ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রয়েছে আইপিএল। তবে ফের কবে খেলা মাঠে গড়াবে সেই ব্যাপারে এখনো কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এ মাসেই আইপিএল আবার শুরু করার চেষ্টা করছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ভারত সরকারের অনুমতি পেলে আসরের বাকি অংশ হবে শুধু তিন ভেন্যু—বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে।
আইপিএল ফের মাঠে গড়ানোর ক্ষেত্রে বিসিসিআইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিদেশি খেলোয়াড়দের ফিরিয়ে আনা। কারণ টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর দলগুলো বিচ্ছিন্ন হতে শুরু করে। যত দ্রুত সম্ভব নিজ নিজ গন্তব্যের বিমান ধরছেন বিদেশি ক্রিকেটাররা। আজকের মধ্যে অনেকেরই ভারত ছাড়ার কথা রয়েছে।
তবে ফ্র্যাঞ্চাইজিগুলো আশাবাদী, মে মাসের শেষ দিকে যদি আইপিএল শুরু হয়, তাহলে বেশিরভাগ বিদেশি খেলোয়াড়ই ফিরে আসবেন। কিন্তু এর কোনো নিশ্চয়তা দিতে পারছেন না তারা। কারণ মে মাসেই আইপিএল শেষ হওয়ার কথা ছিল। এরপর অনেক খেলোয়াড়ের জাতীয় দলের হয়ে ব্যস্ততা আছে। তাছাড়া ১১ জুন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
এখন পর্যন্ত আইপিএলে হয়েছে ৫৭টি ম্যাচ। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি অসমাপ্ত রেখেই টুর্নামেন্ট স্থগিত করা হয়। সেই ম্যাচ আবারও মাঠে গড়াবে কি না, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। লিগ পর্ব শেষ হতে এখনো ১২টি ম্যাচ বাকি হবে। এরপর রয়েছে প্লে-অফের চার ম্যাচ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, হায়দরাবাদে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর, কলকাতায় হওয়ার কথা রয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল। কিন্তু বর্তমান পরিস্থিতে আইপিএল ফের মাঠে গড়ানো কঠিনই মনে করছে বিসিসিআই। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের বেশিরভাগেরই ধারণা মে মাসের পরে কোনো এক সময় হতে পারে টুর্নামেন্টের বাকি অংশ।
পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটেও। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রয়েছে আইপিএল। তবে ফের কবে খেলা মাঠে গড়াবে সেই ব্যাপারে এখনো কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এ মাসেই আইপিএল আবার শুরু করার চেষ্টা করছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ভারত সরকারের অনুমতি পেলে আসরের বাকি অংশ হবে শুধু তিন ভেন্যু—বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে।
আইপিএল ফের মাঠে গড়ানোর ক্ষেত্রে বিসিসিআইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিদেশি খেলোয়াড়দের ফিরিয়ে আনা। কারণ টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর দলগুলো বিচ্ছিন্ন হতে শুরু করে। যত দ্রুত সম্ভব নিজ নিজ গন্তব্যের বিমান ধরছেন বিদেশি ক্রিকেটাররা। আজকের মধ্যে অনেকেরই ভারত ছাড়ার কথা রয়েছে।
তবে ফ্র্যাঞ্চাইজিগুলো আশাবাদী, মে মাসের শেষ দিকে যদি আইপিএল শুরু হয়, তাহলে বেশিরভাগ বিদেশি খেলোয়াড়ই ফিরে আসবেন। কিন্তু এর কোনো নিশ্চয়তা দিতে পারছেন না তারা। কারণ মে মাসেই আইপিএল শেষ হওয়ার কথা ছিল। এরপর অনেক খেলোয়াড়ের জাতীয় দলের হয়ে ব্যস্ততা আছে। তাছাড়া ১১ জুন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
এখন পর্যন্ত আইপিএলে হয়েছে ৫৭টি ম্যাচ। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি অসমাপ্ত রেখেই টুর্নামেন্ট স্থগিত করা হয়। সেই ম্যাচ আবারও মাঠে গড়াবে কি না, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। লিগ পর্ব শেষ হতে এখনো ১২টি ম্যাচ বাকি হবে। এরপর রয়েছে প্লে-অফের চার ম্যাচ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, হায়দরাবাদে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর, কলকাতায় হওয়ার কথা রয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল। কিন্তু বর্তমান পরিস্থিতে আইপিএল ফের মাঠে গড়ানো কঠিনই মনে করছে বিসিসিআই। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের বেশিরভাগেরই ধারণা মে মাসের পরে কোনো এক সময় হতে পারে টুর্নামেন্টের বাকি অংশ।
টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
১১ মিনিট আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
২০ মিনিট আগেলিটন দাস, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমানরা এশিয়া কাপ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। হংকংয়ের বিপক্ষে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেলেন মোস্তাফিজ।
৪২ মিনিট আগেআজ কি ঢাকায় ফিরতে পারবে বাংলাদেশ ফুটবল দল? সেই সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। চলমান অস্থিরতার জেরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে অবশ্য স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে খোলার কথা বলেছিল। এমন অনিশ্চয়তার মধ্যে হোটেলেই সময় কাটছে জামাল
২ ঘণ্টা আগে