ক্রীড়া ডেস্ক
কলকাতা-বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে গতকাল থেকে শুরু হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। গত কয়েক মৌসুম ধরে ধারাভাষ্য দিলেও ২০২৫ আইপিএলের জন্য প্রকাশিত ধারাভাষ্য প্যানেলে নেই ইরফান পাঠান। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, ব্যক্তিগত ক্রোধ থেকে ভারতের তারকা ক্রিকেটারদের সমালোচনা করায় তাঁদের অভিযোগের ভিত্তিতে ধারাভাষ্য প্যানেলে জায়গা পাননি সাবেক এই ক্রিকেটারের।
এমন ঘটনা অবশ্য ভারতীয় ক্রিকেটে নতুন নয়। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারত দলে রবীন্দ্র জাদেজার জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন সঞ্জয় মাঞ্জরেকার। প্রশ্ন তোলার পাশাপাশি তারকা অলরাউন্ডারকে ‘অল্পস্বল্প’ অর্থাৎ, ছোট মানের ক্রিকেটার মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। একই বছরের নভেম্বরে ভারত ও বাংলাদেশের মধ্যকার কলকাতা টেস্ট চলাকালীন সহধারাভাষ্যকার হার্শা ভোগলের ক্রিকেট জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এসব কারণে বিসিসিআইয়ের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন মাঞ্জরেকার।
২০১৬ আইপিএলের আগে কোনো রকম ব্যাখ্যা ছাড়াই ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন হার্শা। তাঁদের দুজনের পর এবার একই রকম শাস্তি পেলেন ইরফান। ক্রিকেট ছাড়ার পর থেকেই ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ভারতের সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার। আইপিএলের সবশেষ কয়েক মৌসুমে ধারাভাষ্য দিলেও ২০২৫ মৌসুমে জন্য রাখা হয়নি তাঁকে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, ব্যক্তিগত রোষ থেকে ক্রিকেটারদের সমালোচনায় করায় এমন শাস্তির মুখে পড়তে হয়েছে ইরফানকে। সবশেষ অস্ট্রেলিয়া সফরে ভারতের নির্দিষ্ট এক ক্রিকেটারকে নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। সেটা ভালোভাবে নেননি সেই ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে ইরফানকে ব্লক করে রেখেছেন সেই ক্রিকেটার। এ ছাড়া ইরফানের ‘মনোভাব’ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সবশেষ দুই বছরে ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়ার সময় ‘অ্যাটিটিউড’ দেখিয়েছেন বলে অভিযোগ করেছেন ক্রিকেটাররা। এমন অভিযোগের ভিত্তিতে আইপিএলের ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইরফানকে।
২০২৫ আইপিএলে বিভিন্ন ক্যাটাগরিতে ধারাভাষ্য প্যানেল আছেন যাঁরা—ন্যাশনাল ফিড ধারাভাষ্যকার প্যানেল সুনীল গাভাস্কার, নভোজিৎ সিং সিন্ধু, আকাশ চোপড়া, সঞ্জয় মাঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, মার্ক বাউচার, আরপি সিং, শেন ওয়াটসন, সঞ্জয় বাঙ্গার, বীরেন্দর শেবাগ, বরুণ অরুণ, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, হরভজন সিং, শিখর ধাওয়ান, অনিল কুম্বলে, সুরেশ রায়না, কেন উইলিয়ামস, এবি ডি ভিলিয়ার্স, রবিন উথাপ্পা, অ্যারন ফিঞ্চ, আম্বাতি রাইডু, মোহাম্মদ কাইফ ও পিযুষ চাওলা।
ওয়ার্ল্ড ফিড ধারাভাষ্যকার প্যানেলে রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, দীপ দাশ গুপ্তা, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক, অ্যারন ফিঞ্চ, বরুণ অরুণ, আনজুম চোপড়া, ডব্লিউ ভি রমান, মুরালি কার্তিক, ইয়ন মরগান, গ্রায়েম সোয়ান, হার্শা ভোগলে, সাইমন ডুল, এমপুমেলোলো এমবাঙ্গা, নিক নাইট, ড্যানি মরিসন, ইয়ান বিশপ, অ্যালান উইলকিন্স, ড্যারেন গঙ্গা, ক্যাটি মার্টিন, নাটাইল জার্মেনোস।
বাংলা ফিড ধারাভাষ্যকার প্যানেল দেবী সাহা, রাজা ভেনকাট, শ্রীভাটস গোস্বামী, সঞ্জীব এম, ঝুলন গোস্বামী, শিলাদত্য রয়, শুভময় দাশ, গৌতম বি, শরদিন্দু এম, অনিন্দ সেনগুপ্ত।
