Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হতেই আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক

ক্রীড়া ডেস্ক    
আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক। ছবি: এএফপি
আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক। ছবি: এএফপি

চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ভরাডুবির পর টানা দ্বিতীয় মৌসুম আইপিএল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন হ্যারি ব্রুক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইংলিশ তারকা ক্রিকেটার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। আইপিএলে নাম লিখিয়েও না খেলার সিদ্ধান্ত নেওয়ায় নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনাও রয়েছে ব্রুকের। এ বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল তাঁর। এর আগে গত মৌসুমেও দিল্লির সঙ্গে চুক্তি বাতিল করেছিলেন দাদির মৃত্যুর কারণে। এবার জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত রাখতেই তাঁর এ সিদ্ধান্ত।

এক্স ও ইনস্টাগ্রামে ব্রুক লিখেছেন, ‘আমি আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি দিল্লি ক্যাপিটালস এবং তাদের সমর্থকদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ক্রিকেট ভালোবাসি। ছোটবেলা থেকেই আমার দেশের হয়ে খেলার স্বপ্ন ছিল এবং এই স্তরে আমার প্রিয় খেলাটি খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।’

ব্রুক ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই খেলেন। জুনে ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারতের বিপক্ষে। তারপর নভেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ সিরিজ, যেখানে ইংল্যান্ড মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এ ছাড়া ভারত সিরিজের আগে এবং পরে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে। মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ম্যাচও রয়েছে ইংল্যান্ডের।

জস বাটলারের পদত্যাগের পর নতুন অধিনায়ক হওয়ার জোরালো সম্ভাবনাও রয়েছে ব্রুকের। এ মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘এটি ইংল্যান্ড ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আমি পুরোপুরি প্রস্তুতি নিতে চাই। এজন্য আমি কিছুটা সময় বিশ্রাম নিতে চাই, কারণ এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত সময়।’

নিলামে ব্রুককে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছিল দিল্লি। তবে এবার তাঁর বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞার সম্ভাবনা রয়েছে, যেহেতু আইপিএলের নিয়ম অনুযায়ী, বিদেশি খেলোয়াড়দের দেরিতে সরে দাঁড়ানো রোধ করতে কড়া নিয়ম চালু রয়েছে। যদিও চোট-সংক্রান্ত কারণ থাকলে ব্যতিক্রম নিয়ম।

ব্রুক এর আগে ২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেছিলেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৫ বলে একটি সেঞ্চুরিও আছে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত