Ajker Patrika

রদ্রি ও বিশ্বের একমাত্র ব্যালন ডি’অর জয়ী রাষ্ট্রপতি

ক্রীড়া ডেস্ক    
রদ্রির হাতে ব্যালন ডি’অর তুলে দিয়েছেন জর্জ উইয়াহ। ছবি: এএফপি
রদ্রির হাতে ব্যালন ডি’অর তুলে দিয়েছেন জর্জ উইয়াহ। ছবি: এএফপি

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া। অর্থনৈতিক দৈন্যদশাগ্রস্ত দেশটি কখনো ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু দেশটিরই একজন কিংবদন্তি ফুটবলার ছিলেন জর্জ উইয়াহ। যিনি ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত লাইবেরিয়ার ২৫ তম প্রেসিডেন্ট ছিলেন।

পিতা-মাতার রাখা নাম জর্জ টাওলন মান্নেহ ওপ্পং ওসমান উইয়াহর চেয়ে কিং জর্জ নামেই তিনি বেশি পরিচিত। যাঁর দেশ কখনো ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, সেই দেশেই আছেন একজন ব্যালন ডি’অর জয়ী। উইয়াহ সেই কিংবদন্তি—বিশ্বের একমাত্র ফুটবলার যিনি ব্যালন ডি’অর জয়ী প্রেসিডেন্ট।

গতকাল প্যারিসের থিয়েটার দু শাতেলেতে বর্ষসেরা ফুটবলার রদ্রির হাতে ব্যালন ডি’অর তুলে দিয়েছেন এ জর্জ উইয়াহ। নব্বইয়ের দশকে যারা ফুটবল দেখেছেন, তাঁরা হয়তো ভালো চেনার কথা। তিনি পিএসজি, ম্যানসিটি, মোনাকো, এসি মিলান, মার্শেইয়ের মতো ক্লাব মাতিয়েছেন। ফরাসি ক্লাব পিএসজিতে থাকা অবস্থায় ১৯৯৫ সালে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।

এখন পর্যন্ত এ দুটি পুরস্কার জেতা একমাত্র আফ্রিকান ফুটবলারও তিনি। খেলোয়াড় ও রাজনৈতিক জীবনে খ্যাতি কুড়ালেও লাইবেরিয়ার ফুটবলের জন্য প্রেসিডেন্ট উইয়াহ তেমন কিছুই করতে পারেননি। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে লাইবেরিয়ার অবস্থান ১৪৯ নম্বরে।

ক্যারিয়ার শেষে কোনো দলের ম্যানেজার হতে চাননি। তিনি চাইলেন দুই গৃহযুদ্ধে লন্ডভন্ড হয়ে যাওয়া লাইবেরিয়ার মানুষের সেবা করতে। ফুটবল মাঠ ছেড়ে নাম লেখান রাজনীতির খাতায়। ২০০৫ সালে তিনি তৈরি করলেন ‘কংগ্রেস ফর ডেমোক্রেটিক চেঞ্জেস’ নামে একটি রাজনৈতিক দল। ওই বছর প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন।

কিন্তু বিরোধী দল উইয়াহর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। তবে দেশটির আদালত তাঁকে নির্বাচনে অংশগ্রহণের বৈধতা দেয়। প্রথম নির্বাচনেই হয়েছেন ব্যর্থ। সেবার তিনি হেরে যান জনসন শিরলিফের কাছে। ছয় বছর পর ভাইস প্রেসিডেন্ট পদেও দেখেন হার।

জর্জ উইয়াহ। ছবি: এএফপি
জর্জ উইয়াহ। ছবি: এএফপি

পরবর্তীতে তিনি লন্ডনের পাকউড বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস ম্যানেজমেন্টের ওপর বিএ ডিগ্রি এবং মায়ামির দেভরি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। তারপরই যেন নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যেও সফল হতে শুরু করলেন। ২০১৪ সালে সিনেট নির্বাচনে তার কাছে হেরে যায় তৎকালীন প্রেসিডেন্টের পুত্র রবার্ট শিরলিফ। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জোসেফ বোয়াকাইকে হারিয়ে নির্বাচিত হন লাইবেরিয়ার প্রেসিডেন্ট।

২০১৮ সালে লাইবেরিয়ার প্রেসিডেন্ট হিসাবে ছয় বছরের জন্য শপথ নেন উইয়াহ। তারপর দেশটির ফুটবল নিয়ে স্বপ্ন দেখছিলেন সমর্থকেরা। কিন্তু ছয় বছর দায়িত্ব পালন করার পরও এই কিংবদন্তি দেশটির ফুটবলে তেমন কোনো পরিবর্তন আনতে পারেননি।

মূলত লাইবেরিয়ার অর্থনৈতিক দুরবস্থার কারণে সমর্থকদের প্রত্যাশামতো ফুটবলে উন্নতি করতে পারেননি জর্জ। বিনিয়োগের অভাব, উন্নয়ন ও অবকাঠামো তৈরি জন্য যে অর্থ প্রয়োজন, সে আলোকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতির অবস্থা ভালো নেই।

উইয়াহ অন্যান্য খাতের চেয়ে শিক্ষা ও স্বাস্থ্যতে বেশি গুরুত্ব দেয় সরকার। কিন্তু ১৯৮০ ও ৯০-এর দশকে প্রতিটি সরকার ফুটবলের জন্য অর্থ দিয়েছিল, যা পরবর্তীতে হয় না। পর্যাপ্ত আর্থিক সহায়তার না পেয়ে ফুটবল পিছিয়ে পড়েছে আরও। অন্যান্য খাত থেকে সরকারের কাছে প্রত্যাশাও ছিল অনেক বেশি।

রাজধানী মনরোভিয়ার ক্লারা টাউনের এক বস্তিতেই ১৯৬৬ সালের ১ অক্টোবর জন্ম হয়েছিল উইয়াহর। জন্মসূত্রে ছিলেন দক্ষিণ-পূর্ব লাইবেরিয়ার ক্রু নৃ-গোষ্ঠীর সদস্য। বাবা উইলিয়াম টি উইয়াহ ছিলেন খ্রিষ্টান। মেকানিকের কাজ করতেন তিনি। মা আন্না কোয়াই উইয়াহ ছিলেন মুসলমান। চার ভাইয়ের টান পোড়েনের সংসারে বিচ্ছেদ হয় বাবা-মায়ের।

ছন্দহীন জীবনে পড়াশোনার চেয়ে অলিগলিতে ফুটবল খেলার মাঝে আনন্দ খুঁজতেন। কর্মজীবনের শুরুটা হয় সরকারের টেলিফোন বিভাগের টেকনিশিয়ান হিসাবে। কিন্তু তাঁর ফুটবল প্রতিভায় স্থানীয় ইয়ং সারভাইভার ক্লাব তাকে খুঁজে নিল। লাইবেরিয়া প্রিমিয়ার লিগ খেলার সময় চোখে পড়লেন ক্যামেরুনের ফুটবলার ক্লাদিও লোহুয়ার। এরপর বিখ্যাত কোচ আর্সেন ওয়েঙ্গারের মাধ্যমে সরাসরি মোনাকোতে যোগ দেন।

১৯৮৮ সালে মোনাকোর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময় উইয়াহর বয়স ছিল ২২ বছর। পরের বছর আফ্রিকার সেরা ফুটবলারের স্বীকৃতি পান। উইয়াহর দাপটে ১৯৯২ সালে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপের শিরোপা জেতে মোনাকো। এরপর যোগ দেন পিএসজিতে। সেখানেও সাফল্যের ধারা ধরে রাখেন। ১৯৯৩ ফ্রেঞ্চ কাপ এবং পরের বছর ফ্রেঞ্চ লিগ জেতে ক্লাবটি। উঠেছিল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও। উইয়াহ হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। এই পারফরম্যান্সে ওই বছর জেতেন ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কার অর্জন করেন জর্জ উইয়াহ।

তারপর যোগ দেন এসি মিলানে। যে ক্লাবে খেলেছেন গুলিত, ফন বাস্তেন, ভিয়েরা, ব্যাজিও ও পাওলো মালদিনির মতো তারকারা। ১৯৯৬ সালে আফ্রিকার শতাব্দীসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ম্যানচেস্টার সিটি ও চেলসিতেও খেলেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে ৪১১ ম্যাচে ১৯৩টি এবং জাতীয় দলের হয়ে ৬১ ম্যাচে করেছেন ২২ গোল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

৫ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বল পায়ে ছুটছেন ঋতুপর্ণা চাকমা। ছবি: বাফুফে
বল পায়ে ছুটছেন ঋতুপর্ণা চাকমা। ছবি: বাফুফে

৩ মাস পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নেমে ধাক্কা খেল বাংলাদেশ নারী ফুটবল দল। র‍্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে আজ প্রথম প্রীতি ম্যাচে হেরেছে ৩-০ গোলে। ফলে ৫ ম্যাচ পর হারের স্বাদ পেল বাংলাদেশ। ম্যাচটি কোথাও সম্প্রচার হয়নি। এমনকি মাঠে দর্শক থাকার ব্যবস্থাও করা হয়নি।

থনবুরি বিশ্ববিদ্যালয় অনুশীলন মাঠে প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। থাইল্যান্ডের হয়ে গোলটি করেন অরাপিন ওয়েনঙ্গোয়েন। বিরতির আগপর্যন্ত এমনই ছিল ব্যবধান। দ্বিতীয়ার্ধে আরও জ্বলে ওঠে থাইল্যান্ড।

৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাওলাক পেংঙ্গাম। দুই গোল হজমের পর ৭০ মিনিটে একাধারে চার বদলি করেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। তবুও বদলায়নি ম্যাচের ফল। উল্টো ৮৬ মিনিটে থাইল্যান্ডের তৃতীয় গোলটি আসে পাত্তরানান আউপাচাইয়ের কাছ থেকে। বাংলাদেশকে মাঠ ছাড়তে হারের হতাশা নিয়ে। এর আগে সর্বশেষ হারটি এসেছিল গত মার্চে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এরপর ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ড্র এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইন, মিয়ানমার, তুর্কমেনিস্তানকে হারিয়েছে বাটলারের দল।

থাইল্যান্ডের বিপক্ষে আজকের আগে একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এক যুগ আগের সেই ম্যাচে হেরেছিল ৯-০ গোলে। ব্যাংককে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে ২৭ সেপ্টেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি অবশ্য সরাসরি সম্প্রচার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারতে ইঁদুর আতঙ্কে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক    
১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অজি মেয়েরা। ছবি: এক্স
১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অজি মেয়েরা। ছবি: এক্স

নারী ওয়ানডে বিশ্বকাপে রীতিমতো উড়ছে অস্ট্রেলিয়া। টানা জয়ে টেবিলের শীর্ষে আছে দলটি। মাঠের খেলায় দারুণ সময় পার করলেও বাইরের একটি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আলিশা হ্যালি, বেথ মুনিদের শিবিরে।

লিগ পর্বে আয়োজক ভারত ও বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ দুটি হয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপাত্তনমে। সেখানেই ঘটে অনাকাঙ্খিত ঘটনা। হোটেলে ইঁদুরের কবলে পড়ে তাসমান পাড়ের দলটি। প্রতিবেদনে বলা হয়েছে, বিশাখাপত্তনমের একটি হোটেলে রাতের খাবার খাচ্ছিলেন অজিরা। এ সময় ডাইনিং রুমে ইঁদুর হানা দেয়। ইঁদুর দেখে ভয় পেয়ে যান ক্রিকেটাররা।

ইঁদুর হাজির হওয়ায় ডাইনিং রুমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কয়েকজন ক্রিকেটার চিৎকার করেন। ইঁদুর থেকে বাঁচতে অনেকেই আবার চেয়ারে উঠে বসেন। পরিস্থিতি সামাল দিতে হাজির হন হোটেল কর্মীরা। ইঁদুর ধরার চেষ্টা করেও সফল হতে পারেননি তাঁরা। ইঁদুরটি ডাইনিং রুমের চারপাশে দৌড়াদৌড়ি করতে থাকে। তাতে করে পরিস্থিতি আরও খারাপ হয়।

সেই অপ্রত্যাশিত মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ভিডিওতে ক্রিকেটাররা নিজেদের বাজে অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন, ‘আমরা ভেবেছিলাম ইঁদুর চলে গেছে। কিন্তু এটা যায়নি। ইঁদুরটি আবার ফিরে আসে। আমরা সবাই চিৎকার করে উঠেছিলাম।’ ইঁদুর কাণ্ডের পর টুর্নামেন্ট চলাকালীন অস্ট্রেলিয়ান দল যে হোটেলে অবস্থান করছে তার পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মান নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে নারী বিশ্বকাপের আয়োজক ভারত এবং হোটেল কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

৬ ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১ পয়েন্ট। সবার আগে শেষ চারের টিকিট পেয়েছে তারা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল মধ্যপ্রদেশের হলকার স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

৬ গোলের ম্যাচে দিয়াবাতে-মোরসালিনের জোড়া

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জোড়া গোল করেছেন দিয়াবাতে-মোরসালিন। ছবি: বাফুফে
জোড়া গোল করেছেন দিয়াবাতে-মোরসালিন। ছবি: বাফুফে

লিগে দুই ম্যাচ খেললেও আবাহনী লিমিটেড এখনো পায়নি জয়ের দেখা। ফেডারেশন কাপ দিয়ে যেন স্বরূপে ফেরার বার্তাই দিল মারুফুল হকের দল। ‘এ’ গ্রুপের ম্যাচে আজ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-২ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করেছে তারা। ৬ গোলের ম্যাচে জোড়া গোলের দেখা পান শেখ মোরসালিন ও সুলেমান দিয়াবাতে। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও দুজনের কেউই তা কাজে লাগাতে পারেননি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনীর এগিয়ে যেতে সময় লাগে মাত্র ৬ মিনিট। বক্সের ভেতর বল দখলের লড়াইয়ে দিয়াবাতেকে ফাউল করে বসেন ফকিরেরপুল গোলরক্ষক সাজু আহমেদ। রেফারিও পেনাল্টির বাঁশি বাজাতে কালক্ষেপণ করেননি। স্পটকিক থেকে সহজেই জাল খুঁজে নেন দিয়াবাতে।

পিছিয়ে থাকার চাপে পিষ্ট থাকা ফকিরেরপুলের আরও গোল হজম করা যেন নিয়তিই ছিল। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় শেখ মোরসালিনের পা থেকে। দিয়াবাতের পাস ধরে খানিকটা দৌড়ে বক্সে ঢুকে পড়েন তিনি। মাটি কামড়ানো কোনাকুনি শটে পরাস্ত করেন সাজু আহমেদকে।

৩৯ মিনিটে ফের পেনাল্টি পায় আবাহনী। আবারও বক্সে ফাউলের শিকার হন দিয়াবাতে। গোলটাও তিনিই করেছেন। নির্ভার থেকে বিরতিতে যাওয়ার পর খানিকটা যেন ঝিমিয়ে পড়ে আবাহনী। দ্বিতীয়ার্ধে শুরুতে বরং তাদের চেয়ে ভালো খেলা উপহার দেয় ফকিরেরপুল। দেয় লড়াইয়ে ফেরার বার্তা।

৫১ মিনিটে শান্ত টুডুর গোলটি বরং ম্যাচের অন্যতম টকিং পয়েন্ট হয়ে থাকবে। মোস্তফা আবদেল খালেকের পাস ধরে ইয়াসিন খানকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন শান্ত। গোলকিপার মাহফুজ হাসান প্রীতমের মাথার ওপর দিয়ে তা আশ্রয় নেয় জালে। ফকিরেরপুল এক শোধ দিয়ে দেখতে পায় নতুন আশা। তা অবশ্য টিকে থাকেনি বেশিক্ষণ।

৬৩ মিনিটে আল আমিনের কাটব্যাক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মোরসালিন। ফকিরেরপুল ব্যবধান কমাতে সামর্থ্য হয় ৬৯ মিনিটে। পাল্টা আক্রমণে থ্রু বল ধরে বাঁ প্রান্ত দিয়ে এগোন বেন ইব্রাহীম। তাঁর পাস থেকে দারুণ স্লাইডে বল জালে পাঠান মোহাম্মদ রিয়াদ। পরে জয়ের ব্যবধান বাড়ানো সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি আবাহনী।

কুমিল্লায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রাথ দত্ত স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের অপর ম্যাচে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এএফসি চ্যালেঞ্জ লিগ ও জাতীয় দলের ক্যাম্পের কারণে কাল থেকে ঘরোয়া ফুটবলে পড়ছে এক মাসের বিরতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাংলাদেশ সফরের ভয়ংকর অভিজ্ঞতার গল্প শোনালেন ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশ সফরের ভয়ংকর এক অভিজ্ঞতা হয়েছিল তিলক ভার্মার। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশ সফরের ভয়ংকর এক অভিজ্ঞতা হয়েছিল তিলক ভার্মার। ছবি: ক্রিকইনফো

খুব বেশি দিন আগের ঘটনা নয়। দু্বাইয়ে ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ফাইনালে চাপ সামলে ৫৩ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে তিলক ভার্মা জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। কিন্তু এশিয়া কাপ ফাইনালে নায়ক বনে যাওয়ার মতো উপলক্ষ্য জীবনে তো নাও পেতে পারতেন তিনি।

সঞ্চালক গৌরব কাপুরের সঙ্গে আলাপচারিতায় কদিন আগে ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’ অনুষ্ঠানে তিলক জীবনের এক কঠিন মুহূর্তের ঘটনা শেয়ার করেছেন। ২০২২ সালে ভারত ‘এ’ দলের হয়ে যখন বাংলাদেশ সফরে এসেছিলেন, তখন যা ঘটেছিল, তাতে আর একটু সেদিক হলেই তাঁর জীবনপ্রদীপ নিভে যেতে পারত বলে জানিয়েছেন তিলক। ২২ বছর বয়সী ভারতের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘‘বাংলাদেশে আমি ভারত ‘এ’ দলের হয়ে খেলছিলাম। এক পর্যায়ে আমার চোখে পানি আসতে শুরু করে। ব্যাট তোলার মতো অবস্থাতেও ছিলাম না। স্নায়ুগুলো শক্ত হয়ে আসছিল। আমি রিটায়ার্ড হার্ট হয়ে গিয়েছিলাম। আঙুল নড়াচড়া করাতে না পারায় কাটতে হয়েছিল গ্লাভস।’

৩ বছর আগে বাংলাদেশ সফরে তিলক মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছিলেন, তখন মুম্বাই ইন্ডিয়ানসের তখনকার মালিক আকাশ আম্বানি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তৎকালীন সচিব জয় শাহ অনেক সাহায্য করেছিলেন। সংকটময় মুহূর্তের কথা কল্পনা করে তিলক বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ানস ও জয় শাহকে ধন্যবাদ। আকাশ আম্বানি আমাকে সাহায্য করেছিলেন। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল।আর কয়েক ঘণ্টা দেরি করলেই পরিস্থিতি আরও খারাপ হতো বলে চিকিৎকেরা জানিয়েছিলেন। ইনজেকশন দেওয়ার সময় ভেঙে গিয়েছিল সুচ। সে সময়ের কঠিন পরিস্থিতিতে মা আমার সঙ্গে ছিলেন।’

ফিটনেস ধরে রাখতে ছুটির দিনও বিশ্রাম নেননি তিলক। ফলশ্রুতিতে তখন শরীরের ওপর মারাত্মক ধকল গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। ভারতের এই তরুণ বাঁহাতি ব্যাটার বলেন, ‘বিশ্রামের দিনেও জিমে গিয়েছিলাম। ভালো ফিল্ডার ও ফিট ক্রিকেটার হতে চেয়েছিলাম। আইস বাথ নিলেও ধকল কাটিয়ে ওঠার যে ব্যাপার, সেই ব্যাপারে অবহেলা করেছি। মাংসপেশির ওপর বেশ চাপ পড়ে। স্নায়ুও তেমন একটা কাজ করেনি তখন।’

২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ানসের জার্সিতে তিলকের আইপিএল ক্যারিয়ার শুরু হয়। কিন্তু ভারতের সেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষের পর র‌্যাবডোমায়োলাইসিস নামে এমন এক রোগে আক্রান্ত হয়েছিলেন, যার ফলে অনেক সমস্যা হয়েছিল তাঁর। পুরোনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে ভারতের বাঁহাতি ব্যাটার বলেন, ‘এই কথা আমি এর আগে কাউকে বলিনি। আইপিএলে নিজের প্রথম মৌসুমের পর স্বাস্থ্যগত সমস্যা হয়েছিল। আমার র‌্যাবডোমায়োলাইসিস ধরা পড়ে। তাতে পেশি ভেঙে যায়।’

এখন প্রশ্ন হলো র‌্যাবডোমায়োলাইসিস কী? এতে শরীরের অবস্থা এতটা গুরুতর অবস্থায় চলে যায়, তাতে করে পেশির টিস্যু দ্রুত ভেঙে গিয়ে ক্ষতিকর উপাদান মিশে যায় রক্তে। কিডনিরও ক্ষতি হতে পারে এতে। মাত্রাতিরিক্ত পরিশ্রম, পানিশূন্যতা বা অতিরিক্ত গরমের কারণে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তিলকের। ভারতের জার্সিতে এখন পর্যন্ত ৪ ওয়ানডে ও ৩২ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ৪৯.০৪ গড়ে করেছেন ১০৩০। আন্তর্জাতিক ক্রিকেটে দুই সেঞ্চুরির দুটিই করেছেন টি-টোয়েন্টিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন তিনি।

২৯ অক্টোবর ক্যানবেরায় শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩১ অক্টোবর মেলবোর্নে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ২, ৬ ও ৮ নভেম্বর হোবার্ট, গোল্ড কোস্ট ও ব্রিসবেনের গ্যাবায় হবে শেষ তিন টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত