নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জিতে সংবাদ সম্মেলনে এলেন লোকেশ রাহুল। স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তরগুলো সময় নিয়ে ভালোভাবেই দিচ্ছিলেন। তবু ভেতরে একটু তাড়া ছিলই। চট্টগ্রাম টেস্টে খুব বেশি ব্যাটিং করতে পারেননি। দুই ইনিংসেই দ্রুত আউট হয়ে যাওয়ায় সেটা হয়ে ওঠেনি। সংবাদ সম্মেলন শেষ করে নেটে কিছুক্ষণ ব্যাটিং করবেন তাড়াটা সে জন্যই।
শেষ দিন ৪৯ মিনিটের মধ্যে বাংলাদেশের লেজ ছেঁটে দেওয়ায় রাহুলের সামনে এই সুযোগ আসে। তাড়াটা অবশ্য দিচ্ছিলেন ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার। তবু এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরটা নিলেন অনেক জোরাজুরির পর। প্রশ্নটা আজ রাতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়ে। রাতে গ্রেটেস্ট অন্য আর্থ ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ভারতীয় দলের বেশির ভাগই ব্রাজিল-ইংল্যান্ডের সমর্থক। দুই দলই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে।
তবু আজ রাতে ফাইনালে সবাই এক পক্ষকে সমর্থন দেবেন না, সেটা নিশ্চিত করেছেন রাহুল। ফাইনাল নিয়ে সবার মধ্যে উন্মাদনা কাজ করছে বলে জানালেন ভারতীয় অধিনায়ক। রাহুল বলছিলেন, ‘আমার মনে হয় না (প্রবল বিভক্তি থাকবে)। আমিসহ বেশির ভাগ খেলোয়াড় যেসব দল সমর্থন করেছিলাম, তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। কিছু ব্রাজিল ভক্ত, কিছু ইংল্যান্ডের ভক্ত আছে আমাদের দলে।’
নিজেদের দলে কারা ঠিক আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের সমর্থক জানেন না রাহুল। রাহুল বললেন, ‘আমি জানি না কারা সত্যি আর্জেন্টিনা বা ফ্রান্স সমর্থন করবে।’ তবে ম্যাচ দেখবেন জানিয়ে তিনি বলেছেন, ‘আজ আমরা খেলাটা শুধু উপভোগ করব। খেলার সময় ভালো খাওয়াদাওয়া থাকবে, আনন্দ নিয়ে উপভোগ করব। পাঁচ দিন ক্লান্তিহীন ক্রিকেট খেলার পর রাতটা উপভোগ করব। বিশ্বকাপের ফাইনাল বলে কথা। আমরা সবাই ফুটবল ভালোবাসি। আপনারা দেখেন, আমরা ওয়ার্মআপে ফুটবল খেলি। এমনকি নিজেদের রুমেও ফিফা খেলি।’
নির্ভার থেকেই খেলাটা উপভোগ করবেন বলে জানালেন রাহুল। ভারতীয় অধিনায়ক যোগ করেন, ‘সবাই আজ অনেকটা নির্ভার থাকবে। আজকের খেলাটা রোমাঞ্চকর হতে যাচ্ছে। আমরা কিছুটা বিভক্ত থাকব দুই দলে। এটাই আসলে খেলা দেখার মজাটা বাড়িয়ে দেয়, তাই না?’
অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জিতে সংবাদ সম্মেলনে এলেন লোকেশ রাহুল। স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তরগুলো সময় নিয়ে ভালোভাবেই দিচ্ছিলেন। তবু ভেতরে একটু তাড়া ছিলই। চট্টগ্রাম টেস্টে খুব বেশি ব্যাটিং করতে পারেননি। দুই ইনিংসেই দ্রুত আউট হয়ে যাওয়ায় সেটা হয়ে ওঠেনি। সংবাদ সম্মেলন শেষ করে নেটে কিছুক্ষণ ব্যাটিং করবেন তাড়াটা সে জন্যই।
শেষ দিন ৪৯ মিনিটের মধ্যে বাংলাদেশের লেজ ছেঁটে দেওয়ায় রাহুলের সামনে এই সুযোগ আসে। তাড়াটা অবশ্য দিচ্ছিলেন ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার। তবু এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরটা নিলেন অনেক জোরাজুরির পর। প্রশ্নটা আজ রাতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়ে। রাতে গ্রেটেস্ট অন্য আর্থ ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ভারতীয় দলের বেশির ভাগই ব্রাজিল-ইংল্যান্ডের সমর্থক। দুই দলই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে।
তবু আজ রাতে ফাইনালে সবাই এক পক্ষকে সমর্থন দেবেন না, সেটা নিশ্চিত করেছেন রাহুল। ফাইনাল নিয়ে সবার মধ্যে উন্মাদনা কাজ করছে বলে জানালেন ভারতীয় অধিনায়ক। রাহুল বলছিলেন, ‘আমার মনে হয় না (প্রবল বিভক্তি থাকবে)। আমিসহ বেশির ভাগ খেলোয়াড় যেসব দল সমর্থন করেছিলাম, তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। কিছু ব্রাজিল ভক্ত, কিছু ইংল্যান্ডের ভক্ত আছে আমাদের দলে।’
নিজেদের দলে কারা ঠিক আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের সমর্থক জানেন না রাহুল। রাহুল বললেন, ‘আমি জানি না কারা সত্যি আর্জেন্টিনা বা ফ্রান্স সমর্থন করবে।’ তবে ম্যাচ দেখবেন জানিয়ে তিনি বলেছেন, ‘আজ আমরা খেলাটা শুধু উপভোগ করব। খেলার সময় ভালো খাওয়াদাওয়া থাকবে, আনন্দ নিয়ে উপভোগ করব। পাঁচ দিন ক্লান্তিহীন ক্রিকেট খেলার পর রাতটা উপভোগ করব। বিশ্বকাপের ফাইনাল বলে কথা। আমরা সবাই ফুটবল ভালোবাসি। আপনারা দেখেন, আমরা ওয়ার্মআপে ফুটবল খেলি। এমনকি নিজেদের রুমেও ফিফা খেলি।’
নির্ভার থেকেই খেলাটা উপভোগ করবেন বলে জানালেন রাহুল। ভারতীয় অধিনায়ক যোগ করেন, ‘সবাই আজ অনেকটা নির্ভার থাকবে। আজকের খেলাটা রোমাঞ্চকর হতে যাচ্ছে। আমরা কিছুটা বিভক্ত থাকব দুই দলে। এটাই আসলে খেলা দেখার মজাটা বাড়িয়ে দেয়, তাই না?’
ওয়ানডে থেকে টি-টোয়েন্টি—সংস্করণ বদলাতেই যেন বদলে গেলেন বাবর আজম। কদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবরের ছিল দুটি ফিফটি, এবার টি-টোয়েন্টিতে রানের জন্য রীতিমতো ধুঁকছেন তিনি। একজন অধিনায়ককে যখন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, তাঁর বেলায় ঘটছে উল্টো।
২৮ মিনিট আগেমেহেদী হাসান মিরাজ এখন ব্যস্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে আছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। এই টেস্টের মাঝেই তাঁর নাম দেখা গেল কানাডা লিগে।
১ ঘণ্টা আগেমেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
২ ঘণ্টা আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগে