নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তান সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন মুশফিকুর রহিম। ২১ আগস্ট টেস্ট সিরিজ শুরুর আগে দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের কণ্ঠে নিজেদের প্রস্তুতির ঘাটতির কথাই ফুটে ওঠে।
গতকাল মুশফিক বিসিবির এক ভিডিও বার্তায় বলেন, ‘বৃষ্টির কারণে আমাদের পর্যাপ্ত অনুশীলন হয়নি। আবহাওয়া সুবিধাজনক ছিল না। আমরা মাত্র একটা সেশন নেটে অনুশীলন করার সুযোগ পেয়েছিলাম। যেটা প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। তবু আমরা চেষ্টা করেছি ভালো করার, পক্ষে যায়নি। পাকিস্তান শাহিনস খুব ভালো খেলেছে। তাদের দলের উমর ভালো ব্যাট করেছেন। নাসিম শাহ, মীর হামজা ভালো বল করেছেন। আমাদের দলের কিছু তরুণ ক্রিকেটার আছে। আশা করি, তারা শিখেছে। আমাদের দুটো টেস্ট সামনে। এই দল থেকে যারাই স্কোয়াডে যাচ্ছে, তাদের সুবিধা হবে।’
‘এ’ দলের হয়ে প্রথম ইনিংসে ২৭ বলে ১৪ রান করে আউট হয়েছেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে তো ব্যাট করতে পারেননি আঙুলের চোটে। এই চোট যে খুব গুরুতর না ভিডিও বার্তায় তা পরিষ্কার করেছেন মুশফিক। তিনি বলেন, ‘দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি প্রস্তুতির সময় আঙুলে হালকা চোট পাই। এ চোট অবশ্য খুব একটা গুরুতর না। আশা করি, প্রথম টেস্ট ম্যাচ শুরুর আগেই ঠিক হয়ে যাবে। আমি প্রথম টেস্টে খেলতে পারব।’
মুশফিকের চোট গুরুতর না হলেও টেস্ট ম্যাচের আগে কপাল পুড়েছে টেস্ট স্কোয়াডে থাকা মাহমুদুল হাসান জয়ের। ডান কুঁচকির চোট এতটাই গুরুতর যে জয়ের সেরে উঠতেই তিন সপ্তাহের মতো সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এদিকে টেস্ট সিরিজ সামনে রেখে পাকিস্তান পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কাল রাতে মোবাইল ফোনে জয়ের কুঁচকির চোট নিয়ে লিপু বলেন, ‘এখনই জয়ের বদলি হিসেবে কাউকে নেওয়ার কথা ভাবছি না। ফিজিও বায়েজিদ উল ইসলাম কাজ করছেন। আশা করি, তাঁর কাছ থেকে চূড়ান্ত মূল্যায়ন পাওয়া যাবে, ওকে আমরা সফরে রাখব কি না।’
পাকিস্তান সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন মুশফিকুর রহিম। ২১ আগস্ট টেস্ট সিরিজ শুরুর আগে দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের কণ্ঠে নিজেদের প্রস্তুতির ঘাটতির কথাই ফুটে ওঠে।
গতকাল মুশফিক বিসিবির এক ভিডিও বার্তায় বলেন, ‘বৃষ্টির কারণে আমাদের পর্যাপ্ত অনুশীলন হয়নি। আবহাওয়া সুবিধাজনক ছিল না। আমরা মাত্র একটা সেশন নেটে অনুশীলন করার সুযোগ পেয়েছিলাম। যেটা প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। তবু আমরা চেষ্টা করেছি ভালো করার, পক্ষে যায়নি। পাকিস্তান শাহিনস খুব ভালো খেলেছে। তাদের দলের উমর ভালো ব্যাট করেছেন। নাসিম শাহ, মীর হামজা ভালো বল করেছেন। আমাদের দলের কিছু তরুণ ক্রিকেটার আছে। আশা করি, তারা শিখেছে। আমাদের দুটো টেস্ট সামনে। এই দল থেকে যারাই স্কোয়াডে যাচ্ছে, তাদের সুবিধা হবে।’
‘এ’ দলের হয়ে প্রথম ইনিংসে ২৭ বলে ১৪ রান করে আউট হয়েছেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে তো ব্যাট করতে পারেননি আঙুলের চোটে। এই চোট যে খুব গুরুতর না ভিডিও বার্তায় তা পরিষ্কার করেছেন মুশফিক। তিনি বলেন, ‘দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি প্রস্তুতির সময় আঙুলে হালকা চোট পাই। এ চোট অবশ্য খুব একটা গুরুতর না। আশা করি, প্রথম টেস্ট ম্যাচ শুরুর আগেই ঠিক হয়ে যাবে। আমি প্রথম টেস্টে খেলতে পারব।’
মুশফিকের চোট গুরুতর না হলেও টেস্ট ম্যাচের আগে কপাল পুড়েছে টেস্ট স্কোয়াডে থাকা মাহমুদুল হাসান জয়ের। ডান কুঁচকির চোট এতটাই গুরুতর যে জয়ের সেরে উঠতেই তিন সপ্তাহের মতো সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এদিকে টেস্ট সিরিজ সামনে রেখে পাকিস্তান পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কাল রাতে মোবাইল ফোনে জয়ের কুঁচকির চোট নিয়ে লিপু বলেন, ‘এখনই জয়ের বদলি হিসেবে কাউকে নেওয়ার কথা ভাবছি না। ফিজিও বায়েজিদ উল ইসলাম কাজ করছেন। আশা করি, তাঁর কাছ থেকে চূড়ান্ত মূল্যায়ন পাওয়া যাবে, ওকে আমরা সফরে রাখব কি না।’
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
১ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৪ ঘণ্টা আগে