Ajker Patrika

এ মাসেই হতে পারে সাকিবের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ২৩: ১৭
Thumbnail image
কাউন্টিতে সাকিব। ছবি: এএফপি

খবরটা বেশ বিস্ময়করই বটে! প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে বছরের পর বছর সাকিব আল হাসান ছিলেন আইসিসির র‍্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান অলরাউন্ডার। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় সেই সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পেলেন ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের আম্পায়াররা।

গত সেপ্টেম্বরে ভারত সফরের ঠিক আগে কাউন্টিতে সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলেছিলেন সাকিব। ব্যাট হাতে সেই চার দিনের ম্যাচে তেমন কিছু করতে না পারলেও সাকিব ৬০ ওভার বল করে শিকার করেছিলেন ৯ উইকেট। মাঠের আম্পায়ার ছিলেন ডেভিড মিলনস আর স্টিভ ও’শাগনেসি। তাঁরা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলে রিপোর্ট করেছেন। সাকিবকে এখন বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আইসিসি-স্বীকৃত ইংল্যান্ডের কোনো ল্যাবে।

নাম প্রকাশ না করার শর্তে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেছেন, ‘ম্যাচে সাকিবের অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন আম্পায়াররা। তবে আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে পরীক্ষা না হওয়া পর্যন্ত তাঁর খেলতে বাধা নেই। এ মুহূর্তে আমরা চেষ্টা করছি, তাঁর সঙ্গে আলাপ করে একটা ল্যাব ঠিক করতে। পরীক্ষাটা হতে পারে এ মাসেই।’

বিষয়টি নিয়ে হোয়াটসঅ্যাপে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো জবাব দেননি। ইসিবি সাকিবকে জানালেও সরাসরি বিষয়টি জানায়নি বিসিবিকে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, বিষয়টি তাঁরা জানেন না। আর ঘটনাটা যদি কোনো বোর্ডের ঘরোয়া ক্রিকেটে ঘটে থাকে, তাদের আনুষ্ঠানিকভাবে জানানোর কথাও নয়। আন্তর্জাতিক ক্রিকেট হলে এক বোর্ড আরেক বোর্ডকে জানাত।

পরশু থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজে। কদিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, সাকিব নিজ থেকেই এ সিরিজ খেলতে চাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত