ক্রীড়া ডেস্ক
২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আর ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেননি শারফেন রাদারফোর্ড। সেই সিরিজের পর উইন্ডিজের ব্যস্ত সময় কাটলেও তাঁর জায়গা হয়নি। অবশেষে তাঁর ৬ মাসের অপেক্ষা ফুরোচ্ছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গত রাতে এক বিবৃতিতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। দুই সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন শাই হোপ। দুই দলেই আছেন রাদারফোর্ড। তাঁর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে রাসেল সবশেষ খেলেছেন ২০২৪-এর নভেম্বরে। হোল্ডার আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো খেলেছেন গত বছরের আগস্টে। তবে রাসেল আয়ারল্যান্ড সিরিজে খেলতে পারছেন না।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে শেষ হবে আইপিএল। এই টুর্নামেন্টে নিকোলাস পুরানের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে লিগ পর্বে। দল যেমনই করুক, টুর্নামেন্টে তাণ্ডব চালিয়েছেন নিকোলাস পুরান। এবারের আইপিএলে ১৪ ম্যাচে ৪৩.৬৬ গড় ও ১৯৬.২৫ স্ট্রাইকরেটে করেন ৪২৪ রান। তবে সদ্য আইপিএল খেলে আসায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে সুযোগ মেলেনি তাঁর।
হোল্ডার-রাদারফোর্ডের মতো ইংল্যান্ড-আয়ারল্যান্ড দুই সিরিজের দলেই আছেন ম্যাথু ফোর্ড, শিমরন হেটমেয়ার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, রভম্যান পাওয়েলরা। তবে রাসেল যেমন আয়ারল্যান্ড সিরিজে খেলছেন না, তেমনি এই সিরিজের দলে নেই ব্রান্ডন কিং, রস্টন চেজ। আইরিশ সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাইড গুলি।
ওভালে আজ রাতে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে মাঠে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ শেষে ৬, ৮ ও ১০ জুন তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ইংল্যান্ড সিরিজ শেষেই আয়ারল্যান্ডে উড়াল দেবে ক্যারিবীয়রা। ১২, ১৪ ও ১৫ জুন আইরিশদের বিপক্ষে সিরিজের তিনটি টি-টোয়েন্টি খেলবে উইন্ডিজ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শারফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), কিসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাইড গুলি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আর ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেননি শারফেন রাদারফোর্ড। সেই সিরিজের পর উইন্ডিজের ব্যস্ত সময় কাটলেও তাঁর জায়গা হয়নি। অবশেষে তাঁর ৬ মাসের অপেক্ষা ফুরোচ্ছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গত রাতে এক বিবৃতিতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। দুই সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন শাই হোপ। দুই দলেই আছেন রাদারফোর্ড। তাঁর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে রাসেল সবশেষ খেলেছেন ২০২৪-এর নভেম্বরে। হোল্ডার আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো খেলেছেন গত বছরের আগস্টে। তবে রাসেল আয়ারল্যান্ড সিরিজে খেলতে পারছেন না।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে শেষ হবে আইপিএল। এই টুর্নামেন্টে নিকোলাস পুরানের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে লিগ পর্বে। দল যেমনই করুক, টুর্নামেন্টে তাণ্ডব চালিয়েছেন নিকোলাস পুরান। এবারের আইপিএলে ১৪ ম্যাচে ৪৩.৬৬ গড় ও ১৯৬.২৫ স্ট্রাইকরেটে করেন ৪২৪ রান। তবে সদ্য আইপিএল খেলে আসায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে সুযোগ মেলেনি তাঁর।
হোল্ডার-রাদারফোর্ডের মতো ইংল্যান্ড-আয়ারল্যান্ড দুই সিরিজের দলেই আছেন ম্যাথু ফোর্ড, শিমরন হেটমেয়ার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, রভম্যান পাওয়েলরা। তবে রাসেল যেমন আয়ারল্যান্ড সিরিজে খেলছেন না, তেমনি এই সিরিজের দলে নেই ব্রান্ডন কিং, রস্টন চেজ। আইরিশ সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাইড গুলি।
ওভালে আজ রাতে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে মাঠে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ শেষে ৬, ৮ ও ১০ জুন তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ইংল্যান্ড সিরিজ শেষেই আয়ারল্যান্ডে উড়াল দেবে ক্যারিবীয়রা। ১২, ১৪ ও ১৫ জুন আইরিশদের বিপক্ষে সিরিজের তিনটি টি-টোয়েন্টি খেলবে উইন্ডিজ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শারফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল
শাই হোপ (অধিনায়ক), কিসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাইড গুলি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৪ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৬ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে