নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
ঢাকা-বরিশালের ম্যাচের পর গতকাল দারুণ একটা দৃশ্য দেখা গেল। তামিম ইকবাল তাঁর ছেলে আরহাম ইকবালকে নিয়ে গেলেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিকে। যাওয়ার পথে তামিম পেলেন জুনিয়র তামিম মানে তানজিদ হাসান তামিমকে। এক ফ্রেমে তাহলে ‘তিন তামিম’! যিনি এত দ্রুত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গেছেন, তাঁকেই দেখা গেল না ম্যাচসেরার পুরস্কার হাতে তুলে নিতে। তামিমের জায়গায় বিসিবি সভাপতি ফারুক আহমেদের পুরস্কার নিলেন নাজমুল হোসেন শান্ত। তামিমের হয়ে সম্প্রচারকারী টেলিভিশনের সঙ্গে কথাও বলেছেন শান্ত।
বিসিবি সভাপতিকে কি ইচ্ছা করেই উপেক্ষা করেছেন তামিম? বরিশালের দলীয় সূত্রে জানা গেল, বিসিবি সভাপতি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসতে দেরি করেছেন। কিছুটা বিরক্ত হয়ে বরিশাল অধিনায়ক তাই আর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকেননি। তবে তামিম ঠিকই সংবাদ সম্মেলনে এসেছেন। সেখানে তাঁকে উত্তর দিতে হয়েছে একটা আলোচিত বিষয়ে। অনেক দিন ধরে শোনা যাচ্ছে, তামিম আসতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে একেবারে বিদায় ঘোষণার পর গুঞ্জনটা আরও জোরালো।
তামিম কাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখনই ক্রিকেট প্রশাসনে আসার ইচ্ছা নেই তাঁর। অভিজ্ঞ ওপেনার বলেছেন, ‘এ মুহূর্তে নয়। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। এখন তো অবসরে। প্রিমিয়ার লিগটা সময়মতো হলে সেটাও খেলব। যতটুকু সম্ভব খেলতে থাকব। আমার মনোযোগ থাকবে খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে। এসব নিয়েই ব্যস্ত থাকব।’
চাইলেই অবশ্য ক্রিকেট প্রশাসনে আসা সহজ নয়। এ বছরের অক্টোবরে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন। গত ১৫ বছর যে পরিচালনা পরিষদে একক দাপট ছিল আওয়ামী লীগের ক্রিকেট সংগঠকদের, এখন সেখানে জায়গা করে নিতে উন্মুখ বিএনপিপন্থী সংগঠকেরা। চাইলেও তাই তামিমের ক্রিকেট প্রশাসনে আসার পথটা সহজ নয়। মাঠের বাইরের বিষয়ে তামিম যেভাবে চর্চিত হচ্ছেন, মাঠের কীর্তিই যেন আড়ালে পড়ে যাচ্ছে। গতকাল নিজের উঠান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যেমন একটি রেকর্ড গড়লেন। বিপিএল ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে একক কোনো মাঠে ১০০০ রান পূর্ণ করলেন তিনি। চট্টগ্রাম বরাবরই তামিমের জন্য পয়মন্ত, আর গতকালও তার ব্যতিক্রম হয়নি। রেকর্ডের দিনে তুলে নেন ৩০তম টি-টোয়েন্টি ফিফটি এবং দলও জেতে ৮ উইকেটে।
ঢাকা ক্যাপিটালসের ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে বরিশাল খেলেছিল মাত্র ১৬ ওভার। তামিম নিজেই খেলেন ৪৮ বলে ৬১ রানের ইনিংস, টুর্নামেন্টে এটা তাঁর দ্বিতীয় ফিফটি। শাহিন শাহ আফ্রিদি ও কাইল মায়ার্সের অনুপস্থিতিও বিশেষ চ্যালেঞ্জ তৈরি করেনি বরিশালের সামনে। মায়ার্সের বদলে সুযোগ পাওয়া ডেভিড মালান দারুণভাবে তা পূরণ করেন, ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে তিনি মাঠ ছাড়েন। তবে সামনে দলের সমন্বয় সাজাতে তাঁদের যে বেশ চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে, সেটি অস্বীকার করেননি তামিম। বলেছেন, ‘সামনের ম্যাচগুলোয় কিছু পরিবর্তন আসতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যত দ্রুত সম্ভব সঠিক কম্বিনেশন তৈরি করতে হবে। প্রথম কয়েকটি ম্যাচে প্রায় একই একাদশ ছিল।’
মাঠের আরেকটি ঘটনা অবশ্য বেশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। স্টাম্প মাইকের সৌজন্যে ব্যাটিংয়ের সময় ঢাকার ফিল্ডার সাব্বির রহমানের উদ্দেশে তামিমকে বলতে শোনা যায়, ‘আমার সঙ্গে বেশি লাগতে আইসো না!’ কদিন আগে সিলেটে অ্যালেক্স হেলসের সঙ্গে লেগে যাওয়ার ঘটনার রেশ না কাটতেই এবার চর্চায় সাব্বিরকে বলা তামিমের কথা।
ঢাকা-বরিশালের ম্যাচের পর গতকাল দারুণ একটা দৃশ্য দেখা গেল। তামিম ইকবাল তাঁর ছেলে আরহাম ইকবালকে নিয়ে গেলেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিকে। যাওয়ার পথে তামিম পেলেন জুনিয়র তামিম মানে তানজিদ হাসান তামিমকে। এক ফ্রেমে তাহলে ‘তিন তামিম’! যিনি এত দ্রুত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গেছেন, তাঁকেই দেখা গেল না ম্যাচসেরার পুরস্কার হাতে তুলে নিতে। তামিমের জায়গায় বিসিবি সভাপতি ফারুক আহমেদের পুরস্কার নিলেন নাজমুল হোসেন শান্ত। তামিমের হয়ে সম্প্রচারকারী টেলিভিশনের সঙ্গে কথাও বলেছেন শান্ত।
বিসিবি সভাপতিকে কি ইচ্ছা করেই উপেক্ষা করেছেন তামিম? বরিশালের দলীয় সূত্রে জানা গেল, বিসিবি সভাপতি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসতে দেরি করেছেন। কিছুটা বিরক্ত হয়ে বরিশাল অধিনায়ক তাই আর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকেননি। তবে তামিম ঠিকই সংবাদ সম্মেলনে এসেছেন। সেখানে তাঁকে উত্তর দিতে হয়েছে একটা আলোচিত বিষয়ে। অনেক দিন ধরে শোনা যাচ্ছে, তামিম আসতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে একেবারে বিদায় ঘোষণার পর গুঞ্জনটা আরও জোরালো।
তামিম কাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখনই ক্রিকেট প্রশাসনে আসার ইচ্ছা নেই তাঁর। অভিজ্ঞ ওপেনার বলেছেন, ‘এ মুহূর্তে নয়। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। এখন তো অবসরে। প্রিমিয়ার লিগটা সময়মতো হলে সেটাও খেলব। যতটুকু সম্ভব খেলতে থাকব। আমার মনোযোগ থাকবে খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে। এসব নিয়েই ব্যস্ত থাকব।’
চাইলেই অবশ্য ক্রিকেট প্রশাসনে আসা সহজ নয়। এ বছরের অক্টোবরে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন। গত ১৫ বছর যে পরিচালনা পরিষদে একক দাপট ছিল আওয়ামী লীগের ক্রিকেট সংগঠকদের, এখন সেখানে জায়গা করে নিতে উন্মুখ বিএনপিপন্থী সংগঠকেরা। চাইলেও তাই তামিমের ক্রিকেট প্রশাসনে আসার পথটা সহজ নয়। মাঠের বাইরের বিষয়ে তামিম যেভাবে চর্চিত হচ্ছেন, মাঠের কীর্তিই যেন আড়ালে পড়ে যাচ্ছে। গতকাল নিজের উঠান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যেমন একটি রেকর্ড গড়লেন। বিপিএল ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে একক কোনো মাঠে ১০০০ রান পূর্ণ করলেন তিনি। চট্টগ্রাম বরাবরই তামিমের জন্য পয়মন্ত, আর গতকালও তার ব্যতিক্রম হয়নি। রেকর্ডের দিনে তুলে নেন ৩০তম টি-টোয়েন্টি ফিফটি এবং দলও জেতে ৮ উইকেটে।
ঢাকা ক্যাপিটালসের ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে বরিশাল খেলেছিল মাত্র ১৬ ওভার। তামিম নিজেই খেলেন ৪৮ বলে ৬১ রানের ইনিংস, টুর্নামেন্টে এটা তাঁর দ্বিতীয় ফিফটি। শাহিন শাহ আফ্রিদি ও কাইল মায়ার্সের অনুপস্থিতিও বিশেষ চ্যালেঞ্জ তৈরি করেনি বরিশালের সামনে। মায়ার্সের বদলে সুযোগ পাওয়া ডেভিড মালান দারুণভাবে তা পূরণ করেন, ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে তিনি মাঠ ছাড়েন। তবে সামনে দলের সমন্বয় সাজাতে তাঁদের যে বেশ চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে, সেটি অস্বীকার করেননি তামিম। বলেছেন, ‘সামনের ম্যাচগুলোয় কিছু পরিবর্তন আসতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যত দ্রুত সম্ভব সঠিক কম্বিনেশন তৈরি করতে হবে। প্রথম কয়েকটি ম্যাচে প্রায় একই একাদশ ছিল।’
মাঠের আরেকটি ঘটনা অবশ্য বেশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। স্টাম্প মাইকের সৌজন্যে ব্যাটিংয়ের সময় ঢাকার ফিল্ডার সাব্বির রহমানের উদ্দেশে তামিমকে বলতে শোনা যায়, ‘আমার সঙ্গে বেশি লাগতে আইসো না!’ কদিন আগে সিলেটে অ্যালেক্স হেলসের সঙ্গে লেগে যাওয়ার ঘটনার রেশ না কাটতেই এবার চর্চায় সাব্বিরকে বলা তামিমের কথা।
টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
৫ ঘণ্টা আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
৭ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
৮ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
১০ ঘণ্টা আগে