Ajker Patrika

আর কেউ সুযোগ বঞ্চিত না হোক, মাহমুদউল্লাহর স্ত্রীর আর্তি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৪: ৪৭
Thumbnail image

আজ দল ঘোষণার আগে ধারণা করা হয়েছিল এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ১৭ সদস্যের দল ঘোষণার সময় দেখা গেছে বিপরীত চিত্র। মাহমুদউল্লাহর জায়গা হয়নি বাংলাদেশ দলের স্কোয়াডে। 

স্কোয়াডে মাহমুদউল্লাহর জায়গা না হওয়ায় অনেকেই অবাক হয়েছেন। অনেকে আবার সামাজিক মাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছেন। এবার সেই দলে যোগ দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটারের স্ত্রী ও শ্যালিকা। শুরুটা করেছেন ভায়রা ভাই মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। সরাসরি কারও নাম উচ্চারণ না করে তিনি লিখেছেন, ‘অবিচার করা এখন নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।’ 

মন্ডি সরাসরি না বললেও মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি যেভাবে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন তাতে বিসিবির নির্বাচকদের এক হাত নিয়েছেন তিনি। ক্রিকেটে স্বামীর অবদানে গর্ববোধ করে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ এর প্রথম সেঞ্চুরিয়ানের স্ত্রী হিসেবে আমি জান্নাতুল কাওসার গর্ববোধ করি এবং আজীবন করব যাকে কোটি কোটি মানুষ ভদ্রলোক, সৎ, ভালো মানুষ হিসেবে জানে। আলহামদুলিল্লাহ।’ 

মাহমুদউল্লাহকে নির্দিষ্ট পজিশনে ব্যাটিং না করানোর অভিযোগও তুলেছেন মিষ্টি। তিনি লিখেছেন, ‘তাকে দলের প্রয়োজনে যখন যেখানে খুশি খেলতে নামানো হতো তাও সে কখনো কোনোদিন কিছু বলেননি তার স্বাচ্ছন্দ্যের পজিশন আসলে কোনটা। সেই বিসর্জনগুলো না করলে আজকে তার রানের সংখ্যা আরও অনেক বেশি হতো! সে সর্বদাই অপ্রতিবাদী ছিলেন।’ 

 পারফরম্যান্স দিয়েই দলে জায়গা পেয়েছিলেন মাহমুদউল্লাহ এটাও স্মরণ করে দিয়েছেন মিষ্টি। এবং ভালো খেলার পরও বাংলাদেশের হয়ে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ানকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মাহমুদউল্লাহর সহধর্মিণী লিখেছেন, ‘নিজের যোগ্যতায় সব সময় দলে জায়গা পেয়ে আসছেন। আমি এখনো গর্ববোধ করছি কারণ আমার স্বামী খারাপ খেলে দল থেকে বাদ পড়েনি! ভালো করে পরিসংখ্যান অনুসন্ধান করলে দেখবেন! প্রাথমিক দলে থেকে কঠোর অনুশীলন করে চেষ্টা করেছেন এবং ফিটনেস টেস্টেও ফেল করেনি। আলহামদুলিল্লাহ। তাই যথাযথ কারণ বিশ্লেষণ করে তাকে বাদ দিলে উপকৃত হতাম।’ 

ভবিষ্যতে যেন মাহমুদউল্লাহর মতো কোনো ক্রিকেটার এমন অবহেলার স্বীকার না হয় এমন আর্জি জানিয়ে মিষ্টি লিখেছেন, ‘আমি দোয়া করি মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ আর কোনো ক্রিকেটার যেন অবহেলার স্বীকার না হয়, সুযোগ বঞ্চিত না হয়, সাইলেন্ট হিরো না হয়! আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন‍্য “বিশ্রামের”ট্রেন্ড বন্ধ হোক যাতে তাদের অবসরের অধিকার কেড়ে নেওয়া না হয়।’ 

সব শেষে মাহমুদউল্লাহর পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন মিষ্টি। তিনি লিখেছেন, ‘সর্বোপরি, আমি মাহমুদউল্লাহ রিয়াদের সব শুভাকাঙ্ক্ষী, ফ‍্যান ফলোয়ারদের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসা, সম্মান আর সমর্থনের জন‍্য। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জন‍্য তার অবদান কতটুকু যারা ক্রিকেট সত্যিকার অর্থে বোঝে তারাই জানে এবং মনে রাখবে ইনশা আল্লাহ। আপনারা সবাই তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।’ 

মাহমুদউল্লাহর জায়গা যে এশিয়া কাপে হবে না তার ইঙ্গিত অবশ্য ওয়ানডের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণার দিনই জানা গিয়েছিল। নিজের প্রাথমিক দলে সেদিন মাহমুদউল্লাহকে রাখেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ শেষ দিনে দল ঘোষণার সময় বোর্ড সভাপতির কথাই সত্যি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত