Ajker Patrika

সাকিবকে ফিফটি করতে দিলেন না সাকিব

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৩: ৫৯
সাকিবকে ফিফটি করতে দিলেন না সাকিব

সাকিবের বলে ক্যাচ তুলে দিলেন সাকিব। শুরুতেই এমন বিভ্রম জাগানো বাক্য পড়ে অবাক হতে পারেন যে কেউ। দ্বৈত সাকিবের নাম শুনে একটু আশ্চর্য হওয়াই স্বাভাবিক। বাংলাদেশের ক্রিকেটে এখন যেমন দুই তামিম (তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিম), তেমনি রয়েছেন দুই সাকিবও। সেই দুই সাকিবের পরিচয় নিশ্চয় নতুন করে দিতে হবে না! একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও অন্যজন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব। 

আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয়েছেন দুই সাকিব। সেখানে নতুনের কাছে হার মানলেন পুরোনো সাকিব। পারেননি ১ রানের জন্য ফিফটি করতে। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই ৫৬ বলে ২ চার ও ৩ ছয়ে ৪৯ রান করে ফিরেছেন সাজঘরে। 

সফরে আসা জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টোয়েন্টি সিরিজে চট্টগ্রাম পর্বে খেলবেন না সাকিব আল হাসান। বিসিবিরও তাতে অসম্মতি নেই। তবে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কয়েকটি ম্যাচে দেখা যাবে ৩৭ বছর বয়সী তারকাকে। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই আজ তিনি নেমে পড়েন ব্যাট হাতে। খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। আজ সকালে হাইভোল্টেজ ম্যাচে আবাহনীর মুখোমুখি হয়েছেন সাকিবরা। 

টসে হেরে ব্যাটিংয়ে নামা শেখ জামাল বিপদে পড়ে শুরুতেই। স্কোরবোর্ডে ১৫ রান জমা করতেই হারিয়ে ফেলে ৩ টপ অর্ডারকে। এরপর ওপেনার সৈকত আলির (৪১) সঙ্গে জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন সাকিব। দুজনের সেই জুটি ভাঙে দলীয় ৮৭ রানে। সৈকতের বিদায়ের পর দলকে শতকের ঘরে পৌঁছে দেন সাকিব। দলীয় ১১০ রানে পঞ্চম উইকেট হিসেবে ফেরেন তিনি। ইনিংসের ২৬তম ওভারের তৃতীয় বলে জুনিয়র সাকিবের বলে ক্যাচ দেন সাব্বির হোসেনকে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেখ জামাল ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে করেছে ১৫১ রান। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক-উইকেটরক্ষক নুরুল হাসান সোহান (২৯) ও রবিউল ইসলাম রবি (২)। তানজিম সাকিব এখন পর্যন্ত ৫ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত