তিনে, শীর্ষ দুই দল হিসেবে বাংলাদেশ, আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে। বাংলাদেশ এখন ২ ম্যাচে এক হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে +০.৩৭৩ নেট রানরেটে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে। সব মিলিয়ে বাংলাদেশের তিনে নামার সম্ভাবনা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত