Ajker Patrika

তিন দশকের অপেক্ষা ফুরোচ্ছে রোহিত-কামিন্সদের

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ২২: ০৫
তিন দশকের অপেক্ষা ফুরোচ্ছে রোহিত-কামিন্সদের

অবশেষে অপেক্ষা ফুরাচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের। তিন দশকের বেশি সময় পর দুই দলের পাঁচ টেস্টের সিরিজ খেলার অপেক্ষা। সর্বশেষ ১৯৯১–৯২ সালে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ খেলেছিল দুই দল।

গতকাল ঘরের মাঠের গ্রীষ্মের সূচি প্রকাশের মধ্যে দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘অবশেষে অ্যাশেজের সম মর্যাদা পেল বোর্ডার-গাভাস্কার ট্রফি। ১৯৯১-৯২ সালের পর আবারও ভারত-অস্ট্রেলিয়া পাঁচ টেস্ট সিরিজ খেলবে। আশা করি টেস্ট সিরিজে সব স্টেডিয়ামেই দুর্দান্ত আবহ থাকবে।’

দুই কিংবদন্তির নামে সিরিজের নামকরণ করার পর এবারই প্রথমবারের মতো পাঁচ টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া–ভারত। আগামী ২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে সিরিজটি শুরু হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে গোলাপি বলে। দিবারাত্রি ম্যাচটি হবে ৬ ডিসেম্বর অ্যাডিলেডে। ১৭ ডিসেম্বর ব্রিসবেন হবে তৃতীয় টেস্ট। ২৬ ডিসেম্বরের বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নে। সিরিজের শেষ টেস্ট সিডনিতে, ৩ জানুয়ারি।

এবার জয়ের স্মৃতি নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। অজিদের বিপক্ষে তাদের মাঠে হওয়া সর্বশেষ দুই সিরিজেই ২-১ জিতেছে ভারত। আগামী নভেম্বরে প্যাট কামিন্সদের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের লক্ষ্যে নামবে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত