Ajker Patrika

মুমিনুলদের জয় উপভোগ করছেন জামালরাও    

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৬: ০৯
মুমিনুলদের জয় উপভোগ করছেন জামালরাও    

সকালের আলো ফোটার সময় নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে উড়ল লাল-সবুজ পতাকা। নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট হারিয়ে সারা দেশে উৎসবের উপলক্ষ এনে দিয়েছে বাংলাদেশ। এমন ঐতিহাসিক জয় ছুঁয়ে গেছে সারা দেশের মানুষকে। 

চায়ের দোকান থেকে শুরু করে গণপরিবহনেও আলোচনার কেন্দ্রে ইবাদত হোসেনের বোলিং। দেশের ক্রীড়াঙ্গনেও বইছে খুশির ঢেউ। কিউইদের হারানো দলের বন্দনায় মেতেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলাররাও। 

সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া লিখেছেন, ‘নিউজিল্যান্ডে থাকা ভাইদের কাছ থেকে অসাধারণ, অনুপ্রেরণামূলক একটা জয় উপহার পেলাম। অভিনন্দন বাংলাদেশ।’

সহ-অধিনায়ক তপু বর্মণ লিখেছেন, ‘এক সাহসী, অসাধারণ পারফরম্যান্স। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা বাংলাদেশের জয় উদ্‌যাপন করবে।’ 

বাংলাদেশ দলকে অভিনন্দনকে জানিয়েছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও মিডফিল্ডার বিপলু আহমেদও। জিকো লিখেছেন, ‘নিঃসন্দেহে অবিশ্বাস্য এক জয়। অভিনন্দন বাংলাদেশ।’ মুমিনুলদের ধন্যবাদ দিয়ে তপু লিখেছেন, ‘নিউজিল্যান্ডে বিজয়ী হলো বাংলাদেশ। ধন্যবাদ বাংলাদেশ।’ 

শুধু দেশের ফুটবলাররাই নন, অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর পক্ষও, ‘বাংলাদেশ ক্রিকেটের কী অসাধারণ এক জয়! অভিনন্দন!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত