নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জিতে সংবাদ সম্মেলনে এলেন লোকেশ রাহুল। স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তরগুলো সময় নিয়ে ভালোভাবেই দিচ্ছিলেন। তবু ভেতরে একটু তাড়া ছিলই। চট্টগ্রাম টেস্টে খুব বেশি ব্যাটিং করতে পারেননি। দুই ইনিংসেই দ্রুত আউট হয়ে যাওয়ায় সেটা হয়ে ওঠেনি। সংবাদ সম্মেলন শেষ করে নেটে কিছুক্ষণ ব্যাটিং করবেন তাড়াটা সে জন্যই।
শেষ দিন ৪৯ মিনিটের মধ্যে বাংলাদেশের লেজ ছেঁটে দেওয়ায় রাহুলের সামনে এই সুযোগ আসে। তাড়াটা অবশ্য দিচ্ছিলেন ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার। তবু এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরটা নিলেন অনেক জোরাজুরির পর। প্রশ্নটা আজ রাতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়ে। রাতে গ্রেটেস্ট অন্য আর্থ ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ভারতীয় দলের বেশির ভাগই ব্রাজিল-ইংল্যান্ডের সমর্থক। দুই দলই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে।
তবু আজ রাতে ফাইনালে সবাই এক পক্ষকে সমর্থন দেবেন না, সেটা নিশ্চিত করেছেন রাহুল। ফাইনাল নিয়ে সবার মধ্যে উন্মাদনা কাজ করছে বলে জানালেন ভারতীয় অধিনায়ক। রাহুল বলছিলেন, ‘আমার মনে হয় না (প্রবল বিভক্তি থাকবে)। আমিসহ বেশির ভাগ খেলোয়াড় যেসব দল সমর্থন করেছিলাম, তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। কিছু ব্রাজিল ভক্ত, কিছু ইংল্যান্ডের ভক্ত আছে আমাদের দলে।’
নিজেদের দলে কারা ঠিক আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের সমর্থক জানেন না রাহুল। রাহুল বললেন, ‘আমি জানি না কারা সত্যি আর্জেন্টিনা বা ফ্রান্স সমর্থন করবে।’ তবে ম্যাচ দেখবেন জানিয়ে তিনি বলেছেন, ‘আজ আমরা খেলাটা শুধু উপভোগ করব। খেলার সময় ভালো খাওয়াদাওয়া থাকবে, আনন্দ নিয়ে উপভোগ করব। পাঁচ দিন ক্লান্তিহীন ক্রিকেট খেলার পর রাতটা উপভোগ করব। বিশ্বকাপের ফাইনাল বলে কথা। আমরা সবাই ফুটবল ভালোবাসি। আপনারা দেখেন, আমরা ওয়ার্মআপে ফুটবল খেলি। এমনকি নিজেদের রুমেও ফিফা খেলি।’
নির্ভার থেকেই খেলাটা উপভোগ করবেন বলে জানালেন রাহুল। ভারতীয় অধিনায়ক যোগ করেন, ‘সবাই আজ অনেকটা নির্ভার থাকবে। আজকের খেলাটা রোমাঞ্চকর হতে যাচ্ছে। আমরা কিছুটা বিভক্ত থাকব দুই দলে। এটাই আসলে খেলা দেখার মজাটা বাড়িয়ে দেয়, তাই না?’
অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জিতে সংবাদ সম্মেলনে এলেন লোকেশ রাহুল। স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তরগুলো সময় নিয়ে ভালোভাবেই দিচ্ছিলেন। তবু ভেতরে একটু তাড়া ছিলই। চট্টগ্রাম টেস্টে খুব বেশি ব্যাটিং করতে পারেননি। দুই ইনিংসেই দ্রুত আউট হয়ে যাওয়ায় সেটা হয়ে ওঠেনি। সংবাদ সম্মেলন শেষ করে নেটে কিছুক্ষণ ব্যাটিং করবেন তাড়াটা সে জন্যই।
শেষ দিন ৪৯ মিনিটের মধ্যে বাংলাদেশের লেজ ছেঁটে দেওয়ায় রাহুলের সামনে এই সুযোগ আসে। তাড়াটা অবশ্য দিচ্ছিলেন ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার। তবু এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরটা নিলেন অনেক জোরাজুরির পর। প্রশ্নটা আজ রাতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়ে। রাতে গ্রেটেস্ট অন্য আর্থ ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ভারতীয় দলের বেশির ভাগই ব্রাজিল-ইংল্যান্ডের সমর্থক। দুই দলই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে।
তবু আজ রাতে ফাইনালে সবাই এক পক্ষকে সমর্থন দেবেন না, সেটা নিশ্চিত করেছেন রাহুল। ফাইনাল নিয়ে সবার মধ্যে উন্মাদনা কাজ করছে বলে জানালেন ভারতীয় অধিনায়ক। রাহুল বলছিলেন, ‘আমার মনে হয় না (প্রবল বিভক্তি থাকবে)। আমিসহ বেশির ভাগ খেলোয়াড় যেসব দল সমর্থন করেছিলাম, তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। কিছু ব্রাজিল ভক্ত, কিছু ইংল্যান্ডের ভক্ত আছে আমাদের দলে।’
নিজেদের দলে কারা ঠিক আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের সমর্থক জানেন না রাহুল। রাহুল বললেন, ‘আমি জানি না কারা সত্যি আর্জেন্টিনা বা ফ্রান্স সমর্থন করবে।’ তবে ম্যাচ দেখবেন জানিয়ে তিনি বলেছেন, ‘আজ আমরা খেলাটা শুধু উপভোগ করব। খেলার সময় ভালো খাওয়াদাওয়া থাকবে, আনন্দ নিয়ে উপভোগ করব। পাঁচ দিন ক্লান্তিহীন ক্রিকেট খেলার পর রাতটা উপভোগ করব। বিশ্বকাপের ফাইনাল বলে কথা। আমরা সবাই ফুটবল ভালোবাসি। আপনারা দেখেন, আমরা ওয়ার্মআপে ফুটবল খেলি। এমনকি নিজেদের রুমেও ফিফা খেলি।’
নির্ভার থেকেই খেলাটা উপভোগ করবেন বলে জানালেন রাহুল। ভারতীয় অধিনায়ক যোগ করেন, ‘সবাই আজ অনেকটা নির্ভার থাকবে। আজকের খেলাটা রোমাঞ্চকর হতে যাচ্ছে। আমরা কিছুটা বিভক্ত থাকব দুই দলে। এটাই আসলে খেলা দেখার মজাটা বাড়িয়ে দেয়, তাই না?’
কয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।
৩ ঘণ্টা আগে