রানা আব্বাস, দুবাই থেকে
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার সেই একই দৃশ্য দেখা গেল। মাথা নিচু করে মাঠ ছাড়ছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহদের ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষটা আরও বাজেভাবে হলো। গতকাল বাংলাদেশ একটা ম্যাচ খেলেছে, যেটিতে দুই দল সব মিলিয়ে খেলেছে ২১.২ ওভার। বাংলাদেশের দেওয়া ৭৪ রানের লক্ষ্য পেরোতে অস্ট্রেলিয়ার লেগেছে মাত্র ৩৮ বল (২ উইকেট হারিয়ে)।
ম্যাচের বর্ণনা দিতে এই তথ্যটুকুই যথেষ্ট! টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ দলের ব্যাটাররা গ্যালারিতে দর্শকদের বসারও যেন সুযোগ দিচ্ছিলেন না! যদিও সুপার টুয়েলভে বাংলাদেশ শেষ ম্যাচ দেখতে গ্যালারিতে দর্শক তেমন ছিল না। প্রায় ফাঁকা গ্যালারিতে যাঁরাই এসেছিলেন, তাঁদের আসন খুঁজে বসতে বসতে ৪ উইকেট নেই।
দুবাইয়ে গতকাল বাংলাদেশের এ ব্যাটিং প্রদর্শনী আসলে দেখিয়েছে, দলটার আত্মবিশ্বাস কোথায় নেমেছে। দেখিয়েছে, দেশের ভঙ্গুর ক্রিকেট-ব্যবস্থার অসংখ্য ফাঁকফোকর। ইনিংসের শুরুতে প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের ঘণ্টায় নিয়মিত ১৪৫ কিলোমিটার গতিতে করা গোলা সামলানোর যেন কোনো উত্তরই ছিল না বাংলাদেশের ব্যাটারদের কাছে। তবে সবচেয়ে বেশি দুর্বোধ্য হয়ে গেলেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। নিজেদের দলে নেই একজন ভালো মানের লেগ স্পিনার। মাঝেমধ্যে কোনো লেগ স্পিনার মিললেও তিনি দলে থাকেন তৃতীয় বিশ্বের বাসিন্দার মতো। না হলে কি তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে ওমান থেকে দেশে ফিরিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট?
গতকাল জাম্পা ভালোভাবেই বাংলাদেশকে বুঝিয়ে দিলেন, বড় মঞ্চে ভালো করতে একজন ভালো মানের লেগ স্পিনার কতটা জরুরি। জাম্পা দৃশ্যপটে আসার আগে শুরুটা করেছিলেন স্টার্ক। তাঁর ঘণ্টায় ১৪৪ কিলোমিটার গতির বল না সামলাতে পেরে ইনিংসের তৃতীয় বলে বোল্ড হলেন লিটন (০)। ১.৬ ওভারে হ্যাজলউডের বলে বোল্ড সৌম্য সরকার (৫)। গ্লেন ম্যাক্সওয়েলের করা তৃতীয় ওভারে পঞ্চম বলে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ মুশফিকুর রহিম (১)। চতুর্থ উইকেটে মোহাম্মদ নাঈম (১৭) আর অধিনায়ক মাহমুদউল্লাহর (১৬) সামান্য প্রতিরোধও (১৬ বলে ২২ রানের জুটি) খড়কুটোর মতো উড়ে গেল। পাওয়ার প্লেতে ৩২ রান তুলতেই যে দলের ৪ উইকেট হাওয়া—লড়াইয়ের স্কোর মিলবে কীভাবে?
