ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ে পরশু হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। এই ম্যাচের আগে দুশ্চিন্তা দেখা গেছে ভারতীয় দলে।
হাইব্রিড মডেলে চলমান চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো ভারত খেলছে দুবাইয়ে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা গেছে, নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে পরশু দুবাইয়ে ব্যাটিং অনুশীলন করেননি রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক এমনকি থ্রো অনুশীলনও করেননি। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কৌশলগত ব্যাপারে আলাপ-আলোচনায় সময় বেশি দিয়েছেন রোহিত। যদিও রোহিত পরে দৌড়েছেন। তাতে অবশ্য চোট তেমন একটা গুরুতর নাও মনে হতে পারে। তবে শোনা যাচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।
রোহিত যদি নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলেন, সেক্ষেত্রে ভারতকে নেতৃত্ব দিতে পারেন শুবমান গিল। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে গিল ভারতের সহ-অধিনায়ক হিসেবে খেলছেন। সেক্ষেত্রে কিউইদের বিপক্ষে একাদশে ঋষভ পন্তকে দেখা যেতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলেছেন লোকেশ রাহুল। পন্ত সবশেষ ওয়ানডে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে গত বছরের আগস্টে।
ওয়ানডেতে দারুণ ছন্দে আছেন গিল। সবশেষ পাঁচ ইনিংসের মধ্যে চারটিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন, যার মধ্যে দুবাইয়ে গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। গিল আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের জুলাইয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত খেলেছে গিলের নেতৃত্বে।
নিউজিল্যান্ডের বিপক্ষে অনুশীলনের আগে থেকেই রোহিতের চোটের সমস্যা রয়েছে। দুবাইয়ে এ সপ্তাহের রোববার পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ভারতীয় এই ব্যাটার।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ে পরশু হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। এই ম্যাচের আগে দুশ্চিন্তা দেখা গেছে ভারতীয় দলে।
হাইব্রিড মডেলে চলমান চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো ভারত খেলছে দুবাইয়ে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা গেছে, নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে পরশু দুবাইয়ে ব্যাটিং অনুশীলন করেননি রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক এমনকি থ্রো অনুশীলনও করেননি। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কৌশলগত ব্যাপারে আলাপ-আলোচনায় সময় বেশি দিয়েছেন রোহিত। যদিও রোহিত পরে দৌড়েছেন। তাতে অবশ্য চোট তেমন একটা গুরুতর নাও মনে হতে পারে। তবে শোনা যাচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।
রোহিত যদি নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলেন, সেক্ষেত্রে ভারতকে নেতৃত্ব দিতে পারেন শুবমান গিল। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে গিল ভারতের সহ-অধিনায়ক হিসেবে খেলছেন। সেক্ষেত্রে কিউইদের বিপক্ষে একাদশে ঋষভ পন্তকে দেখা যেতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলেছেন লোকেশ রাহুল। পন্ত সবশেষ ওয়ানডে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে গত বছরের আগস্টে।
ওয়ানডেতে দারুণ ছন্দে আছেন গিল। সবশেষ পাঁচ ইনিংসের মধ্যে চারটিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন, যার মধ্যে দুবাইয়ে গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। গিল আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের জুলাইয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত খেলেছে গিলের নেতৃত্বে।
নিউজিল্যান্ডের বিপক্ষে অনুশীলনের আগে থেকেই রোহিতের চোটের সমস্যা রয়েছে। দুবাইয়ে এ সপ্তাহের রোববার পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ভারতীয় এই ব্যাটার।
ওয়ানডে বিশ্বকাপের পর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকেও গ্রুপপর্বে বিদায় নিশ্চিত ইংল্যান্ডের। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে শুধুই নিয়মরক্ষার ম্যাচে তারা কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। মাঠের বাইরে দাবি, ‘বাটলার হটাও, দল বাঁচাও’। এমন দুঃসময়ের মধ্যে শেষটা তারা কতটা ভালো করতে পারবে সেটি দেখার অপেক্ষা...
২ মিনিট আগেটি-টোয়েন্টি বিশ্বকাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিতেও সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে আফগানিস্তান। যদিও তা নির্ভর করছে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ওপর। বাঁচা মরার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান করেছে আফগানরা।
১১ মিনিট আগেলিটন দাস, রিশাদ হোসেন, নাহিদ রানা—২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন এই তিন বাংলাদেশি ক্রিকেটার। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে রিশাদের দল।
৩ ঘণ্টা আগেলাহোরে আজ আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচটি সেমিফাইনালের টিকিট কাটার ম্যাচ। যে জিতবে, সে-ই কাটবে সেমিফাইনালের টিকিট। অজিদের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহীদি...
৪ ঘণ্টা আগে