Ajker Patrika

মাহমুদউল্লাহর ফিফটিতে অস্ট্রেলিয়াকে ১২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১: ৩১
মাহমুদউল্লাহর ফিফটিতে অস্ট্রেলিয়াকে ১২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিটাও হয়েছে লো স্কোরিং ম্যাচ। মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ফিফটিতে আজ মিরপুরে অস্ট্রেলিয়াকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

পাঁচ ম্যাচ পর অবশেষে আজ টস জেতেন মাহমুদউল্লাহ । আগে ব্যাটিং করতে নেমে ৩ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার। শেষ পর্যন্ত বোলারদের লড়াই করার মতো পুঁজি এনে দেওয়ার বড় কর্তৃত্ব মাহমুদউল্লাহর। এক প্রান্ত ধরে রেখে বাংলাদেশ অধিনায়ক খেলেছেন ৫২ রানের ঝকঝকে এক ইনিংস।

আজও পাওয়ার প্লেতে সুবিধা করতে পারেননি নাঈম-সৌম্য। ১২ বলের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার। আগেই দুই ম্যাচে (৩০, ৯) রানের পর আজও ব্যর্থতার বৃত্তেই আটকা থাকলেন নাঈম। অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউডের বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে এই বাঁহাতি ওপেনার ফেরেন ১ রান করে। ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি আরেক ওপেনার সৌম্যও। তৃতীয় ওভারের প্রথম বলে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লু হন। প্রথম দুই ম্যাচে ০ ও ২ করে আউট হওয়া সৌম্য আজ ২ রানের বেশি করতে পারেননি। 

দুই ওপেনারে বিদায়ের পর তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেছেন সাকিব-মাহমুদউল্লাহ। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মিলে যোগ করেন ৪৪ রান। আগের দুই ম্যাচের ধারাবাহিকতায় দারুণ শুরু করে ইনিংস বড় করতে পারেননি সাকিব। জাম্পাকে তুলে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন অ্যাস্টন অ্যাগারের হাতে। আউট হওয়ার আগে ১৭ বলে ২৬ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সাকিবের বিদায়ের পর বাংলাদেশকে এগিয়ে নেন মাহমুদউল্লাহ-আফিফ।

তবে দলকে বিপদমুক্ত করার আগে বিদায় নেন আফিফ। রান আউটের কাটায় আটকা পড়েন দ্বিতীয় ম্যাচ জয়ের নায়ক আফিফ। তাঁর ১৪৬.১৫ স্ট্রাইক রেটে ১৯ রানের ইনিংসটি থামে মিড-অফ থাকা ফিল্ডার অ্যালেক্স ক্যারির সরাসরি থ্রোতে। আফিফের বিদায়ের পর দলীয় ৮১ রানে আউট হয়ে যান শামীম পাটোয়ারি। জিম্বাবুয়ে সিরিজে আশা জাগানো এই বাঁহাতি ব্যাটসম্যানের জন্য সিরিজটা এখন পর্যন্ত হতাশার হয়েই থাকলো। প্রথম ম্যাচে ৪ রানে আউট হওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান আজ করেন ৩ রান। দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের সুযোগ পাননি। 

নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও এক প্রান্ত থেকে দলের ইনিংস এগিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ। আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া বাংলাদেশ অধিনায়ক খেলেছেন ৫২ রানের দারুণ ইনিংস। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি পঞ্চম ফিফটি এই অভিজ্ঞ ব্যাটসম্যানের। ইনিংসের শেষ ওভারে হ্যাট্ট্রিক করেছেন অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিস। ২টি করে উইকেট নিয়েছেন পেসার হ্যাজেলউড ও লেগ স্পিনার জাম্পা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত