Ajker Patrika

বাংলাদেশকে হারিয়ে এবার ‘প্রতিশোধ’ নেবেই পাকিস্তান, বলছেন পাকিস্তানি পেসার  

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০: ৪০
বাংলাদেশকে হারিয়ে এবার ‘প্রতিশোধ’ নেবেই পাকিস্তান, বলছেন পাকিস্তানি পেসার  

রাওয়ালপিন্ডিতে  অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় টেস্ট এমন এক পর্যায়ে রয়েছে, যেখান থেকে বাংলাদেশ-পাকিস্তান দুই দলই জিততে পারে। পাকিস্তানি পেসার খুররম শেহজাদ এই ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী। 

রৌদ্রোজ্জ্বল রাওয়ালপিন্ডিতে গতকাল তৃতীয় দিনের সকালটা ছড়ি ঘোরায় পাকিস্তান। শেহজাদ-মীর হামজার বোলিং তোপে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ধ্বংসতূপে দাঁড়িয়ে থেকে  লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশের স্কোরটা নিয়ে যান ২৬২ রানে। শেষ বিকেলে হাসান মাহমুদের জোড়া ধাক্কায় পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে করেছে ৯ রান। ২১ রানে এগিয়ে থাকা পাকিস্তান কীভাবে ম্যাচ জিততে পারে, সেটার টোটকা দিলেন শেহজাদ। পাকিস্তানি পেসার গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘দেখুন আমরা ইতিবাচকভাবে ভাবছি।  আমাদের ব্যাটারদের সামর্থ্য রয়েছে ভালো একটি স্কোর করার। তাদেরকে অলআউটও করতে পারব বলে মনে করি। আমরা ম্যাচ জয়ের লক্ষ্যেই এগোচ্ছি।’

ক্যারিয়ারে এটা নিয়ে তৃতীয় টেস্ট খেলছেন খুররম। টপ অর্ডার ধসিয়ে দেওয়া পাকিস্তানি এই পেসার টেস্টে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন এবার বাংলাদেশের বিপক্ষেই। ৯০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর পাকিস্তানি এই পেসার বলেন, ‘পাকিস্তানের হয়ে কত বেশি টেস্ট খেলতে পারব, এটা আমার স্বপ্ন ছিল। অনেক টেস্ট জেতার স্বপ্ন দেখছি।’

রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এই ম্যাচ ড্র করলেই সিরিজ হবে বাংলাদেশের। জিতলে তো ইতিহাসকে পূর্ণতা দেবে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। পঞ্চমবারের মতো টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ। সেটা দুই বা ততোধিক ম্যাচের হিসেব করেই। অন্যদিকে পাকিস্তানের জন্য দ্বিতীয় টেস্ট জয়ের কোনো বিকল্প নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত