Ajker Patrika

ছন্দে ফেরা সৌম্য এবার পেলেন সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৮: ৪১
ছন্দে ফেরা সৌম্য এবার পেলেন সেঞ্চুরি

চরম অধারাবাহিকতায় জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকায় প্রায়ই ট্রলের পাত্র বানানো হয় সৌম্য সরকারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তো মজা করে ‘শূন্য সরকার’ বলেও ডাকেন। সেই সৌম্য আরেক দফা জাতীয় দল থেকে বাদ পড়তেই ছন্দ ফিরে পেয়েছেন। 

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) গত মাসে টানা দুই ম্যাচে ফিফটি করেছিলেন সৌম্য। বাঁহাতি এ ব্যাটার এবার পেলেন সেঞ্চুরির দেখা। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে আজ তিন অঙ্ক ছুঁয়েছেন মধ্যাঞ্চলের সৌম্য। শতক পূরণ করতে ১৪১ বল খেলেছেন সৌম্য। মেরেছেন ১০টি চার ও একটি ছক্কা। 

এর আগে দুই ওপেনার মোহাম্মদ মিঠুন আলী ও মিজানুর রহমানও সেঞ্চুরি করেছেন। এমনকি ফিফটি করেছেন চারে নামা সালমান হোসেন ও পাঁচে নামা মোসাদ্দেক হোসেন সৈকত। 

তিন সেঞ্চুরি ও দুই ফিফটির সুবাদে রান-উৎসব করেছে মধ্যাঞ্চল। আজ তৃতীয় দিনে ৩ উইকেটে ৫৬৩ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে তারা। সৌম্য অপরাজিত ছিলেন ১০৪ রানে। জাতীয় দলে ব্রাত্য আরেক ক্রিকেটার মোসাদ্দেকের সঙ্গে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। 

প্রথম ইনিংসে উত্তরাঞ্চল গুটিয়ে যায় ২১৯ রানে। মধ্যাঞ্চল পায় ৩৪৪ রানের বিশাল লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও খুব একটা সুবিধা করতে পারছে না উত্তরাঞ্চল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে করেছে ১৫৩ রান। 

পারভেজ হোসেন ইমন ও তানভীর হায়দার ফিরেছেন ব্যক্তিগত বিশের আগেই। দলকে পথ দেখাচ্ছিলেন তানজিদ হাসান তামিম। এনসিএলের সেরা বোলার হাসান মুরাদের বলে নড়বড়ে নব্বইয়ে কাটা পড়েন তিনি। মধ্যাঞ্চলকে আবার ব্যাটিংয়ে পাঠাতে চাইলে উত্তরাঞ্চলের দরকার আরও ১৯১ রান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত