নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো টেস্ট জিতেছিল বাংলাদেশ দল। এবার কিউইদের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে ঐতিহাসিক ওয়ানডে জয়। নেপিয়ারে আজ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে স্বাগতিকদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে এটাই প্রথমবারের মতো ওয়ানডে জয় তাদের।
অসাধারণ বোলিংয়ে জয়ের অর্ধেক কাজ আগেই সেরে রেখেছেন বোলাররা। ব্যাটাররাও হতাশ করেননি। আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডকে ৯৮ রানেই গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে অতিথিদের বিপক্ষে নিউজিল্যান্ডের এটাই সর্বনিম্ন স্কোর। টানা দুই ওয়ানডে হেরে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ দল। তবে শেষ ম্যাচে ধবলধোলাই এড়িয়ে স্বস্তির জয়ের খোঁজে মাঠে নামেন নাজমুল হোসেন শান্তরা।
অধিনায়ক শান্ত তো গতকালই আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন, শেষ ম্যাচটা তাঁরা জিতবেনই! জয়ের জন্য তাঁরা খেলবেন।আজ ১৬তম ওভারে আদিত্য আশিকের প্রথম বলে দুই রান নিয়ে শান্তই দলের জয় নিশ্চিত করেন।
৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে চোখের সমস্যা নিয়ে পঞ্চম ওভারে সৌম্য সরকার মাঠ ছেড়ে বেরিয়ে যান। ক্রিজে আসেন শান্ত। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার এনামুল বিজয়ের সঙ্গে ৫০ বলে ৬৯ রানের দারুণ এক জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। জয় থেকে যখন ১৫ রান দূরে, তখন উইলিয়াম রুর্কির শিকার হয়ে ফেরেন বিজয়। ৩৩ বলে ৭টি চারে ৩৭ রান আসে তাঁর ব্যাট থেকে।
এরপর লিটন দাসকে নিয়ে বাকি কাজ সারেন শান্ত। ১৬তম ওভারের প্রথম বলে ২ রান নিয়ে দলের জয় ও নিজের ফিফটিও নিশ্চিত করেন শান্ত। ৪১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটার। লিটন অপরাজিত থাকেন ১ রানে।
তার আগে প্রথম দুই ওয়ানডে বিবেচনায় ম্যাকলিন পার্কে রীতিমতো অবিশ্বাস্য বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। সফরকারীদের পেস বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। ৩১.৪ ওভারে থেমে যায় তাঁদের ইনিংস। সর্বোচ্চ ২৬ রান করেছেন উইল ইয়ং আর অধিনায়ক টম লাথামের ব্যাট থেকে আসে ২১ রান।
নতুন বলে রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসকে ফিরিয়ে তানজিম হাসান সাকিব দারুণ শুরু এনে দেন বাংলাদেশ দলকে। পরে শরীফুল ইসলাম দ্বিতীয় স্পেলে ফিরে টানা ৩ ওভারে নেন ৩ উইকেট। ফিরে তানজিম আরেকটি উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং অর্ডার এলোমেলো করে দেন।
সেখান থেকে সৌম্য সরকার নিখুঁত লাইন ও লেংথে বোলিং করে তুলে নেন ৩ উইকেট। সৌম্য-শরীফুলদের দিনে মোস্তাফিজুর রহমান ছিলেন বিবর্ণ। কিন্তু শেষ উইকেট উইলিয়াম রুর্কিকে ফিরিয়ে তিনিও ফেলেন উইকেট। সৌম্য, শরীফুল ও সাকিব নিয়েছেন ৩টি করে উইকেট।
বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রান পেয়েছে নিউজিল্যান্ড। এর আগে সর্বনিম্ন স্কোর ছিল মিরপুরে ১৬২ রান। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে এটি তাদের শত রানের আগে গুটিয়ে যাওয়ার নবম ঘটনা। ৭ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব।
গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো টেস্ট জিতেছিল বাংলাদেশ দল। এবার কিউইদের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে ঐতিহাসিক ওয়ানডে জয়। নেপিয়ারে আজ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে স্বাগতিকদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে এটাই প্রথমবারের মতো ওয়ানডে জয় তাদের।
অসাধারণ বোলিংয়ে জয়ের অর্ধেক কাজ আগেই সেরে রেখেছেন বোলাররা। ব্যাটাররাও হতাশ করেননি। আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডকে ৯৮ রানেই গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে অতিথিদের বিপক্ষে নিউজিল্যান্ডের এটাই সর্বনিম্ন স্কোর। টানা দুই ওয়ানডে হেরে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ দল। তবে শেষ ম্যাচে ধবলধোলাই এড়িয়ে স্বস্তির জয়ের খোঁজে মাঠে নামেন নাজমুল হোসেন শান্তরা।
অধিনায়ক শান্ত তো গতকালই আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন, শেষ ম্যাচটা তাঁরা জিতবেনই! জয়ের জন্য তাঁরা খেলবেন।আজ ১৬তম ওভারে আদিত্য আশিকের প্রথম বলে দুই রান নিয়ে শান্তই দলের জয় নিশ্চিত করেন।
৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে চোখের সমস্যা নিয়ে পঞ্চম ওভারে সৌম্য সরকার মাঠ ছেড়ে বেরিয়ে যান। ক্রিজে আসেন শান্ত। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার এনামুল বিজয়ের সঙ্গে ৫০ বলে ৬৯ রানের দারুণ এক জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। জয় থেকে যখন ১৫ রান দূরে, তখন উইলিয়াম রুর্কির শিকার হয়ে ফেরেন বিজয়। ৩৩ বলে ৭টি চারে ৩৭ রান আসে তাঁর ব্যাট থেকে।
এরপর লিটন দাসকে নিয়ে বাকি কাজ সারেন শান্ত। ১৬তম ওভারের প্রথম বলে ২ রান নিয়ে দলের জয় ও নিজের ফিফটিও নিশ্চিত করেন শান্ত। ৪১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটার। লিটন অপরাজিত থাকেন ১ রানে।
তার আগে প্রথম দুই ওয়ানডে বিবেচনায় ম্যাকলিন পার্কে রীতিমতো অবিশ্বাস্য বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। সফরকারীদের পেস বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। ৩১.৪ ওভারে থেমে যায় তাঁদের ইনিংস। সর্বোচ্চ ২৬ রান করেছেন উইল ইয়ং আর অধিনায়ক টম লাথামের ব্যাট থেকে আসে ২১ রান।
নতুন বলে রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসকে ফিরিয়ে তানজিম হাসান সাকিব দারুণ শুরু এনে দেন বাংলাদেশ দলকে। পরে শরীফুল ইসলাম দ্বিতীয় স্পেলে ফিরে টানা ৩ ওভারে নেন ৩ উইকেট। ফিরে তানজিম আরেকটি উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং অর্ডার এলোমেলো করে দেন।
সেখান থেকে সৌম্য সরকার নিখুঁত লাইন ও লেংথে বোলিং করে তুলে নেন ৩ উইকেট। সৌম্য-শরীফুলদের দিনে মোস্তাফিজুর রহমান ছিলেন বিবর্ণ। কিন্তু শেষ উইকেট উইলিয়াম রুর্কিকে ফিরিয়ে তিনিও ফেলেন উইকেট। সৌম্য, শরীফুল ও সাকিব নিয়েছেন ৩টি করে উইকেট।
বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রান পেয়েছে নিউজিল্যান্ড। এর আগে সর্বনিম্ন স্কোর ছিল মিরপুরে ১৬২ রান। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে এটি তাদের শত রানের আগে গুটিয়ে যাওয়ার নবম ঘটনা। ৭ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
২ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
৩ ঘণ্টা আগে