কলকাতা-বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে গতকাল থেকে শুরু হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। গত কয়েক মৌসুম ধরে ধারাভাষ্য দিলেও ২০২৫ আইপিএলের জন্য প্রকাশিত ধারাভাষ্য প্যানেলে নেই ইরফান পাঠান। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, ব্যক্তিগত ক্রোধ থেকে ভারতের তারকা ক্রিকেটারদের সমালোচনা করায় তাঁদের অভিযোগের ভিত্তিতে ধারাভাষ্য প্যানেলে জায়গা পাননি সাবেক এই ক্রিকেটারের।
এমন ঘটনা অবশ্য ভারতীয় ক্রিকেটে নতুন নয়। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারত দলে রবীন্দ্র জাদেজার জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন সঞ্জয় মাঞ্জরেকার। প্রশ্ন তোলার পাশাপাশি তারকা অলরাউন্ডারকে ‘অল্পস্বল্প’ অর্থাৎ, ছোট মানের ক্রিকেটার মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। একই বছরের নভেম্বরে ভারত ও বাংলাদেশের মধ্যকার কলকাতা টেস্ট চলাকালীন সহধারাভাষ্যকার হার্শা ভোগলের ক্রিকেট জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এসব কারণে বিসিসিআইয়ের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন মাঞ্জরেকার।
২০১৬ আইপিএলের আগে কোনো রকম ব্যাখ্যা ছাড়াই ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন হার্শা। তাঁদের দুজনের পর এবার একই রকম শাস্তি পেলেন ইরফান। ক্রিকেট ছাড়ার পর থেকেই ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ভারতের সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার। আইপিএলের সবশেষ কয়েক মৌসুমে ধারাভাষ্য দিলেও ২০২৫ মৌসুমে জন্য রাখা হয়নি তাঁকে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, ব্যক্তিগত রোষ থেকে ক্রিকেটারদের সমালোচনায় করায় এমন শাস্তির মুখে পড়তে হয়েছে ইরফানকে। সবশেষ অস্ট্রেলিয়া সফরে ভারতের নির্দিষ্ট এক ক্রিকেটারকে নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। সেটা ভালোভাবে নেননি সেই ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে ইরফানকে ব্লক করে রেখেছেন সেই ক্রিকেটার। এ ছাড়া ইরফানের ‘মনোভাব’ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সবশেষ দুই বছরে ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়ার সময় ‘অ্যাটিটিউড’ দেখিয়েছেন বলে অভিযোগ করেছেন ক্রিকেটাররা। এমন অভিযোগের ভিত্তিতে আইপিএলের ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইরফানকে।
২০২৫ আইপিএলে বিভিন্ন ক্যাটাগরিতে ধারাভাষ্য প্যানেল আছেন যাঁরা—ন্যাশনাল ফিড ধারাভাষ্যকার প্যানেল সুনীল গাভাস্কার, নভোজিৎ সিং সিন্ধু, আকাশ চোপড়া, সঞ্জয় মাঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, মার্ক বাউচার, আরপি সিং, শেন ওয়াটসন, সঞ্জয় বাঙ্গার, বীরেন্দর শেবাগ, বরুণ অরুণ, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, হরভজন সিং, শিখর ধাওয়ান, অনিল কুম্বলে, সুরেশ রায়না, কেন উইলিয়ামস, এবি ডি ভিলিয়ার্স, রবিন উথাপ্পা, অ্যারন ফিঞ্চ, আম্বাতি রাইডু, মোহাম্মদ কাইফ ও পিযুষ চাওলা।
ওয়ার্ল্ড ফিড ধারাভাষ্যকার প্যানেলে রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, দীপ দাশ গুপ্তা, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক, অ্যারন ফিঞ্চ, বরুণ অরুণ, আনজুম চোপড়া, ডব্লিউ ভি রমান, মুরালি কার্তিক, ইয়ন মরগান, গ্রায়েম সোয়ান, হার্শা ভোগলে, সাইমন ডুল, এমপুমেলোলো এমবাঙ্গা, নিক নাইট, ড্যানি মরিসন, ইয়ান বিশপ, অ্যালান উইলকিন্স, ড্যারেন গঙ্গা, ক্যাটি মার্টিন, নাটাইল জার্মেনোস।
বাংলা ফিড ধারাভাষ্যকার প্যানেল দেবী সাহা, রাজা ভেনকাট, শ্রীভাটস গোস্বামী, সঞ্জীব এম, ঝুলন গোস্বামী, শিলাদত্য রয়, শুভময় দাশ, গৌতম বি, শরদিন্দু এম, অনিন্দ সেনগুপ্ত।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
৪ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৬ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৬ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৭ ঘণ্টা আগে