Ajker Patrika

জোড়া ফিফটিতে আইরিশদের লিড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৫: ৪৮
জোড়া ফিফটিতে আইরিশদের লিড

দুই সেশনে বাংলাদেশের বোলারদের মাত্র ২ উইকেট দিয়েছে আয়ারল্যান্ড। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম উইকেটে দারুণ ৩টি জুটির সৌজন্যে ৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় সেশন শেষ করেছে সফরকারীরা। পঞ্চম উইকেটে হ্যারি টেক্টর ও পিটার মুর ১৫৪ বলে গড়েছিলেন ৩৮ রানের জুটি। ষষ্ঠ উইকেটে লরকান টাকারকে নিয়ে ১৪৫ বলে ৭২ রানের আরেকটা কার্যকর জুটি গড়েন টেক্টর।

মিরপুর টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন টেক্টর। দলের বিপর্যয়ের মুহূর্তে ১৫৯ বলে খেলেছেন ৫৬ রানের ধৈর্যশীল ইনিংস। প্রথম সেশনে মুরকে ড্রেসিংরুমে ফেরান শরীফুল ইসলাম। দ্বিতীয় সেশনে এলবিডব্লিউর ফাঁদে পড়ে তাইজুল ইসলামের শিকার হয়ে ফেরেন টেক্টর। 

সপ্তম উইকেটে অ্যান্ডি ম্যাকব্রিনকে সঙ্গে নিয়ে টাকার কাটিয়ে দেন দ্বিতীয় সেশনের বাকি সময়। তাঁদের দুজনের ব্যাটে ১৫৫ রানে পিছিয়ে থাকা আয়ারল্যান্ড পেয়েছে লিডও। ইতিমধ্যে ১০৭ বলে সপ্তম উইকেট জুটিতে তাঁরা যোগ করেছেন ৭৬ রান। 

অভিষেক টেস্টে সেঞ্চুরির পথে হাঁটছেন টাকার। ১৩২ বলে ৮৯ রানে অপরাজিত রয়েছেন তিনি। ম্যাকব্রিন ২৭ রানে ব্যাটিং করছেন। দ্বিতীয় সেশন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৯৯ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত