Ajker Patrika

বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৫: ৪৩
সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো
সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

কাগিসো রাবাদাকে বোল্ড করে শাহিন শাহ আফ্রিদির সেই চিরচেনা উদযাপন। দুই হাত প্রসারিত করলেন শূন্যে। শাহিনের এই উদযাপন যে পুরো পাকিস্তান দলেরই প্রতীকী উদযাপন হয়ে গেল। লাহোরে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান।

লর্ডসে এ বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার প্রোটিয়ারা নেমেছে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। লাহোরে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানি বোলারদের দাপটে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে প্রোটিয়ারা। ৯৩ রানে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে ২২ ওভারে ২ উইকেটে ৫১ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আজ দিনের খেলা শুরুর পর দ্রুত ২ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। টনি ডি জর্জিকে (১৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শাহিন। তাতে ভেঙে যায় তৃতীয় উইকেটে ডি জর্জি ও রায়ান রিকেলটনের ৩৩ রানের জুটি। এরপর ত্রিস্তান স্টাবসকে (২) ফিরিয়েছেন নোমান আলী।

দ্রুত ২ উইকেট হারালে প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ২৫.২ ওভারে ৪ উইকেটে ৫৫ রান। জিততে প্রোটিয়াদের তখনো করতে হতো ২২২ রান। পঞ্চম উইকেটে ৯৮ বলে ৭৩ রানের জুটি গড়েন ডেওয়াল্ড ব্রেভিস ও রিকেলটন। ৪২তম ওভারের তৃতীয় বলে ব্রেভিসকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন নোমান আলী। ৭৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন ব্রেভিস। তিনি আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ৪১.৩ ওভারে ৫ উইকেটে ১২৮ রানে পরিণত হয়। এখান থেকেই মূলত ভাঙনের শুরু। ১১৬ বলে শেষ ৫ উইকেট হারিয়ে ৬০.৫ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। যেখানে ৬১তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে প্রেনেলান সুব্রায়েন ও রাবাদাকে বোল্ড করেন শাহিন।

ব্রেভিসের ৫৪ রানই দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন রিকেলটন। পাকিস্তানের শাহিন, নোমান নিয়েছেন ৪টি করে উইকেট। সাজিদ খান নিয়েছেন ২ উইকেট। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন নোমান আলী। ১৯১ রানে নিয়েছেন ১০ উইকেট। টেস্টে এই নিয়ে তিনবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। যার মধ্যে প্রথম ইনিংসে ১১২ রানে নিয়েছেন ৬ উইকেট।

এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে প্রথম ইনিংসে ৩৭৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সালমান আলী আঘা, ইমাম উল হক দুজনেই করেছেন ৯৩ রান। দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামি নিয়েছেন ৬ উইকেট। জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৬৯ রানে গুটিয়ে গেছে। তবে বোলিং ভালো হলেও দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং আশানুরূপ হয়নি। দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। আব্দুল্লাহ শফিক ও বাবর আজম করেছেন ৪১ ও ৪২ রান। দ্বিতীয় ইনিংসে মুথুসামি নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তানের বিপক্ষে ১৭৪ রানে ১১ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত