Ajker Patrika

নেপালের সঙ্গে ম্যাচও ভেসে গেলে কী হবে ভারতের

ক্রীড়া ডেস্ক
নেপালের সঙ্গে ম্যাচও ভেসে গেলে কী হবে ভারতের

দীর্ঘদিন দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় ভারত-পাকিস্তান ম্যাচ এখন ‘অমাবশ্যার চাঁদ।’ এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট ছাড়া তাদের লড়াই দেখাই যায় না। পাল্লেকেলেতে আজ এশিয়া কাপে চার বছরেরও বেশি সময় পর ওয়ানডেতে মুখোমুখি হযেছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বেরসিক বৃষ্টি এবার দর্শকদের ভারত-পাকিস্তান মহারণ দেখার আনন্দ থেকে বঞ্চিত করেছে।

বৃষ্টিতে ভারত-পাকিস্তান ম্যাচ ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে। তাতে ৩ পয়েন্ট নিয়ে সবার আগে সুপার ফোরে গেছে পাকিস্তান। অন্যদিকে ভারত পেয়েছে ১ পয়েন্ট। যদি ভারত-নেপাল ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে সুপার ফোরে উঠে যাবে ভারত। কারণ তখন ভারতের পয়েন্ট হবে ২ আর ১ পয়েন্ট হবে নেপালের। পরশু পাল্লেকেলেতে হবে ভারত-নেপাল ম্যাচ। নেপালকে ২৩৮ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছিল পাকিস্তান।

পাল্লেকেলেতে টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট হয়েছে ভারত। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেছেন হার্দিক পান্ডিয়া। ৯০ বলের ইনিংসে ৭ চার ও ১ ছক্কা মেরেছেন পান্ডিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ রান করেছেন  ইশান কিশান। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ৩টি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ ও হারিস রউফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত