নিজস্ব প্রতিবেদক
ঢাকা: এক সপ্তাহ আগে জিম্বাবুয়েতে কঠোর লকডাউনে সব ধরনের খেলা বন্ধ হয়ে গেলে শঙ্কা জেগেছিল বাংলাদেশ দলের সফর নিয়েও। শঙ্কার সেই কালো মেঘ কেটে গেছে আগেই। কাল বাংলাদেশ দলের চূড়ান্ত সফরসূচিও ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
বিশ্বকাপের সুপার লিগের অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল। সফরে একটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে দুই দল। সফরের সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
ঢাকা প্রিমিয়ার লিগ শেষে বাংলাদেশ দল ২৯ জুন রাতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে। ৭ জুলাই শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। এর আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
টেস্ট সিরিজ শেষে ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে নিজেদের মধ্যে একটি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিরিজের বাকি দুই ওয়ানডে ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে সিরিজের পর ২৩ জুলাই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। দ্বিতীয় ও তৃতীয় টি–টোয়েন্টি ২৫ ও ২৭ জুলাই।
মহামারি করোনার কারণে এই সিরিজও জৈব সুরক্ষাবলয়ে হবে। জিম্বাবুয়ে সরকারের বিশেষ অনুমতি নিয়ে আয়োজন করা এই সিরিজেও থাকবে না মাঠে দর্শক প্রবেশের অনুমতি।
তবে বিসিবির সূত্র জানিয়েছে, কোয়ারেন্টিনের মানসিক ধকল এই সিরিজে সেভাবে সহ্য করতে হবে না সাকিব–তামিমদের। জিম্বাবুয়েতে মাত্র এক দিনের কোয়ারেন্টিন শেষে ‘মুক্তি’ পাবেন ক্রিকেটাররা।
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরসূচি:
একমাত্র টেস্ট: ৭-১১ জুলাই, দুপুর ১.৩০টা
প্রথম ওয়ানডে: ১৬ জুলাই, দুপুর ১.৩০টা
দ্বিতীয় ওয়ানডে: ১৮ জুলাই, দুপুর ১.৩০টা
তৃতীয় ওয়ানডে: ২০ জুলাই, দুপুর ১.৩০টা
প্রথম টি-টোয়েন্টি: ২৩ জুলাই, বিকেল ৪.৩০টা
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৫ জুলাই, বিকেল ৪.৩০টা
তৃতীয় টি-টোয়েন্টি: ২৭ জুলাই, বিকেল ৪.৩০টা
ঢাকা: এক সপ্তাহ আগে জিম্বাবুয়েতে কঠোর লকডাউনে সব ধরনের খেলা বন্ধ হয়ে গেলে শঙ্কা জেগেছিল বাংলাদেশ দলের সফর নিয়েও। শঙ্কার সেই কালো মেঘ কেটে গেছে আগেই। কাল বাংলাদেশ দলের চূড়ান্ত সফরসূচিও ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
বিশ্বকাপের সুপার লিগের অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল। সফরে একটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে দুই দল। সফরের সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
ঢাকা প্রিমিয়ার লিগ শেষে বাংলাদেশ দল ২৯ জুন রাতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে। ৭ জুলাই শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। এর আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
টেস্ট সিরিজ শেষে ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে নিজেদের মধ্যে একটি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিরিজের বাকি দুই ওয়ানডে ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে সিরিজের পর ২৩ জুলাই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। দ্বিতীয় ও তৃতীয় টি–টোয়েন্টি ২৫ ও ২৭ জুলাই।
মহামারি করোনার কারণে এই সিরিজও জৈব সুরক্ষাবলয়ে হবে। জিম্বাবুয়ে সরকারের বিশেষ অনুমতি নিয়ে আয়োজন করা এই সিরিজেও থাকবে না মাঠে দর্শক প্রবেশের অনুমতি।
তবে বিসিবির সূত্র জানিয়েছে, কোয়ারেন্টিনের মানসিক ধকল এই সিরিজে সেভাবে সহ্য করতে হবে না সাকিব–তামিমদের। জিম্বাবুয়েতে মাত্র এক দিনের কোয়ারেন্টিন শেষে ‘মুক্তি’ পাবেন ক্রিকেটাররা।
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরসূচি:
একমাত্র টেস্ট: ৭-১১ জুলাই, দুপুর ১.৩০টা
প্রথম ওয়ানডে: ১৬ জুলাই, দুপুর ১.৩০টা
দ্বিতীয় ওয়ানডে: ১৮ জুলাই, দুপুর ১.৩০টা
তৃতীয় ওয়ানডে: ২০ জুলাই, দুপুর ১.৩০টা
প্রথম টি-টোয়েন্টি: ২৩ জুলাই, বিকেল ৪.৩০টা
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৫ জুলাই, বিকেল ৪.৩০টা
তৃতীয় টি-টোয়েন্টি: ২৭ জুলাই, বিকেল ৪.৩০টা
২৪ আগস্ট শুরু হবে ইউএস ওপেন। তার আগে আজ বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের প্রাইজমানি ঘোষণা করেছে আয়োজকেরা। এবার প্রাইজমানির দিক থেকে রীতিমতো ইতিহাস গড়েছে ইউএস ওপেন। ঘোষণা করেছে ৯০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৪ কোটি টাকা। টেনিস ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ
১৩ মিনিট আগেবগুড়ায় সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছিল ২০০৬ সালে। শহীদ চান্দু স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ভেন্যু থেকে এই দীর্ঘ সময়ে শুধু আন্তর্জাতিক ম্যাচই হারিয়ে যায়নি, হারিয়েছে ভেন্যু হিসেবে এর এক সময়ের জৌলুশও। বিপিএল কিংবা বিসিবির অন্যান্য ঘরোয়া টি-টোয়েন্টি আয়োজনেও আর নাম থাকে
২১ মিনিট আগেআন্তর্জাতিক ফুটবলে নিয়মিত সাফল্য না থাকায় বিশ্ব ফুটবলে বাংলাদেশের অবস্থান যেন তৃতীয় বিশ্বে। মাঝেমধ্যে বিশ্ব ফুটবলে বাংলাদেশ যদি নাড়াও দেয়, সেটাও নেতিবাচক কারণে। সে ক্ষেত্রে ইতিবাচক ঘটনায় ফিফার বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম দেখাটা দুর্লভই বটে।
১ ঘণ্টা আগেএএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। কুয়ালালামপুরে হওয়া এই ড্রয়ের পর জানা গেল, বাংলাদেশ বয়সভিত্তিক টুর্নামেন্টটি খেলবে জর্ডানে। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে পড়েছে চাইনিজ তাইপেও।
২ ঘণ্টা আগে