ক্রীড়া ডেস্ক
কাগিসো রাবাদাকে বোল্ড করে শাহিন শাহ আফ্রিদির সেই চিরচেনা উদযাপন। দুই হাত প্রসারিত করলেন শূন্যে। শাহিনের এই উদযাপন যে পুরো পাকিস্তান দলেরই প্রতীকী উদযাপন হয়ে গেল। লাহোরে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান।
লর্ডসে এ বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার প্রোটিয়ারা নেমেছে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। লাহোরে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানি বোলারদের দাপটে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে প্রোটিয়ারা। ৯৩ রানে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
দ্বিতীয় ইনিংসে ২২ ওভারে ২ উইকেটে ৫১ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আজ দিনের খেলা শুরুর পর দ্রুত ২ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। টনি ডি জর্জিকে (১৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শাহিন। তাতে ভেঙে যায় তৃতীয় উইকেটে ডি জর্জি ও রায়ান রিকেলটনের ৩৩ রানের জুটি। এরপর ত্রিস্তান স্টাবসকে (২) ফিরিয়েছেন নোমান আলী।
দ্রুত ২ উইকেট হারালে প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ২৫.২ ওভারে ৪ উইকেটে ৫৫ রান। জিততে প্রোটিয়াদের তখনো করতে হতো ২২২ রান। পঞ্চম উইকেটে ৯৮ বলে ৭৩ রানের জুটি গড়েন ডেওয়াল্ড ব্রেভিস ও রিকেলটন। ৪২তম ওভারের তৃতীয় বলে ব্রেভিসকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন নোমান আলী। ৭৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন ব্রেভিস। তিনি আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ৪১.৩ ওভারে ৫ উইকেটে ১২৮ রানে পরিণত হয়। এখান থেকেই মূলত ভাঙনের শুরু। ১১৬ বলে শেষ ৫ উইকেট হারিয়ে ৬০.৫ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। যেখানে ৬১তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে প্রেনেলান সুব্রায়েন ও রাবাদাকে বোল্ড করেন শাহিন।
ব্রেভিসের ৫৪ রানই দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন রিকেলটন। পাকিস্তানের শাহিন, নোমান নিয়েছেন ৪টি করে উইকেট। সাজিদ খান নিয়েছেন ২ উইকেট। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন নোমান আলী। ১৯১ রানে নিয়েছেন ১০ উইকেট। টেস্টে এই নিয়ে তিনবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। যার মধ্যে প্রথম ইনিংসে ১১২ রানে নিয়েছেন ৬ উইকেট।
এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে প্রথম ইনিংসে ৩৭৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সালমান আলী আঘা, ইমাম উল হক দুজনেই করেছেন ৯৩ রান। দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামি নিয়েছেন ৬ উইকেট। জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৬৯ রানে গুটিয়ে গেছে। তবে বোলিং ভালো হলেও দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং আশানুরূপ হয়নি। দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। আব্দুল্লাহ শফিক ও বাবর আজম করেছেন ৪১ ও ৪২ রান। দ্বিতীয় ইনিংসে মুথুসামি নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তানের বিপক্ষে ১৭৪ রানে ১১ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করলেন তিনি।
কাগিসো রাবাদাকে বোল্ড করে শাহিন শাহ আফ্রিদির সেই চিরচেনা উদযাপন। দুই হাত প্রসারিত করলেন শূন্যে। শাহিনের এই উদযাপন যে পুরো পাকিস্তান দলেরই প্রতীকী উদযাপন হয়ে গেল। লাহোরে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান।
লর্ডসে এ বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার প্রোটিয়ারা নেমেছে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। লাহোরে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানি বোলারদের দাপটে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে প্রোটিয়ারা। ৯৩ রানে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
দ্বিতীয় ইনিংসে ২২ ওভারে ২ উইকেটে ৫১ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আজ দিনের খেলা শুরুর পর দ্রুত ২ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। টনি ডি জর্জিকে (১৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শাহিন। তাতে ভেঙে যায় তৃতীয় উইকেটে ডি জর্জি ও রায়ান রিকেলটনের ৩৩ রানের জুটি। এরপর ত্রিস্তান স্টাবসকে (২) ফিরিয়েছেন নোমান আলী।
দ্রুত ২ উইকেট হারালে প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ২৫.২ ওভারে ৪ উইকেটে ৫৫ রান। জিততে প্রোটিয়াদের তখনো করতে হতো ২২২ রান। পঞ্চম উইকেটে ৯৮ বলে ৭৩ রানের জুটি গড়েন ডেওয়াল্ড ব্রেভিস ও রিকেলটন। ৪২তম ওভারের তৃতীয় বলে ব্রেভিসকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন নোমান আলী। ৭৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন ব্রেভিস। তিনি আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ৪১.৩ ওভারে ৫ উইকেটে ১২৮ রানে পরিণত হয়। এখান থেকেই মূলত ভাঙনের শুরু। ১১৬ বলে শেষ ৫ উইকেট হারিয়ে ৬০.৫ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। যেখানে ৬১তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে প্রেনেলান সুব্রায়েন ও রাবাদাকে বোল্ড করেন শাহিন।
ব্রেভিসের ৫৪ রানই দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন রিকেলটন। পাকিস্তানের শাহিন, নোমান নিয়েছেন ৪টি করে উইকেট। সাজিদ খান নিয়েছেন ২ উইকেট। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন নোমান আলী। ১৯১ রানে নিয়েছেন ১০ উইকেট। টেস্টে এই নিয়ে তিনবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। যার মধ্যে প্রথম ইনিংসে ১১২ রানে নিয়েছেন ৬ উইকেট।
এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে প্রথম ইনিংসে ৩৭৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সালমান আলী আঘা, ইমাম উল হক দুজনেই করেছেন ৯৩ রান। দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামি নিয়েছেন ৬ উইকেট। জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৬৯ রানে গুটিয়ে গেছে। তবে বোলিং ভালো হলেও দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং আশানুরূপ হয়নি। দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। আব্দুল্লাহ শফিক ও বাবর আজম করেছেন ৪১ ও ৪২ রান। দ্বিতীয় ইনিংসে মুথুসামি নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তানের বিপক্ষে ১৭৪ রানে ১১ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করলেন তিনি।
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
৮ মিনিট আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
১ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
২ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
৪ ঘণ্টা আগে