৩৩ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর শামীম পাটোয়ারীকে নিয়ে আরেকবার প্রতিরোধের চেষ্টা করেছিলেন মাহমুদউল্লাহ। ষষ্ঠ উইকেটে যোগ করা ২৮ বলে ২৯ রানের এই জুটিটাই বাংলাদেশের ইনিংসের হাইলাইট। জাম্পার শিকার হয়ে ফেরার আগে এক ছক্কা আর এক চারে ১৮ বলে করা শামীমের ১৯ রানই বাংলাদেশের সর্বোচ্চ। টপ অর্ডার, মিডল অর্ডার যেখানে তাসের ঘরের মতো দ্রুত ধসে পড়েছে, সেখানে লোয়ার মিডল অর্ডার কিংবা লেজের ব্যাটসম্যানরা আর কী করবেন! বাংলাদেশের ব্যাটারদের যাওয়া-আসার মিছিলে জাম্পার হ্যাটট্রিক করার সুযোগও এসেছিল। সেটি না হলেও ৪ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে একটা রেকর্ড নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ার ২৯ বছর বয়সী এই লেগ স্পিনার। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে এটিই এখন সেরা বোলিং ফিগার।
বাংলাদেশ নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ৭৩ রানে অলআউট হওয়ার আগে খেলতে পেরেছে ১৫ ওভার। সেমিফাইনালের আশা জাগিয়ে রাখতে অস্ট্রেলিয়ার সামনে নেট রানরেট ভালো রাখার তাড়া ছিল। সেটি তারা ভালোভাবেই করেছে। বাংলাদেশের বোলারদের যথেচ্ছ পিটিয়ে ৩৮ বলেই লক্ষ্যটা পেরিয়ে যায় অ্যারন ফিঞ্চের দল।
দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো কদিন আগে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেও বলছিলেন, ‘দল ব্যাপক উন্নতি করছে।’ যুক্তি হিসেবে তিনি আগস্ট-সেপ্টেম্বরে দেশের মাঠে টানা দুটি সিরিজ জয়ের পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়ে উন্নতি করার বিষয়টি সামনে এনেছিলেন। গত কয়েক মাসে বিসিবির শীর্ষ কর্তারাও বড় তৃপ্তি নিয়ে র্যাঙ্কিংয়ের উন্নতি, ঘরের মাঠে সিরিজ জয়ের বিষয়গুলো সামনে এনেছেন। কিন্তু যে দল ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে একটি ম্যাচও জিততে পারেনি, গত ১৪ বছরে কি উন্নতি হয়েছে তাদের—এসব উত্তর বোর্ড কর্তাদের বা কোচের কাছ থেকে মেলেনি।
সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ স্বীকার করে নিলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো আমরা পায়ের তলায় মাটি খুঁজছি। হয়তো দেশের মাঠে ভালো করছি। বিদেশে দেখেছি নিজেদের অবস্থান কোথায়, শীর্ষ দলগুলোর সঙ্গে ভালো করতে হলে কতটা উন্নতি করতে হবে আমাদের।’
হতাশার এক টুর্নামেন্ট শেষে আজ শুক্রবার দুবাইয়ের সময় সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ দল দেশে রওনা দেবে। অবশ্য মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও লিটন দাস পরিবার নিয়ে কটা দিনের জন্য দুবাই থেকে যাবেন। এ অবসরে মনের আয়নায় তাঁরা কি তাকিয়ে দেখবেন ব্যর্থতার খতিয়ান?
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার সেই একই দৃশ্য দেখা গেল। মাথা নিচু করে মাঠ ছাড়ছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহদের ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষটা আরও বাজেভাবে হলো। গতকাল বাংলাদেশ একটা ম্যাচ খেলেছে, যেটিতে দুই দল সব মিলিয়ে খেলেছে ২১.২ ওভার। বাংলাদেশের দেওয়া ৭৪ রানের লক্ষ্য পেরোতে অস্ট্রেলিয়ার লেগেছে মাত্র ৩৮ বল (২ উইকেট হারিয়ে)।
ম্যাচের বর্ণনা দিতে এই তথ্যটুকুই যথেষ্ট! টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ দলের ব্যাটাররা গ্যালারিতে দর্শকদের বসারও যেন সুযোগ দিচ্ছিলেন না! যদিও সুপার টুয়েলভে বাংলাদেশ শেষ ম্যাচ দেখতে গ্যালারিতে দর্শক তেমন ছিল না। প্রায় ফাঁকা গ্যালারিতে যাঁরাই এসেছিলেন, তাঁদের আসন খুঁজে বসতে বসতে ৪ উইকেট নেই।
দুবাইয়ে গতকাল বাংলাদেশের এ ব্যাটিং প্রদর্শনী আসলে দেখিয়েছে, দলটার আত্মবিশ্বাস কোথায় নেমেছে। দেখিয়েছে, দেশের ভঙ্গুর ক্রিকেট-ব্যবস্থার অসংখ্য ফাঁকফোকর। ইনিংসের শুরুতে প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের ঘণ্টায় নিয়মিত ১৪৫ কিলোমিটার গতিতে করা গোলা সামলানোর যেন কোনো উত্তরই ছিল না বাংলাদেশের ব্যাটারদের কাছে। তবে সবচেয়ে বেশি দুর্বোধ্য হয়ে গেলেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। নিজেদের দলে নেই একজন ভালো মানের লেগ স্পিনার। মাঝেমধ্যে কোনো লেগ স্পিনার মিললেও তিনি দলে থাকেন তৃতীয় বিশ্বের বাসিন্দার মতো। না হলে কি তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে ওমান থেকে দেশে ফিরিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট?
গতকাল জাম্পা ভালোভাবেই বাংলাদেশকে বুঝিয়ে দিলেন, বড় মঞ্চে ভালো করতে একজন ভালো মানের লেগ স্পিনার কতটা জরুরি। জাম্পা দৃশ্যপটে আসার আগে শুরুটা করেছিলেন স্টার্ক। তাঁর ঘণ্টায় ১৪৪ কিলোমিটার গতির বল না সামলাতে পেরে ইনিংসের তৃতীয় বলে বোল্ড হলেন লিটন (০)। ১.৬ ওভারে হ্যাজলউডের বলে বোল্ড সৌম্য সরকার (৫)। গ্লেন ম্যাক্সওয়েলের করা তৃতীয় ওভারে পঞ্চম বলে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ মুশফিকুর রহিম (১)। চতুর্থ উইকেটে মোহাম্মদ নাঈম (১৭) আর অধিনায়ক মাহমুদউল্লাহর (১৬) সামান্য প্রতিরোধও (১৬ বলে ২২ রানের জুটি) খড়কুটোর মতো উড়ে গেল। পাওয়ার প্লেতে ৩২ রান তুলতেই যে দলের ৪ উইকেট হাওয়া—লড়াইয়ের স্কোর মিলবে কীভাবে?
৩৩ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর শামীম পাটোয়ারীকে নিয়ে আরেকবার প্রতিরোধের চেষ্টা করেছিলেন মাহমুদউল্লাহ। ষষ্ঠ উইকেটে যোগ করা ২৮ বলে ২৯ রানের এই জুটিটাই বাংলাদেশের ইনিংসের হাইলাইট। জাম্পার শিকার হয়ে ফেরার আগে এক ছক্কা আর এক চারে ১৮ বলে করা শামীমের ১৯ রানই বাংলাদেশের সর্বোচ্চ। টপ অর্ডার, মিডল অর্ডার যেখানে তাসের ঘরের মতো দ্রুত ধসে পড়েছে, সেখানে লোয়ার মিডল অর্ডার কিংবা লেজের ব্যাটসম্যানরা আর কী করবেন! বাংলাদেশের ব্যাটারদের যাওয়া-আসার মিছিলে জাম্পার হ্যাটট্রিক করার সুযোগও এসেছিল। সেটি না হলেও ৪ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে একটা রেকর্ড নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ার ২৯ বছর বয়সী এই লেগ স্পিনার। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে এটিই এখন সেরা বোলিং ফিগার।
বাংলাদেশ নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ৭৩ রানে অলআউট হওয়ার আগে খেলতে পেরেছে ১৫ ওভার। সেমিফাইনালের আশা জাগিয়ে রাখতে অস্ট্রেলিয়ার সামনে নেট রানরেট ভালো রাখার তাড়া ছিল। সেটি তারা ভালোভাবেই করেছে। বাংলাদেশের বোলারদের যথেচ্ছ পিটিয়ে ৩৮ বলেই লক্ষ্যটা পেরিয়ে যায় অ্যারন ফিঞ্চের দল।
দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো কদিন আগে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেও বলছিলেন, ‘দল ব্যাপক উন্নতি করছে।’ যুক্তি হিসেবে তিনি আগস্ট-সেপ্টেম্বরে দেশের মাঠে টানা দুটি সিরিজ জয়ের পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়ে উন্নতি করার বিষয়টি সামনে এনেছিলেন। গত কয়েক মাসে বিসিবির শীর্ষ কর্তারাও বড় তৃপ্তি নিয়ে র্যাঙ্কিংয়ের উন্নতি, ঘরের মাঠে সিরিজ জয়ের বিষয়গুলো সামনে এনেছেন। কিন্তু যে দল ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে একটি ম্যাচও জিততে পারেনি, গত ১৪ বছরে কি উন্নতি হয়েছে তাদের—এসব উত্তর বোর্ড কর্তাদের বা কোচের কাছ থেকে মেলেনি।
সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ স্বীকার করে নিলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো আমরা পায়ের তলায় মাটি খুঁজছি। হয়তো দেশের মাঠে ভালো করছি। বিদেশে দেখেছি নিজেদের অবস্থান কোথায়, শীর্ষ দলগুলোর সঙ্গে ভালো করতে হলে কতটা উন্নতি করতে হবে আমাদের।’
হতাশার এক টুর্নামেন্ট শেষে আজ শুক্রবার দুবাইয়ের সময় সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ দল দেশে রওনা দেবে। অবশ্য মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও লিটন দাস পরিবার নিয়ে কটা দিনের জন্য দুবাই থেকে যাবেন। এ অবসরে মনের আয়নায় তাঁরা কি তাকিয়ে দেখবেন ব্যর্থতার খতিয়ান?
টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
১২ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
৪৪ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
১৩ ঘণ্টা আগে