টেস্টে ছক্কা মারতেই যেন বেশি পছন্দ করেন বেন স্টোকস। তিন সংস্করণের মধ্যে ক্রিকেটের রাজকীয় সংস্করণে বেশি ছক্কা মেরেছেন তিনি। ছক্কারই এক রেকর্ডে স্টোকস ছাড়িয়ে গেলেন স্যার আইজ্যাক ভিভিয়ান রিচার্ডসকে।
এজবাস্টনে শুরু হয়েছে ২০২৩ অ্যাশেজ। অ্যাশেজের প্রথম টেস্টে কোনো ছক্কা মারতে পারেননি। লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও আসেনি কোনো ছক্কা। টানা তিন ইনিংস ছক্কাশূন্য থাকার পর লর্ডসের দ্বিতীয় ইনিংস থেকে শুরু হয় ছক্কাবৃষ্টি। ২১৪ বলে ১৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলার পথে ৯টি ছক্কা মারেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। আর গতকাল লিডসে প্রথম ইনিংসে মেরেছেন ৫টি ছক্কা। তাতে নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি ৩৮ ছক্কার রেকর্ড নিজের করে নিয়েছেন স্টোকস। ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার পেছনে ফেলেছেন ভিভকে।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ৩৪ ছক্কা মেরেছেন ইংল্যান্ডের বিপক্ষে।
টেস্টে সবচেয়ে বেশি ১২৩টি ছক্কা মেরেছেন স্টোকস। ১০৭টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে ব্রেন্ডন ম্যাককালাম। কয়েক মাস আগেই ম্যাককালামকে ছাড়িয়ে যান স্টোকস। স্টোকস, ম্যাককালামের সঙ্গে টেস্টে এখন পর্যন্ত ছক্কার সেঞ্চুরি করেছেন তিন ক্রিকেটার। ১০০ ছক্কা মেরে এই তালিকায় তৃতীয় অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। ভিভ রিচার্ডস টেস্টে ৮৯ ছক্কা মেরেছেন।
নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কা:
ক্রিকেটার দল প্রতিপক্ষ ছক্কা
বেন স্টোকস ইংল্যান্ড অস্ট্রেলিয়া ৩৮
স্যার ভিভ রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ৩৪
বেন স্টোকস ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ৩০
ইমরান খান পাকিস্তান ভারত ২৮
ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ২৬
টেস্টে ছক্কা মারতেই যেন বেশি পছন্দ করেন বেন স্টোকস। তিন সংস্করণের মধ্যে ক্রিকেটের রাজকীয় সংস্করণে বেশি ছক্কা মেরেছেন তিনি। ছক্কারই এক রেকর্ডে স্টোকস ছাড়িয়ে গেলেন স্যার আইজ্যাক ভিভিয়ান রিচার্ডসকে।
এজবাস্টনে শুরু হয়েছে ২০২৩ অ্যাশেজ। অ্যাশেজের প্রথম টেস্টে কোনো ছক্কা মারতে পারেননি। লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও আসেনি কোনো ছক্কা। টানা তিন ইনিংস ছক্কাশূন্য থাকার পর লর্ডসের দ্বিতীয় ইনিংস থেকে শুরু হয় ছক্কাবৃষ্টি। ২১৪ বলে ১৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলার পথে ৯টি ছক্কা মারেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। আর গতকাল লিডসে প্রথম ইনিংসে মেরেছেন ৫টি ছক্কা। তাতে নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি ৩৮ ছক্কার রেকর্ড নিজের করে নিয়েছেন স্টোকস। ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার পেছনে ফেলেছেন ভিভকে।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ৩৪ ছক্কা মেরেছেন ইংল্যান্ডের বিপক্ষে।
টেস্টে সবচেয়ে বেশি ১২৩টি ছক্কা মেরেছেন স্টোকস। ১০৭টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে ব্রেন্ডন ম্যাককালাম। কয়েক মাস আগেই ম্যাককালামকে ছাড়িয়ে যান স্টোকস। স্টোকস, ম্যাককালামের সঙ্গে টেস্টে এখন পর্যন্ত ছক্কার সেঞ্চুরি করেছেন তিন ক্রিকেটার। ১০০ ছক্কা মেরে এই তালিকায় তৃতীয় অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। ভিভ রিচার্ডস টেস্টে ৮৯ ছক্কা মেরেছেন।
নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কা:
ক্রিকেটার দল প্রতিপক্ষ ছক্কা
বেন স্টোকস ইংল্যান্ড অস্ট্রেলিয়া ৩৮
স্যার ভিভ রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ৩৪
বেন স্টোকস ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ৩০
ইমরান খান পাকিস্তান ভারত ২৮
ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ২৬
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে হতে যাচ্ছে নতুন ইতিহাস। মেয়েদের বৈশ্বিক এই ইভেন্টে ম্যাচ কর্মকর্তাদের সবাই নারী। এই ইতিহাসের অংশ হলেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ সেটা নিশ্চিত করেছে।
৮ মিনিট আগেভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াতে আর বেশি সময় বাকি নেই। সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। ভক্ত-সমর্থকেরা যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে অধীর আগ্রহে অপেক্ষায়, তখনই বেধেছে এক ঝামেলা।
১ ঘণ্টা আগেনেপালে ছাত্র-জনতার আন্দোলনের কারণে দুই দিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছার কথা রয়েছে। একই ফ্লাইটে বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও দেশে ফিরেছেন।
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। চট্টগ্রামে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ ২ উইকেটে হেরেছিল হংকংয়ের কাছে। ১১ বছর পর বাংলাদেশ নামবে সেই ক্ষতে প্রলেপ লাগাতে।
২ ঘণ্টা আগে