Ajker Patrika

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৪ জুন ২০২১, ১৩: ৪৪
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি ঘোষণা

ঢাকা: এক সপ্তাহ আগে জিম্বাবুয়েতে কঠোর লকডাউনে সব ধরনের খেলা বন্ধ হয়ে গেলে শঙ্কা জেগেছিল বাংলাদেশ দলের সফর নিয়েও। শঙ্কার সেই কালো মেঘ কেটে গেছে আগেই। কাল বাংলাদেশ দলের চূড়ান্ত সফরসূচিও ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

বিশ্বকাপের সুপার লিগের অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল। সফরে একটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে দুই দল। সফরের সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

ঢাকা প্রিমিয়ার লিগ শেষে বাংলাদেশ দল ২৯ জুন রাতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে। ৭ জুলাই শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। এর আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

টেস্ট সিরিজ শেষে ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে নিজেদের মধ্যে একটি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিরিজের বাকি দুই ওয়ানডে ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে সিরিজের পর ২৩ জুলাই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। দ্বিতীয় ও তৃতীয় টি–টোয়েন্টি ২৫ ও ২৭ জুলাই।

মহামারি করোনার কারণে এই সিরিজও জৈব সুরক্ষাবলয়ে হবে। জিম্বাবুয়ে সরকারের বিশেষ অনুমতি নিয়ে আয়োজন করা এই সিরিজেও থাকবে না মাঠে দর্শক প্রবেশের অনুমতি।

তবে বিসিবির সূত্র জানিয়েছে, কোয়ারেন্টিনের মানসিক ধকল এই সিরিজে সেভাবে সহ্য করতে হবে না সাকিব–তামিমদের। জিম্বাবুয়েতে মাত্র এক দিনের কোয়ারেন্টিন শেষে ‘মুক্তি’ পাবেন ক্রিকেটাররা।

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরসূচি: 

একমাত্র টেস্ট: ৭-১১ জুলাই, দুপুর ১.৩০টা

প্রথম ওয়ানডে: ১৬ জুলাই, দুপুর ১.৩০টা
দ্বিতীয় ওয়ানডে: ১৮ জুলাই, দুপুর ১.৩০টা
তৃতীয় ওয়ানডে: ২০ জুলাই, দুপুর ১.৩০টা

প্রথম টি-টোয়েন্টি: ২৩ জুলাই, বিকেল ৪.৩০টা
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৫ জুলাই, বিকেল ৪.৩০টা
তৃতীয় টি-টোয়েন্টি: ২৭ জুলাই, বিকেল ৪.৩০টা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত