Ajker Patrika

বিসিএস ক্যাডার নই, বলছেন সাইফউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ২১: ১৮
বিসিএস ক্যাডার নই, বলছেন সাইফউদ্দিন

বাংলাদেশ দলে একজন ভালো পেস বোলিং অলরাউন্ডারের আক্ষেপ কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সেই আক্ষেপ ঘোচানোর ক্ষেত্রে ভালো অপশন হতে পারতেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপেও বোলিংয়ে দারুণ অবদান রেখেছিলেন তিনি।

তবে চোটের কারণে সাইফউদ্দিনের বিশ্বকাপ ২০২৩-এ খেলা অনেকটা অনিশ্চিত। অনেক দিন ধরেই দলে নেই। সবশেষ গত অক্টোবরে, পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার। কিছুদিন পরপর মাথাচাড়া দেয় ব্যাক পেইন (পিঠে ব্যথা)। তাই ভালো চিকিৎসার জন্য তাঁকে কাতারে পাঠাচ্ছে বিসিবি। আজ রাতের ফ্লাইটে সাইফউদ্দিনের সঙ্গে আরও দুই ক্রিকেটার–অভিষেক দাস ও আশিকুর জামান যাচ্ছেন চিকিৎসার জন্য।

ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে ৭ ইনিংসে ১৩ উইকেট নিয়েছিলেন সাইফউদ্দিন। ব্যাটিংয়ে ছিল একটি ফিফটিও। কিন্তু এবারের বিশ্বকাপে তাঁর থাকা অনিশ্চিত। যা পোড়াচ্ছে এই অলরাউন্ডারকেও। গতকাল মিরপুরে সংবাদমাধ্যমকে সাইফউদ্দিন বলেন, ‘(বিশ্বকাপে না থাকায়) অবশ্যই! খারাপ কেন লাগবে না। এখানে আমাদের সব সতীর্থ, বন্ধু, ছোট ভাই সবাই ক্যাম্প করছে, ফিটনেস টেস্ট দিচ্ছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে এগুলো দেখছি। খারাপ তো অবশ্যই লাগবে। মাঠের খেলোয়াড়; কিন্তু মাঠে আসতে পারছি না। তবু এখানে এলে ওদের সঙ্গে গল্প, আড্ডা—এসব করে সময়টা পার করি। যখন আবার সুস্থ হব, ইনশাআল্লাহ তখন আবার ওদের একটা অংশ হব।’

চোটের কারণে দলের বাইরে থাকা, আবার ছন্দে ফেরার চ্যালেঞ্জ সব ক্রিকেটারকেই নিতে হয়। সাইফউদ্দিনের কাছে এটি অবশ্য স্বাভাবিক ব্যাপার। টিকে থাকতে হলে, এ লড়াই করতেই হবে, কারণ এটি তাঁর পেশা। তিনি বলেন, ‘এটা আমার পেশা। সত্যি বলতে, আমি বিসিএস ক্যাডার নই যে অন্য কোনো চাকরি করব। যত দিনই খেলতে হবে, লড়াই করে খেলতে হবে। এটা আমার রুটি-রুজি। ক্রিকেট আমার সবকিছু। এটার জন্য যতটুকু করা দরকার, সব সময় করে এসেছি এবং সব সময় করব।’

এই বছরের মার্চ-এপ্রিলে হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটিংয়ে রান বেশি না পেলেও বোলিংয়ে উজ্জ্বলই ছিলেন সাইফউদ্দিন। আবাহনীর হয়ে ১২ ম্যাচ বোলিংয়ে ৫.১৮ ইকোনমি রেটে নিয়েছেন ১৯ উইকেট। ব্যাটিংয়ে করেছেন ১১২ রান। চ্যাম্পিয়নও হয় তাঁর দল। তবে ডিপিএলের পর নতুন করে চোট দেখা যায়নি সাইফউদ্দিনের। বোলিং করলেই ফিরে আসে ব্যথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত