Ajker Patrika

সৌম্যরও ভারতীয় ভিসা করিয়ে রাখছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সৌম্যরও ভারতীয় ভিসা করিয়ে রাখছে বিসিবি

কদিন পর এশিয়া কাপ। এরপরই ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে ভিসার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে ছিল ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। অনুশীলনের ফাঁকে হঠাৎ সবার চোখ যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে।

ভিসার প্রক্রিয়া যেকোনো বিদেশ সফরের আগে খুব স্বাভাবিক বিষয় হলেও এবার একটু যেন বিশেষ নজর কাড়ল কয়েকজন ক্রিকেটারের কারণে। বিসিবির সূত্র জানিয়েছে, বিশ্বকাপের জন্য ২৫ জন ক্রিকেটারের ভিসা করাচ্ছে তারা। এশিয়া কাপের দলে থাকা ১৭ জন এবং অপেক্ষমাণ তালিকায় আছেন আরও ৮ ক্রিকেটার। এই ৮ ক্রিকেটারের তালিকায় আছেন সৌম্য। 

গত দুই মাসে জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের সুযোগ পেয়েই আলোচনায় সৌম্য। চন্ডিকা হাথুরুসিংহে তাঁকে আরেকটি সুযোগ দেন কি না, এটিই ছিল দেখার। গত মাসে শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে সুযোগ কাজে লাগাতে না পারা সৌম্যকে রাখা হয়নি বাংলাদেশের এশিয়া কাপের দলে। তবে তিনি যে এখনো হাথুরুর বিকল্প বিবেচনায় আছেন, সেটি বোঝা গেল আজ তাঁকে ভারতীয় ভিসা সেন্টারে দেখে।

সবার আগে ভিসা প্রক্রিয়া করতে যান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসসহ তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, সৌম্য এবং বাকি ক্রিকেটাররা গেছেন। 

এশিয়া কাপের পারফরম্যান্স দেখে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং বিশ্বকাপের দলে কিছু পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট, এই বার্তা বিসিবির বোর্ড পরিচালক কিংবা নির্বাচকেরা এরই মধ্যে দিয়ে রেখেছেন। সে হিসেবে সৌম্য-মাহমুদউল্লাহদের ভিসা করিয়ে রাখা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত