চেন্নাই টেস্টে প্রথম দিনের দুটি সেশন ছাড়া সেভাবে ভালো খেলেনি বাংলাদেশ দল। চার দিনেই ২৮০ রানের বড় ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেলেন নাজমুল হোসেন শান্তরা। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।
চেন্নাইয়ের উইকেটের ধরন বিবেচনায় বাংলাদেশ ও ভারত তিন পেসার ও ২ স্পিনার নিয়ে একাদশ গড়েছিল। ভারতের স্পিনাররাও দুর্দান্ত বোলিংও করেছেন। রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছেন।
কানপুরের উইকেট বিবেচনায় ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার মনে করছেন, বাংলাদেশের একাদশে পেসার কমিয়ে একজন অতিরিক্ত স্পিনার রাখা উচিত। সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে তাইজুল ইসলামের কথা উল্লেখ করেছেন।
কানপুরের স্পিন সহায়ক উইকেট তাইজুল কঠিন পরীক্ষায় ফেলতে পারেন ভারতীয় ব্যাটারদের, এমনটাই বললেন মাঞ্জরেকার, ‘ভারতের পিচের ধরন বিবেচনায়, তাইজুল ইসলাম এমন একজন বোলার যিনি ভারতীয় ব্যাটারদের বিপদে ফেলতে পারেন। টার্নিং উইকেটে তিনি বিপজ্জনক হতে পারেন। ভারতীয় কন্ডিশনে খেললে আপনি সব সময় ৩ পেসার নিয়ে মাঠে নামতে চাইবেন না। গ্রিন টপ পিচেও তৃতীয় বা চতুর্থ দিনে পিচ টার্ন করবে। তাই দুই পেসারই যথেষ্ট হবে।’
বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড়দের দায়িত্ব নেওয়ার পরামর্শ মাঞ্জরেকার। সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের মানসিক দৃঢ়তার প্রয়োজনের কথা বললেন তিনি, ‘এখন তাদের আরও মানসিকভাবে দৃঢ় হতে হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ সিরিজে সিনিয়রদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দলের পেস বিভাগ ভালো সম্ভাবনা আছে এবং ব্যাটারদের সামর্থ্যও কম নয়, কিন্তু মানসিকতার জায়গায় উন্নতি প্রয়োজন।’
টপ অর্ডারের ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারছেন না। থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হচ্ছেন। ইনিংসগুলো তিন অঙ্কে নিয়ে যাওয়ার কথা বললেন মাঞ্জরেকার, ‘বাংলাদেশের ওপেনাররা ভালো দক্ষতা ও সম্ভাবনা দেখালেও, তাদের রানগুলো বড় স্কোরে পরিণত করতে পারেনি। তারা ৩০ রান পর্যন্ত ভালো খেলেছে, কিন্তু এরপর তাদের মনে হয়েছে যেন মানসিক শক্তি বা জ্বালানি শেষ হয়ে গেছে। ভারতকে চ্যালেঞ্জ করতে হলে এই রানগুলোকে সেঞ্চুরিতে পরিণত করতে হবে।’
চেন্নাই টেস্টে প্রথম দিনের দুটি সেশন ছাড়া সেভাবে ভালো খেলেনি বাংলাদেশ দল। চার দিনেই ২৮০ রানের বড় ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেলেন নাজমুল হোসেন শান্তরা। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।
চেন্নাইয়ের উইকেটের ধরন বিবেচনায় বাংলাদেশ ও ভারত তিন পেসার ও ২ স্পিনার নিয়ে একাদশ গড়েছিল। ভারতের স্পিনাররাও দুর্দান্ত বোলিংও করেছেন। রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছেন।
কানপুরের উইকেট বিবেচনায় ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার মনে করছেন, বাংলাদেশের একাদশে পেসার কমিয়ে একজন অতিরিক্ত স্পিনার রাখা উচিত। সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে তাইজুল ইসলামের কথা উল্লেখ করেছেন।
কানপুরের স্পিন সহায়ক উইকেট তাইজুল কঠিন পরীক্ষায় ফেলতে পারেন ভারতীয় ব্যাটারদের, এমনটাই বললেন মাঞ্জরেকার, ‘ভারতের পিচের ধরন বিবেচনায়, তাইজুল ইসলাম এমন একজন বোলার যিনি ভারতীয় ব্যাটারদের বিপদে ফেলতে পারেন। টার্নিং উইকেটে তিনি বিপজ্জনক হতে পারেন। ভারতীয় কন্ডিশনে খেললে আপনি সব সময় ৩ পেসার নিয়ে মাঠে নামতে চাইবেন না। গ্রিন টপ পিচেও তৃতীয় বা চতুর্থ দিনে পিচ টার্ন করবে। তাই দুই পেসারই যথেষ্ট হবে।’
বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড়দের দায়িত্ব নেওয়ার পরামর্শ মাঞ্জরেকার। সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের মানসিক দৃঢ়তার প্রয়োজনের কথা বললেন তিনি, ‘এখন তাদের আরও মানসিকভাবে দৃঢ় হতে হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ সিরিজে সিনিয়রদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দলের পেস বিভাগ ভালো সম্ভাবনা আছে এবং ব্যাটারদের সামর্থ্যও কম নয়, কিন্তু মানসিকতার জায়গায় উন্নতি প্রয়োজন।’
টপ অর্ডারের ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারছেন না। থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হচ্ছেন। ইনিংসগুলো তিন অঙ্কে নিয়ে যাওয়ার কথা বললেন মাঞ্জরেকার, ‘বাংলাদেশের ওপেনাররা ভালো দক্ষতা ও সম্ভাবনা দেখালেও, তাদের রানগুলো বড় স্কোরে পরিণত করতে পারেনি। তারা ৩০ রান পর্যন্ত ভালো খেলেছে, কিন্তু এরপর তাদের মনে হয়েছে যেন মানসিক শক্তি বা জ্বালানি শেষ হয়ে গেছে। ভারতকে চ্যালেঞ্জ করতে হলে এই রানগুলোকে সেঞ্চুরিতে পরিণত করতে হবে।’
কার্ডিফের সোফিয়া গার্ডেনসে গতকাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ায় কি না সেটা নিয়েই ছিল শঙ্কা। বৃষ্টির বাগড়ায় খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘণ্টা পর। এমনকি ম্যাচের মধ্যেও বৃষ্টি বাধার সৃষ্টি করেছে।
২০ মিনিট আগেদুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বড় করে লেখা আউট। সংযুক্ত আরব আমিরাতের স্কোরকার্ডের পাশে লেখা ৯ উইকেট। কিন্তু পরক্ষণেই সবকিছু উল্টে গেল। কারণ, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। আকাশ চোপড়ার মতে প্রতিপক্ষ পাকিস্তান হলে ভারত এমনটা করতই না।
১ ঘণ্টা আগেগায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রানের জন্য বেশ সংগ্রাম করছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। ১০০ রানের লক্ষ্য তাড়া করে অ্যান্টিগা জিতলেও তাদের খেলা শেষ করতে লেগেছে ২০ ওভার। তাতেই প্লে অফে উঠে গেছে সাকিব আল হাসানের অ্যান্টিগা।
১ ঘণ্টা আগেটানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
১১ ঘণ্টা আগে