ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং কার এমনটা জানতে চাওয়া হলে হয়তো বেশির ভাগ ক্রিকেটপ্রেমীই বলতে পারবেন না বোলারের নাম। আসলে না বলতে পারাটাই স্বাভাবিক। কতজন আর নাইজেরিয়া, মালয়েশিয়ার মতো দলগুলোর খেলা দেখে। সবারই তো চোখ থাকে আইসিসির পূর্ণ সদস্যের দলগুলোর দিকেই।
তবে কিছু কিছু ক্ষেত্রে এখন থেকে নাইজেরিয়া, মালয়েশিয়ার দলগুলোর দিকেও চোখ রাখতে হবে ক্রিকেটপ্রেমীদের। কেননা, এসব দলের অনেক খেলোয়াড় ক্রিকেটের কিছু বিরল কীর্তি গড়েছেন। চীনের বিপক্ষে সায়াজরুল ইদ্রুস তেমনি এক রেকর্ড গড়েছেন। বিশ্বের অনেক ভয়ংকর বোলারও তাঁর মতো কীর্তি গড়তে পারেনি। রেকর্ডটি হচ্ছে প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়ার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া পর্বের (বি) বাছাইপর্বে গতকাল এই বিরল কীর্তি গড়েছেন সায়াজরুল। কুয়ালালামপুরে চীনের বিপক্ষে ৭ উইকেট নিয়েছেন তিনি। ৪ ওভারে ৮ রান দিয়ে ৭ উইকেট নেওয়ার সময় প্রত্যেক ব্যাটারকে আবার বোল্ড করেছেন এই পেসার। তাঁর পেস বোলিংয়ে প্রতিপক্ষ গুটিয়ে যায় মাত্র ২৩ রানে। অথচ উদ্বোধনী জুটিতেই ১২ রান তুলেছিল চীন। ২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের জয় পায় মালয়েশিয়া ৪.৫ ওভারে।
সায়জারুলের আগে যিনি সেরা বোলার ছিলেন, তিনিই খুব একটা পরিচিত নন অধিকাংশের কাছে। পিটার আহোর নামে নাইজেরিয়ান পেসারের বোলিং ফিগার ছিল ৫ রানে ৬ উইকেটের। ২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। এবার তাঁর রেকর্ডটি কেড়ে নিলেন সায়জারুল।
শীর্ষ পাঁচ সেরা বোলিং ফিগারের তালিকায় পরিচিত মুখ বলতে তিনে দীপক চাহার ও পাঁচে থাকা অজন্তা মেন্ডিস। ভারতের পেসার চাহার বাংলাদেশের বিপক্ষে ৭ রানে ৬ উইকেট নেন ২০১৯ সালে। চাহারের মতোই সমান ৭ রানে ৬ উইকেট নিয়ে চারে আছেন দীনেশ নাকরানি। ২০২১ সালে লেসোথোর বিপক্ষে এই নজির গড়েন উগান্ডার বাঁহাতি পেসার। আর ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ রানে ৬ উইকেট নিয়ে পাঁচে আছেন শ্রীলঙ্কার রহস্য স্পিনার মেন্ডিস। এঁদের মতো ৬ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে বিশ্বের আরও ৮ বোলারের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং কার এমনটা জানতে চাওয়া হলে হয়তো বেশির ভাগ ক্রিকেটপ্রেমীই বলতে পারবেন না বোলারের নাম। আসলে না বলতে পারাটাই স্বাভাবিক। কতজন আর নাইজেরিয়া, মালয়েশিয়ার মতো দলগুলোর খেলা দেখে। সবারই তো চোখ থাকে আইসিসির পূর্ণ সদস্যের দলগুলোর দিকেই।
তবে কিছু কিছু ক্ষেত্রে এখন থেকে নাইজেরিয়া, মালয়েশিয়ার দলগুলোর দিকেও চোখ রাখতে হবে ক্রিকেটপ্রেমীদের। কেননা, এসব দলের অনেক খেলোয়াড় ক্রিকেটের কিছু বিরল কীর্তি গড়েছেন। চীনের বিপক্ষে সায়াজরুল ইদ্রুস তেমনি এক রেকর্ড গড়েছেন। বিশ্বের অনেক ভয়ংকর বোলারও তাঁর মতো কীর্তি গড়তে পারেনি। রেকর্ডটি হচ্ছে প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়ার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া পর্বের (বি) বাছাইপর্বে গতকাল এই বিরল কীর্তি গড়েছেন সায়াজরুল। কুয়ালালামপুরে চীনের বিপক্ষে ৭ উইকেট নিয়েছেন তিনি। ৪ ওভারে ৮ রান দিয়ে ৭ উইকেট নেওয়ার সময় প্রত্যেক ব্যাটারকে আবার বোল্ড করেছেন এই পেসার। তাঁর পেস বোলিংয়ে প্রতিপক্ষ গুটিয়ে যায় মাত্র ২৩ রানে। অথচ উদ্বোধনী জুটিতেই ১২ রান তুলেছিল চীন। ২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের জয় পায় মালয়েশিয়া ৪.৫ ওভারে।
সায়জারুলের আগে যিনি সেরা বোলার ছিলেন, তিনিই খুব একটা পরিচিত নন অধিকাংশের কাছে। পিটার আহোর নামে নাইজেরিয়ান পেসারের বোলিং ফিগার ছিল ৫ রানে ৬ উইকেটের। ২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। এবার তাঁর রেকর্ডটি কেড়ে নিলেন সায়জারুল।
শীর্ষ পাঁচ সেরা বোলিং ফিগারের তালিকায় পরিচিত মুখ বলতে তিনে দীপক চাহার ও পাঁচে থাকা অজন্তা মেন্ডিস। ভারতের পেসার চাহার বাংলাদেশের বিপক্ষে ৭ রানে ৬ উইকেট নেন ২০১৯ সালে। চাহারের মতোই সমান ৭ রানে ৬ উইকেট নিয়ে চারে আছেন দীনেশ নাকরানি। ২০২১ সালে লেসোথোর বিপক্ষে এই নজির গড়েন উগান্ডার বাঁহাতি পেসার। আর ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ রানে ৬ উইকেট নিয়ে পাঁচে আছেন শ্রীলঙ্কার রহস্য স্পিনার মেন্ডিস। এঁদের মতো ৬ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে বিশ্বের আরও ৮ বোলারের।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
২ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৩ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৩ ঘণ্টা আগে