Ajker Patrika

ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে বিকল্প উপায় বের করেছেন রমিজ 

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৫: ৪৯
ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে বিকল্প উপায় বের করেছেন রমিজ 

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার রেণুর ওড়াউড়ি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে একটা সময় পুরো ক্রিকেট-বিশ্বই দুই ভাগে ভাগ হয়ে যেত! কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘ আট বছর ধরে এই দুই দলের মধ্যে কোনো দ্বিপক্ষীয় সিরিজ হয়নি।

নিয়মিত ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আয়োজনে এবার তাই বিকল্প একটি রাস্তা খুঁজে বের করেছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। আইসিসির আগামী বৈঠকে এ নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন রমিজ। 

রমিজের বিকল্প রাস্তাটি হলো, দ্বিপক্ষীয় সিরিজে ভারত-পাকিস্তান যদি মাঠে না নামে, চার দলের টুর্নামেন্টের আয়োজন করা যেতে পারে। এমনিতে প্রতিবছর কোনো না কোনো আইসিসি টুর্নামেন্ট হয়। সেটির ফাঁকে যদি চার দল নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করা যায় ভারত-পাকিস্তানকে নিয়ে, তাহলে নিয়মিত মাঠের লড়াইয়ে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখা যাবে।   

এক্ষেত্রে ভারত-পাকিস্তানের সঙ্গে অন্য দুটি দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে চান রমিজ। প্রতিবছর এই চার দল নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিতে যাচ্ছেন আইসিসির বৈঠকে।  

ভারত-পাকিস্তানের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০১৩ সালে। এরপর থেকে এ দুই দলকে শুধু আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টেই মুখোমুখি হতে দেখা গেছে। শেষবার ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেখানে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত