নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ড্রাফট থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি কেনেনি শরীফুল ইসলামকে। হঠাৎ করে লঙ্কা লিগে খেলার সুযোগ পেয়ে গেলেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে কিনেছে ক্যান্ডি ফ্যালকসন।
এলপিএলে খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে আজই রওনা দেওয়ার কথা শরীফুলের। তাতে হয়তো ৬ জুলাই দেখা যাবে তাসকিন আহমেদ ও শরীফুলের মুখোমুখি লড়াই। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টায় ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ। কলম্বো স্ট্রাইকার্সে বাংলাদেশের প্রতিনিধি হচ্ছেন তাসকিন আহমেদ। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই শরীফুল ২০২৩ এলপিএলে খেলেছিলেন। শরীফুলের সাবেক ফ্র্যাঞ্চাইজি গতকাল একাদশে রাখেনি তাসকিনকে। পাল্লেকেলেতে গত রাতে ক্যান্ডিকে ৫১ রানে হারিয়েছে কলম্বো।
এবারের এলপিএলে তাসকিন-শরীফুলসহ চার বাংলাদেশি খেলছেন। মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ডাম্বুলার প্রতিপক্ষ জাফনা কিংস। মোস্তাফিজ-হৃদয়দের বিপক্ষে শরীফুলের ম্যাচ ১৫ জুলাই। কলম্বোর প্রেমাদাসায় সেদিন বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ডাম্বুলা-ক্যান্ডি ম্যাচ। দুই দলের প্রথম দেখায় হেসেখেলে জিতেছে ক্যান্ডি। পাল্লেকেলেতে পরশু প্রথমে ব্যাটিং করে ডাম্বুলা করেছিল ৪ উইকেটে ১৭৯ রান। রান তাড়া করতে নেমে ক্যান্ডি ১৭.২ ওভারে ৪ উইকেটে ১৮৩ করেছে। হৃদয় ২ বলে ১ রান করে আউট হয়েছেন। মোস্তাফিজ ৩ ওভারে খরচ করেন ৪৪ রান, নিয়েছেন ১ উইকেট।
এলপিএলে আরও দুই ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ জুলাই ডাম্বুলাতে মুখোমুখি হবে ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স। এ দুই দলের ফিরতি লড়াই হবে ১৬ জুলাই কলম্বোতে। মোস্তাফিজ, তাসকিন, হৃদয়, শরীফুল যদি সুযোগ পেয়ে ভালোমতো কাজে লাগাতে পারেন, তাহলে এলপিএলের বাকি অংশে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়মিত খেলার সম্ভাবনা রয়েছে।
এলপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াইয়ে সূচি
তারিখ ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স ৬ জুলাই বিকেল সাড়ে ৩টা
ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স ৭ জুলাই রাত ৮টা
ডাম্বুলা সিক্সার্স-ক্যান্ডি ফ্যালকনস ১৫ জুলাই বিকেল সাড়ে ৩টা
ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স ১৬ জুলাই রাত ৮টা
ডাম্বুলা সিক্সার্স: মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়
ক্যান্ডি ফ্যালকনস: শরীফুল ইসলাম
কলম্বো স্ট্রাইকার্স: তাসকিন আহমেদ
২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ড্রাফট থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি কেনেনি শরীফুল ইসলামকে। হঠাৎ করে লঙ্কা লিগে খেলার সুযোগ পেয়ে গেলেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে কিনেছে ক্যান্ডি ফ্যালকসন।
এলপিএলে খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে আজই রওনা দেওয়ার কথা শরীফুলের। তাতে হয়তো ৬ জুলাই দেখা যাবে তাসকিন আহমেদ ও শরীফুলের মুখোমুখি লড়াই। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টায় ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ। কলম্বো স্ট্রাইকার্সে বাংলাদেশের প্রতিনিধি হচ্ছেন তাসকিন আহমেদ। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই শরীফুল ২০২৩ এলপিএলে খেলেছিলেন। শরীফুলের সাবেক ফ্র্যাঞ্চাইজি গতকাল একাদশে রাখেনি তাসকিনকে। পাল্লেকেলেতে গত রাতে ক্যান্ডিকে ৫১ রানে হারিয়েছে কলম্বো।
এবারের এলপিএলে তাসকিন-শরীফুলসহ চার বাংলাদেশি খেলছেন। মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ডাম্বুলার প্রতিপক্ষ জাফনা কিংস। মোস্তাফিজ-হৃদয়দের বিপক্ষে শরীফুলের ম্যাচ ১৫ জুলাই। কলম্বোর প্রেমাদাসায় সেদিন বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ডাম্বুলা-ক্যান্ডি ম্যাচ। দুই দলের প্রথম দেখায় হেসেখেলে জিতেছে ক্যান্ডি। পাল্লেকেলেতে পরশু প্রথমে ব্যাটিং করে ডাম্বুলা করেছিল ৪ উইকেটে ১৭৯ রান। রান তাড়া করতে নেমে ক্যান্ডি ১৭.২ ওভারে ৪ উইকেটে ১৮৩ করেছে। হৃদয় ২ বলে ১ রান করে আউট হয়েছেন। মোস্তাফিজ ৩ ওভারে খরচ করেন ৪৪ রান, নিয়েছেন ১ উইকেট।
এলপিএলে আরও দুই ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ জুলাই ডাম্বুলাতে মুখোমুখি হবে ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স। এ দুই দলের ফিরতি লড়াই হবে ১৬ জুলাই কলম্বোতে। মোস্তাফিজ, তাসকিন, হৃদয়, শরীফুল যদি সুযোগ পেয়ে ভালোমতো কাজে লাগাতে পারেন, তাহলে এলপিএলের বাকি অংশে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়মিত খেলার সম্ভাবনা রয়েছে।
এলপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াইয়ে সূচি
তারিখ ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
ক্যান্ডি ফ্যালকনস-কলম্বো স্ট্রাইকার্স ৬ জুলাই বিকেল সাড়ে ৩টা
ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স ৭ জুলাই রাত ৮টা
ডাম্বুলা সিক্সার্স-ক্যান্ডি ফ্যালকনস ১৫ জুলাই বিকেল সাড়ে ৩টা
ডাম্বুলা সিক্সার্স-কলম্বো স্ট্রাইকার্স ১৬ জুলাই রাত ৮টা
ডাম্বুলা সিক্সার্স: মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়
ক্যান্ডি ফ্যালকনস: শরীফুল ইসলাম
কলম্বো স্ট্রাইকার্স: তাসকিন আহমেদ
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
২ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৫ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৭ ঘণ্টা আগে