আইপিএলের শিরোপা তাঁর কাছে নতুন কিছু নয়। এর আগেও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে চারবার শিরোপা জিতেছেন হার্দিক পান্ডিয়া। তবে গতকালকের পঞ্চম আইপিএল শিরোপাটার মাহাত্ম্য এই অলরাউন্ডারের কাছে অন্য রকম। সম্পূর্ণ নতুন একটা দলকে নেতৃত্ব দিয়ে প্রথম অভিযানেই যে শিরোপা জিতিয়েছেন পান্ডিয়া।
প্রথমবারের মতো খেলতে নেমেই শিরোপা জিতে ফেলবে গুজরাট টাইটান্স, এমন অনুমান শুরুতে বিন্দুমাত্রও কেউ করেনি। টি-টোয়েন্টি বিশ্বের কার্যকরী কয়েকজন খেলোয়াড় থাকলেও বড় কোনো নাম ছিল না দলটায়। নাম নয়, শিরোপা যে আসে পারফরম্যান্স আর নেতৃত্ব গুণের কারণে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে গুজরাট। জস বাটলারের অবিশ্বাস্য ব্যাটিং থামিয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৭ উইকেটের জয়ে আইপিএলে নিজেদের প্রথম মৌসুম শিরোপার রঙে রাঙিয়েছে পান্ডিয়ার দল।
শিরোপার জয়ে নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পান্ডিয়া। নিয়মিত চারে ব্যাট করতে নেমেছেন, ১৫ ইনিংসে করেছেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ ৪৮৭ রান। বোলিং খুব বেশি করেননি কিন্তু প্রয়োজনের সময় ঠিকই দলকে পথ দেখিয়েছেন। গতকাল রাতে যেমন তার বোলিংয়েই পাল্টে গেছে ম্যাচের চেহারা। মাত্র ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন, রাজস্থানকে আটকে ফেলেছেন ১৩০ রানের মধ্যে।
বোলিংটা যে সেরা সময়ের জন্য জমিয়ে রেখেছিলেন সেটাই ম্যাচ শেষে জানালেন পান্ডিয়া। বলেছেন, ‘আমি যে কঠোর পরিশ্রম করছি সেটা সবাইকে দেখাতে একটা উপযুক্ত সময়ের দরকার ছিল। বোলিংয়ের দিক থেকে আজকেই (গতকাল) ছিল সেই দিন যেদিন আমি আমার সেরাটা দিয়েছি।’
স্বপ্নের মতো একটা মৌসুম আর শিরোপা জয়ের পর পরবর্তী প্রজন্মের কাছেও অনুকরণীয় হয়ে থাকতে চান পান্ডিয়া, ‘এই শিরোপাটা আসলেই বিশেষ কিছু কারণ আমরা একটা উত্তরাধিকার রেখে যাচ্ছি। পরের যারা প্রজন্ম আসবে তারা আমাদের এই দলটার কথা বলবে। সবাই বলবে এটাই সেই দল যারা প্রথমবার খেলতে এসেই শিরোপা জিতেছে।’
আইপিএল সম্পর্কিত পড়তে - এখানে ক্লিক করুন
অধিনায়কত্বে আইপিএল জিতিয়েছেন। এবার দেশ ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার লক্ষ্য ঠিক করার কথা জানালেন হার্দিক পান্ডিয়া। চোটের কারণে লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকার পর এই শিরোপা তাঁকে নতুন উৎসাহ জোগাবে বলে জানালেন গুজরাট অধিনায়ক, ‘অবশ্যই চাই ভারতের হয়ে বিশ্বকাপ জিততে। এর জন্য নিজের সবটুকু উজাড় করে দেব। ভারতের হয়ে প্রতিটি ম্যাচ খেলাই আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। এই যে এত ভালোবাসা ও সমর্থন, সব তো ভারতীয় দলের জন্যই পাই। যে কোনো মূল্যে চাই ভারতের হয়ে বিশ্বকাপ জিততে।’
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
আইপিএলের শিরোপা তাঁর কাছে নতুন কিছু নয়। এর আগেও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে চারবার শিরোপা জিতেছেন হার্দিক পান্ডিয়া। তবে গতকালকের পঞ্চম আইপিএল শিরোপাটার মাহাত্ম্য এই অলরাউন্ডারের কাছে অন্য রকম। সম্পূর্ণ নতুন একটা দলকে নেতৃত্ব দিয়ে প্রথম অভিযানেই যে শিরোপা জিতিয়েছেন পান্ডিয়া।
প্রথমবারের মতো খেলতে নেমেই শিরোপা জিতে ফেলবে গুজরাট টাইটান্স, এমন অনুমান শুরুতে বিন্দুমাত্রও কেউ করেনি। টি-টোয়েন্টি বিশ্বের কার্যকরী কয়েকজন খেলোয়াড় থাকলেও বড় কোনো নাম ছিল না দলটায়। নাম নয়, শিরোপা যে আসে পারফরম্যান্স আর নেতৃত্ব গুণের কারণে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে গুজরাট। জস বাটলারের অবিশ্বাস্য ব্যাটিং থামিয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৭ উইকেটের জয়ে আইপিএলে নিজেদের প্রথম মৌসুম শিরোপার রঙে রাঙিয়েছে পান্ডিয়ার দল।
শিরোপার জয়ে নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পান্ডিয়া। নিয়মিত চারে ব্যাট করতে নেমেছেন, ১৫ ইনিংসে করেছেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ ৪৮৭ রান। বোলিং খুব বেশি করেননি কিন্তু প্রয়োজনের সময় ঠিকই দলকে পথ দেখিয়েছেন। গতকাল রাতে যেমন তার বোলিংয়েই পাল্টে গেছে ম্যাচের চেহারা। মাত্র ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন, রাজস্থানকে আটকে ফেলেছেন ১৩০ রানের মধ্যে।
বোলিংটা যে সেরা সময়ের জন্য জমিয়ে রেখেছিলেন সেটাই ম্যাচ শেষে জানালেন পান্ডিয়া। বলেছেন, ‘আমি যে কঠোর পরিশ্রম করছি সেটা সবাইকে দেখাতে একটা উপযুক্ত সময়ের দরকার ছিল। বোলিংয়ের দিক থেকে আজকেই (গতকাল) ছিল সেই দিন যেদিন আমি আমার সেরাটা দিয়েছি।’
স্বপ্নের মতো একটা মৌসুম আর শিরোপা জয়ের পর পরবর্তী প্রজন্মের কাছেও অনুকরণীয় হয়ে থাকতে চান পান্ডিয়া, ‘এই শিরোপাটা আসলেই বিশেষ কিছু কারণ আমরা একটা উত্তরাধিকার রেখে যাচ্ছি। পরের যারা প্রজন্ম আসবে তারা আমাদের এই দলটার কথা বলবে। সবাই বলবে এটাই সেই দল যারা প্রথমবার খেলতে এসেই শিরোপা জিতেছে।’
আইপিএল সম্পর্কিত পড়তে - এখানে ক্লিক করুন
অধিনায়কত্বে আইপিএল জিতিয়েছেন। এবার দেশ ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার লক্ষ্য ঠিক করার কথা জানালেন হার্দিক পান্ডিয়া। চোটের কারণে লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকার পর এই শিরোপা তাঁকে নতুন উৎসাহ জোগাবে বলে জানালেন গুজরাট অধিনায়ক, ‘অবশ্যই চাই ভারতের হয়ে বিশ্বকাপ জিততে। এর জন্য নিজের সবটুকু উজাড় করে দেব। ভারতের হয়ে প্রতিটি ম্যাচ খেলাই আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। এই যে এত ভালোবাসা ও সমর্থন, সব তো ভারতীয় দলের জন্যই পাই। যে কোনো মূল্যে চাই ভারতের হয়ে বিশ্বকাপ জিততে।’
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
১ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪ ঘণ্টা আগে