আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরটা দুর্দান্ত পারফরম্যান্স করছে পাকিস্তান। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সব সংস্করণেই দাপট দেখিয়ে খেলছে এশিয়ার এই দল। আইসিসির র্যাঙ্কিংয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ক্রমাগত উন্নতি তো হচ্ছেই। মাসসেরার মনোনয়নও পাচ্ছেন তাঁরা (পাকিস্তানি ক্রিকেটার)।
আইসিসির আগস্টের মাসসেরার মনোনয়নে তিন ক্রিকেটারের দুইজনই পাকিস্তানের। বাবর আজম, শাদাব খানের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। গত মাসে বাবরের নেতৃত্বে আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে পাকিস্তান। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাক মারলেও টানা দুই ম্যাচে ফিফটি করেছেন। এরপর নেপালের বিপক্ষে ১৫১ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছেন তিনি। আগস্টে ৬৬ গড় ও ৯২.৩০ স্ট্রাইকরেটে চার ওয়ানডেতে করেছেন ২৬৪ রান।
আগস্টে বাবরের মতো শাদাব খেলেছেন চার ওয়ানডে। ৪.৪০ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। আর নিকোলাস পুরান ভারতের বিপক্ষে খেলেছেন পাঁচ টি-টোয়েন্টি। ৫ ম্যাচে ৩৫.২ গড় ও ১৪১.৯৩ স্ট্রাইকরেটে করেছেন ১৭৬ রান। ভারতের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল এশিয়া কাপের সুপার ফোরে খেলছে বাংলাদেশ-পাকিস্তান। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম ২০০০ রানের রেকর্ড গড়লেন বাবর। পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটারের লেগেছে ৩১ ইনিংস। কোহলির এই রেকর্ড গড়তে লেগেছিল ৩৬ ইনিংস। এই তালিকায় বাবর-কোহলির পরেই আছেন এবি ডি ভিলিয়ার্স ও মাইকেল ক্লার্ক। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ডি ভিলিয়ার্স ও ক্লার্কের লেগেছিল ৪১ ও ৪৭ ইনিংস। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাবরের এখন পর্যন্ত রান ২০১১। কোহলি, ডি ভিলিয়ার্স ও ক্লার্ক করেছেন ৫৪৪৯,৪৭৯৬ ও ২৭৪৫ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরটা দুর্দান্ত পারফরম্যান্স করছে পাকিস্তান। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সব সংস্করণেই দাপট দেখিয়ে খেলছে এশিয়ার এই দল। আইসিসির র্যাঙ্কিংয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ক্রমাগত উন্নতি তো হচ্ছেই। মাসসেরার মনোনয়নও পাচ্ছেন তাঁরা (পাকিস্তানি ক্রিকেটার)।
আইসিসির আগস্টের মাসসেরার মনোনয়নে তিন ক্রিকেটারের দুইজনই পাকিস্তানের। বাবর আজম, শাদাব খানের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। গত মাসে বাবরের নেতৃত্বে আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে পাকিস্তান। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাক মারলেও টানা দুই ম্যাচে ফিফটি করেছেন। এরপর নেপালের বিপক্ষে ১৫১ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছেন তিনি। আগস্টে ৬৬ গড় ও ৯২.৩০ স্ট্রাইকরেটে চার ওয়ানডেতে করেছেন ২৬৪ রান।
আগস্টে বাবরের মতো শাদাব খেলেছেন চার ওয়ানডে। ৪.৪০ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। আর নিকোলাস পুরান ভারতের বিপক্ষে খেলেছেন পাঁচ টি-টোয়েন্টি। ৫ ম্যাচে ৩৫.২ গড় ও ১৪১.৯৩ স্ট্রাইকরেটে করেছেন ১৭৬ রান। ভারতের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল এশিয়া কাপের সুপার ফোরে খেলছে বাংলাদেশ-পাকিস্তান। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম ২০০০ রানের রেকর্ড গড়লেন বাবর। পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটারের লেগেছে ৩১ ইনিংস। কোহলির এই রেকর্ড গড়তে লেগেছিল ৩৬ ইনিংস। এই তালিকায় বাবর-কোহলির পরেই আছেন এবি ডি ভিলিয়ার্স ও মাইকেল ক্লার্ক। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ডি ভিলিয়ার্স ও ক্লার্কের লেগেছিল ৪১ ও ৪৭ ইনিংস। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাবরের এখন পর্যন্ত রান ২০১১। কোহলি, ডি ভিলিয়ার্স ও ক্লার্ক করেছেন ৫৪৪৯,৪৭৯৬ ও ২৭৪৫ রান।
বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়শিপে টাইমিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে পুলে নামেন বাংলাদেশি সাঁতারুরা। অ্যানি আক্তার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করলেও আজ হতাশ করেন ৫০ মিটার ফ্রিস্টাইলে।
১ ঘণ্টা আগেফরাসি প্রসিকিউটররা প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তবে মরক্কোর এই ডিফেন্ডার অভিযোগটি অস্বীকার করেছেন।
২ ঘণ্টা আগেশৃঙ্খলাভঙ্গের অভিযোগে লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকোকে লিগস কাপের বাকি অংশ থেকে বহিষ্কার করেছে আয়োজক কমিটি। পাশাপাশি জরিমানা গুনতে হচ্ছে ইন্টার মায়ামিকে। কত ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে সেটি অবশ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগেকোনো আভাস ছিল না। হঠাৎ করেই হিউং-মিন সন ঘোষণা দিয়েছেন, এই গ্রীষ্মে টটেনহাম হটস্পার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার সিউলে এক সংবাদ সম্মেলনে সন এ ঘোষণা দিয়েছেন।
৩ ঘণ্টা আগে