Ajker Patrika

দলের উদ্‌যাপনের সময় কেন চুপ করে বসে ছিলেন নিশাম! 

দলের উদ্‌যাপনের সময় কেন চুপ করে বসে ছিলেন নিশাম! 

নিউজিল্যান্ডের যে কয়েকজন ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় জিমি নিশাম তাদের একজন। সূক্ষ্ম রসবোধের কারণে ভক্তদের কাছে কিউই অলরাউন্ডার বেশ জনপ্রিয়। এমন প্রাণ চাঞ্চল্যে ভরা একজন মানুষ যখন দলের উল্লাসের সময় নীরব হয়ে চুপ করে বসে থাকেন তখন স্বাভাবিকভাবে কৌতূহল তো জাগেই! 

ঘটনা গতকালকের। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ক্রিস ওকসের দুই বলে দুই ছক্কায় ইংল্যান্ডের দিকে হেলে থাকা ম্যাচকে নিজেদের দিকে টেনে নেন কিউই ব্যাটার ডেরিল মিচেল। জয় আসছে জেনে আনন্দে ভাসেন ডাগআউটে থাকা নিউজিল্যান্ডের ক্রিকেটারেরা। এমনকি হাসি ছিল সব সময় নির্লিপ্ত থাকা কিউই কেন উইলিয়ামসনের মুখেও! শুধু ব্যতিক্রম জিমি নিশাম। 

দলকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা আছে নিশামেরও। জয়ের জন্য যখন দরকার পাঁচ ওভারে ৬০রান তখন ১১ বলে তিন ছক্কায় নিশামের ২৭ রানের ইনিংসের কারণেই হারতে থাকা ম্যাচে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। পরে দলকে জেতানোর কাজটা শেষ করেছেন ডেরিল মিচেল। কিন্তু দলের উদ্‌যাপনের সময় পার্শ্বনায়কের এমন নির্লিপ্ত অভিব্যক্তি জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। 

প্রশ্নের উত্তর পরে নিজেই দিয়েছেন নিশাম। সেই উত্তর জানার আগে দুই বছর আগে নিশামের এক টুইট সম্পর্কেও জানানো জরুরি। এই ইংল্যান্ডের কাছেই সুপার ওভারে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরেছিল নিউজিল্যান্ড। ম্যাচের পর হৃদয় ভাঙা এক এক টুইট করেছিলেন নিশাম। নিউজিল্যান্ডের শিশুদের উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘বাচ্চারা, দয়া করে খেলাকে পেশা হিসেবে নিও না। প্রয়োজনে রান্না কিংবা অন্য কিছু করো। ৬০ বছর বয়সে সুখের সঙ্গে মরতে পারবে।’ 

দুই বছর আগে সেই ফাইনালের হারটা যে এখনো ভুলতে পারেননি সেটাই গতকালকের ম্যাচের পর মনে করিয়ে দিয়েছেন নিশাম। দলের উদ্‌যাপনের ছবি সংযুক্ত করে প্রশ্ন করেছেন, ‘আমাদের কাজ কী তবে শেষ? আমার তা মনে হয় না।’ এক টুইটেই বুঝিয়ে দিলেন তার উদ্‌যাপনের সময় এখনো আসেনি। ১৪ তারিখের ফাইনাল জিতিয়েই হয়তো বুনো উল্লাসে মাতবেন ভক্তদের প্রিয় ‘জিমি’। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত