Ajker Patrika

যুক্তরাষ্ট্রের কাছে হেরে বাংলাদেশের উইকেটের দোষ দিলেন শান্ত

আপডেট : ২২ মে ২০২৪, ১০: ১৩
যুক্তরাষ্ট্রের কাছে হেরে বাংলাদেশের উইকেটের দোষ দিলেন শান্ত

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সাক্ষাতেই বাংলাদেশকে চমকে দিল যুক্তরাষ্ট্র। জিম্বাবুয়ে সিরিজের মতো বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা দেখা গেল যুক্তরাষ্ট্রের বিপক্ষেও। হিউস্টনে গত রাতে অঘটনের শিকার হওয়ার পর নাজমুল হোসেন শান্ত উইকেটের দোষ দেখছেন। 

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ খেলেছে চট্টগ্রাম ও মিরপুরে। ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও দেশের উইকেটের দায় দেন শান্ত। জিম্বাবুয়ে সিরিজ শেষে বাংলাদেশ এখন খেলছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। হিউস্টনে গত রাতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশ করেছে ৬ উইকেটে ১৫৩ রান। সেই রান তাড়া করে যুক্তরাষ্ট্র জিতেছে ৩ বল হাতে রেখে ৫ উইকেটে। হোঁচট খাওয়ার পর শান্ত কথা বললেন একই সুরে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেট পাইনি। ব্যাটাররা তাই খুব ভুগছে। তবে এগুলো সবই মানসিক ব্যাপার। আশা করি ব্যাটাররা শিগগিরই ফর্মে ফিরবে।’ 

প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশ প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই ৩৪ রান তুলে ফেলে। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একপর্যায়ে এশিয়ার দলটির স্কোর হয়ে যায় ১১.২ ওভারে ৪ উইকেটে ৬৮ রান। দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার দুই অঙ্ক পেরোলেও শান্ত ও সাকিব এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। ১১ বলে ৩ রান করেন শান্ত। সাকিব করেছেন ১২ বলে ৬ রান। ভালো শুরুর পর সেটা ধরে রাখতে না পারার আক্ষেপ শান্তর, ‘ব্যাটিংটা ভালো করিনি। শুরুটা ভালো করেছিলাম। তবে মাঝামাঝি পর্যায়ে দুই উইকেট হারিয়ে ফেলি। আমার মতে আরও ২০ রান বেশি করতে পারলে স্কোরটা দারুণ হতো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত