Ajker Patrika

এশিয়া কাপ তাহলে ভারতে নয়, আমিরাতে হচ্ছে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ জুন ২০২৫, ১১: ২৪
২০২৩ সালে সবশেষ আয়োজিত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ছবি: এসিসি
২০২৩ সালে সবশেষ আয়োজিত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ছবি: এসিসি

ভারত-পাকিস্তান শীতল সম্পর্কের প্রভাব যে ক্রিকেটে বাজেভাবে পড়েছে, সেটা স্পষ্ট বোঝা গেছে এ বছরের মে মাসে। আইপিএল-পিএসএল স্থগিত হয়ে গেছে। এবার পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করছে, ভারত থেকে সরবে এশিয়া কাপ।

সূচি অনুযায়ী, ২০২৫ এশিয়া কাপ হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু এবার শোনা যাচ্ছে, উপমহাদেশ থেকে সরে টুর্নামেন্টটি হতে পারে মরুর দেশে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির বরাতে জানা গেছে, সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে হতে পারে। সূত্রের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, ভারত থেকে টুর্নামেন্টটি সরে যাওয়ার সম্ভাবনা বেশি।

২০২৫ এশিয়া কাপ কোথায় হবে, সেই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাও বিবেচনায় আছে। তবে নিরপেক্ষতা ও ক্রিকেটীয় কাঠামোর বিবেচনায় আরব আমিরাত এগিয়ে থাকছে। সেক্ষেত্রে বিসিসিআইয়ের কাছেই থাকছে এশিয়া কাপের আয়োজকসত্ত্ব। কিন্তু পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজায় হতে পারে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট।

এক যুগেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তান ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না সম্পর্কের তিক্ততার কারণে। আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ ছাড়া তাদের দেখা হয় না বললেই চলে। এমনকি মে মাসে ভারতীয় সংবাদমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ পেয়েছিল, সেখানে জানা যায়, এসিসির সব ধরনের টুর্নামেন্ট থেকে ভারত নিজেদের সরিয়ে নিচ্ছে। সেই হিসেবে ২০২৫ এশিয়া কাপে তাদের না খেলারই কথা। কিন্তু তখন দ্রুতই ভারত এশিয়া কাপ থেকে নাম সরানোর গুঞ্জন প্রত্যাহার করে নিয়েছিল।

এশিয়া কাপ সবশেষ আয়োজন হয়েছে ২০২৩ সালে ওয়ানডে সংস্করণে। সেবার আয়োজক পাকিস্তান হলেও বিসিসিআইয়ের আপত্তিতে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তান মিলে হয় টুর্নামেন্ট। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুবমান গিলরা তখন খেলেন লঙ্কায়। কলম্বোর প্রেমাদাসায় ফাইনালে শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। দুই বছর পর এবার এশিয়া কাপ হতে পারে টি-টোয়েন্টি সংস্করণে। ৮ দলের টুর্নামেন্টে ১৯ ম্যাচ হওয়ার কথা এবার। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করেই সংস্করণ বদলাবে এশিয়া কাপের। ২০১৬ থেকে এভাবে হয়ে আসছে।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে গত বছর আইসিসি এক সমাধান বের করেছে। ২০২৭ পর্যন্ত আইসিসির যত ইভেন্টে ভারত-পাকিস্তান আয়োজক, সেক্ষেত্রে টুর্নামেন্টগুলো হবে হাইব্রিড মডেলে। ভারত-পাকিস্তান তখন একে অপরের দেশে ক্রিকেট খেলতে যাবে না। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই আইসিসি আনুষ্ঠানিকভাবে সমাধান বের করেছে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলে হয়েছে টুর্নামেন্টটি। ভারত তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলেছে। আর এ বছর নারী ওয়ানডে বিশ্বকাপ হবে ভারত-শ্রীলঙ্কা মিলে। ভারত এই টুর্নামেন্টের মূল আয়োজক।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত