Ajker Patrika

‘বিস্ফোরক’ সেদিকউল্লাহকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে আফগান দল

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ২১: ২০
‘বিস্ফোরক’ সেদিকউল্লাহকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে আফগান দল

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ১৯ সদস্যের দলে ফেরানো হয়েছে স্পিনার নুর আহমদকে।

ঘরোয়া ক্রিকেট ও চলমান ইমার্জিং এশিয়া কাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফিরেছেন সেদিকউল্লাহ আতালও। এখনো অবশ্য ওয়ানডেতে অভিষেক হয়নি তাঁর। ইমার্জিং কাপে তিন ম্যাচেই বিস্ফোরক ব্যাটিংয়ে ফিফটি পেয়েছেন তিনি। ১১৫.০০ গড়ে করেছেন ২৩০ রান। স্ট্রাইকরেট—১৬১.৯৭।

গত মাসে শারজায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতা আফগান দলের বাকি সবাই আছেন এই সিরিজেও। তবে চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে খেলতে না পারা ওপেনার ইব্রাহিম জাদরান ও স্পিনার মুজিব উর রহমানকে এই সিরিজেও পাচ্ছে না আফগানিস্তান।

শারজাতেই ৬ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে খেলবে দুই দল। ৯ ও ১১ নভেম্বর পরের দুটি ওয়ানডেও হবে একই ভেন্যুতে।

আফগানিস্তান ওয়ানডে দল: হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহঅধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আবদুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ আতাল, দরউইশ রাসোলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, আল্লাহ্ মোহাম্মদ ঘাজানফার, নুর আহমদ, ফজল হক ফারুকী, বিলাল সামি, নাভিদ জাদরান, ফারিদ আহমদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত