Ajker Patrika

এখনো তো ১৩ ম্যাচ বাকি, মুম্বাইয়ের হারের পর পান্ডিয়া

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১০: ৫৪
Thumbnail image

হার দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু করাটা মুম্বাই ইন্ডিয়ানসের এক ‘ঐতিহ্য’ই বলা চলে। গুনে গুনে টানা ১২ বার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে তারা। যার মধ্যে রয়েছে ২০২৪ আইপিএলও। তবু মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া যেন এসব নিয়ে ভাবতে নারাজ। 

গুজরাট টাইটানস থেকে আবারও মুম্বাইতে ফিরলেন হার্দিক। ফিরেছেন তিনি অধিনায়ক হিসেবেই। নিজের সাবেক দলের বিপক্ষেই গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামেন হার্দিক। তবে গুজরাটের কাছে মুম্বাই হেরেছে ৬ রানে। শুধু তাই নয়, এবারেরটা বাদ দিলে (প্রথম ম্যাচ হেরে আইপিএল শুরু করা) গত ১১ মৌসুমের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। হার্দিক হয়তো ইতিহাস থেকেই অনুপ্রেরণা খুঁজছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুম্বাই অধিনায়ক বলেন, ‘এটা কোনো ব্যাপার নয়। এখনো ১৩ ম্যাচ বাকি রয়েছে।’ 

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে গুজরাট গতকাল ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করেছে। রান তাড়া করতে নামা মুম্বাইয়ের একটা পর্যায়ে দরকার ছিল শেষ ৫ ওভারে ৪৩ রান, হাতে ছিল ৭ উইকেট। এখান থেকেই ধস নামার শুরু মুম্বাইয়ের ইনিংসে। হার্দিকের দল আটকে যায় ৯ উইকেটে ১৬২ রানে। কাছাকাছি গিয়ে ম্যাচ হারার প্রসঙ্গে হার্দিক বলেন, ‘অবশ্যই আমাদের সেই ৪২ রান তাড়া করে জেতা উচিত ছিল। তবে মাঝেমধ্যে তেমন একটা দিন আসে যেখানে পাঁচ ওভারে যা হওয়ার কথা তার তুলনায় স্কোর কম হয়। আমি মনে করি যে আমরা খেই হারিয়ে ফেলেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত