Ajker Patrika

রিজওয়ানের ধীর ব্যাটিং নিয়ে ব্যঙ্গ-সমালোচনা

রিজওয়ানের ধীর ব্যাটিং নিয়ে ব্যঙ্গ-সমালোচনা

শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরে এশিয়া কাপের শিরোপা হারিয়েছে পাকিস্তান। ম্যাচ হারার পেছনে দলটি কোথায় পিছিয়ে ছিল তা নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের মতে, স্লো ব্যাটিংয়ের কারণেই ফাইনালে হেরেছে পাকিস্তান। বিশেষ করে মোহাম্মদ রিজওয়ানের ধীর গতির ব্যাটিংয়েই ডুবিয়েছে পাকিস্তানকে। 

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে পাকিস্তানকে ফেবারিট হিসেবে ভবিষ্যদ্বাণী করেছিলেন সাবেক পেসার আকরাম। কিন্তু তাঁর ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণ হয়নি। ফাইনালে জিতে এই টুর্নামেন্ট ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের হারার পেছনে তিনি সমালোচনা করেছেন রিজওয়ানের ধীরে চলা নীতির ব্যাটিং। তিনি বলছেন, ‘টুর্নামেন্টের শুরুতেই বলেছি, ওপেনাররা গোলমাল না করলেও তাদের ম্যাচে লড়াই করতে হবে। যা বলেছি আজকে তাই হয়েছে। আমি টি-টোয়েন্টি ক্রিকেটে অ্যাঙ্করের ভূমিকা নিয়ে খুবই সন্দিহান। এটি খুবই ওভাররেটেট কারণ ১০ উইকেটে মাত্র ২০ ওভার পাওয়া যায়। ভারতের নতুন কৌশলের সঙ্গে শ্রীলঙ্কাকেও পছন্দ করি। তাদের কোনো অ্যাঙ্করের ভূমিকা পালন করার কোনো ক্রিকেটার নেই। একজনকে বেছে নেওয়া অন্যায্য কিন্তু রিজওয়ান পাকিস্তানের ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য উদাহরণ। ১৭১ রান তাড়া করার সময় ১৬ ওভারে এসে রিজওয়ানের স্ট্রাইক রেট ১০৪ দেখতে চাইবেন না।’ 

এর আগেও রিজওয়ানের এই ধীর গতির ব্যাটিং নিয়ে সমালোচনা করেছিলেন আকরাম। হংকংয়ের বিপক্ষে পাকিস্তান সে ম্যাচে জয় পেলেও উইকেটরক্ষক ব্যাটারের ধীর গতি পছন্দ হয়নি সাবেক ক্রিকেটারের। তাই গঠনমূলক সমালোচনা করছিলেন এই ওপেনিং ব্যাটারের। কিন্তু এটা করে ট্রলের মুখে পড়েছিলেন এমনটি জানিয়েছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেটার বলছেন, ‘সে একই রকম ব্যাট করেছিল হংকংয়ের বিপক্ষেও। তার ব্যাটিংয়ের সমালোচনা করেছিলাম, যা গঠনমূলক ছিল। কিন্তু এর জন্য সামাজিক মাধ্যমে লোকজন আমাকে আক্রমণ করেছিল। পাকিস্তানের লোকজন বলেছিল আমি রিজওয়ানকে সমর্থন করি না। যদি আমার মতামত চান তাহলে সঠিক ও অকপট মতামতটাই দেব। আমি সেই ব্যক্তি নই যা দেখেছি তা নিয়ে মিথ্যা বলব। আমার কাছে কালো কালোই এবং সাদা সাদাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত