Ajker Patrika

রুয়ান্ডার ক্রিকেটারের বিশ্বকাপে অনন্য কীর্তি 

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৪: ৪৫
রুয়ান্ডার ক্রিকেটারের বিশ্বকাপে অনন্য কীর্তি 

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম মৌসুমেই দেখা যাচ্ছে একের পর এক চমক। গতকাল পচেফস্ট্রুমে জিম্বাবুয়েকে হারিয়ে চমকে দেয় রুয়ান্ডা। ডাবল হ্যাটট্রিক করে চমকের মাত্রাটা বাড়িয়ে দেন রুয়ান্ডার অলরাউন্ডার হেনরিয়েত্তে ইশিমউই। 

গতকাল জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের ১৯তম ওভারে বোলিংয়ে এসে চমক দেখান ইশিমউই। ওভারের প্রথম বলে জিম্বাবুয়ের ব্যাটার কুদজাই চিগোরাকে বোল্ড করেন ইশিমউই। দ্বিতীয় বলে ওলিন্দার শারেকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন রুয়ান্ডার এই পেসার। তৃতীয় বলে ছিপো মোয়োকে বোল্ড করে টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক করেন ইশিমউই। চতুর্থ বলে ফেইথ এনদ্লালাম্বিকে বোল্ড করে জিম্বাবুয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ১২০-এর লক্ষ্যে ব্যাটিং করা জিম্বাবুয়ে অলআউট হয় ৮০ রানে। রুয়ান্ডার ৩৯ রানে জয়ের সঙ্গে বিশ্বকাপের প্রথম ডাবল হ্যাটট্রিক করেন ইশিমউই। 

জিম্বাবুয়েকে হারিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রুয়ান্ডা। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তান, রুয়ান্ডা দুটো দলেরই সমান ২ পয়েন্ট। এখানে নেট রানরেটে এগিয়ে গেছে রুয়ান্ডা। শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৪। আর দুই ম্যাচের দুটিতেই হেরে ৪ নম্বরে রয়েছে জিম্বাবুয়ে।

ইশিমউইর আগে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন দক্ষিণ আফ্রিকার ম্যাডিসন ল্যান্ডসম্যান। গত পরশু বেনোনির উইলিমুর পার্কে স্কটল্যান্ডের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই লেগ স্পিনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত