আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরটা দুর্দান্ত পারফরম্যান্স করছে পাকিস্তান। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সব সংস্করণেই দাপট দেখিয়ে খেলছে এশিয়ার এই দল। আইসিসির র্যাঙ্কিংয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ক্রমাগত উন্নতি তো হচ্ছেই। মাসসেরার মনোনয়নও পাচ্ছেন তাঁরা (পাকিস্তানি ক্রিকেটার)।
আইসিসির আগস্টের মাসসেরার মনোনয়নে তিন ক্রিকেটারের দুইজনই পাকিস্তানের। বাবর আজম, শাদাব খানের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। গত মাসে বাবরের নেতৃত্বে আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে পাকিস্তান। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাক মারলেও টানা দুই ম্যাচে ফিফটি করেছেন। এরপর নেপালের বিপক্ষে ১৫১ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছেন তিনি। আগস্টে ৬৬ গড় ও ৯২.৩০ স্ট্রাইকরেটে চার ওয়ানডেতে করেছেন ২৬৪ রান।
আগস্টে বাবরের মতো শাদাব খেলেছেন চার ওয়ানডে। ৪.৪০ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। আর নিকোলাস পুরান ভারতের বিপক্ষে খেলেছেন পাঁচ টি-টোয়েন্টি। ৫ ম্যাচে ৩৫.২ গড় ও ১৪১.৯৩ স্ট্রাইকরেটে করেছেন ১৭৬ রান। ভারতের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল এশিয়া কাপের সুপার ফোরে খেলছে বাংলাদেশ-পাকিস্তান। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম ২০০০ রানের রেকর্ড গড়লেন বাবর। পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটারের লেগেছে ৩১ ইনিংস। কোহলির এই রেকর্ড গড়তে লেগেছিল ৩৬ ইনিংস। এই তালিকায় বাবর-কোহলির পরেই আছেন এবি ডি ভিলিয়ার্স ও মাইকেল ক্লার্ক। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ডি ভিলিয়ার্স ও ক্লার্কের লেগেছিল ৪১ ও ৪৭ ইনিংস। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাবরের এখন পর্যন্ত রান ২০১১। কোহলি, ডি ভিলিয়ার্স ও ক্লার্ক করেছেন ৫৪৪৯,৪৭৯৬ ও ২৭৪৫ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরটা দুর্দান্ত পারফরম্যান্স করছে পাকিস্তান। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সব সংস্করণেই দাপট দেখিয়ে খেলছে এশিয়ার এই দল। আইসিসির র্যাঙ্কিংয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ক্রমাগত উন্নতি তো হচ্ছেই। মাসসেরার মনোনয়নও পাচ্ছেন তাঁরা (পাকিস্তানি ক্রিকেটার)।
আইসিসির আগস্টের মাসসেরার মনোনয়নে তিন ক্রিকেটারের দুইজনই পাকিস্তানের। বাবর আজম, শাদাব খানের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। গত মাসে বাবরের নেতৃত্বে আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে পাকিস্তান। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাক মারলেও টানা দুই ম্যাচে ফিফটি করেছেন। এরপর নেপালের বিপক্ষে ১৫১ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছেন তিনি। আগস্টে ৬৬ গড় ও ৯২.৩০ স্ট্রাইকরেটে চার ওয়ানডেতে করেছেন ২৬৪ রান।
আগস্টে বাবরের মতো শাদাব খেলেছেন চার ওয়ানডে। ৪.৪০ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। আর নিকোলাস পুরান ভারতের বিপক্ষে খেলেছেন পাঁচ টি-টোয়েন্টি। ৫ ম্যাচে ৩৫.২ গড় ও ১৪১.৯৩ স্ট্রাইকরেটে করেছেন ১৭৬ রান। ভারতের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল এশিয়া কাপের সুপার ফোরে খেলছে বাংলাদেশ-পাকিস্তান। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম ২০০০ রানের রেকর্ড গড়লেন বাবর। পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটারের লেগেছে ৩১ ইনিংস। কোহলির এই রেকর্ড গড়তে লেগেছিল ৩৬ ইনিংস। এই তালিকায় বাবর-কোহলির পরেই আছেন এবি ডি ভিলিয়ার্স ও মাইকেল ক্লার্ক। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ডি ভিলিয়ার্স ও ক্লার্কের লেগেছিল ৪১ ও ৪৭ ইনিংস। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাবরের এখন পর্যন্ত রান ২০১১। কোহলি, ডি ভিলিয়ার্স ও ক্লার্ক করেছেন ৫৪৪৯,৪৭৯৬ ও ২৭৪৫ রান।
অবশেষে ফুরোলো অপেক্ষা। ২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও আজ মাঠে নামেনি তারা। তবে নিজেদের কাজটা সেরে রেখেছিল গতকালই। আজ আবাহনী লিমিটেডের হারে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়েছে সাদা-কালোদের।
৩২ মিনিট আগেএক মাসের ব্যবধানে ফের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হাজির হলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি চার সদস্যের অনুসন্ধান দল। এবার তাদের নজরে রয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দল বাছাই প্রক্রিয়া এবং বোর্ডের ফিক্সড ডিপোজিট (এফডিআর) ভেঙে অর্থ স্থানান্তরের স্বচ্ছতা।
১ ঘণ্টা আগেআর কিছু সময় ব্যাটিং করতে পারলে ম্যাচ হতো ড্র। কিন্তু আদিত্য অশোক ও জায়ডেন লেনক্সের দুর্দান্ত ঘূর্ণি জাদুর সামনে খেই হারায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার। সিলেটে চার দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭০ রানে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
১ ঘণ্টা আগেভুটানে মেয়েদের লিগ সময়মতো হলে হয়তো প্রস্তুতি আরও জোরালো হতো। দেরিতে শুরু হওয়ার কারণে এক ম্যাচ খেলেই ঢাকায় ফিরতে হয়েছে। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলার জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন পাঁচ ফুটবলার—ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র।
২ ঘণ্টা আগে