নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চট্টগ্রামে পরশু শেষ ওয়ানডে শেষে গতকাল বাংলাদেশ-ইংল্যান্ড দুই দলই বিশ্রামে ছিল। আজ অবশ্য দুই দলেরই অনুশীলন সূচি আছে। আগামীকাল প্রথম টি-টোয়েন্টি সামনে রেখে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর মধ্যে অনুশীলন শেষ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের অনুশীলনে আলাদা করে নজর কাড়ে, সেন্টার উইকেটে সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্তদের এক বলে ছক্কার খেলা। সেন্টার উইকেটে এদিন বাংলাদেশ এমন অনুশীলন করেছে হয়তো টি-টোয়েন্টিতে নিজেদের সামর্থ্য বাজিয়ে দেখতে। যেখানে এক এক করে সবাই উইকেটে যাবেন, আর থ্রোয়ারের বল ছক্কা মারবেন। ছক্কা মারতে পারলে সুযোগ পাবেন আরেকটা বল খেলার। মিস করলে সুযোগ পাবেন অন্য ব্যাটার।
এমন অনুশীলনে সাকিব যখন একবার ছক্কা মেরে দুই হাত তুলে উল্লাস করছিলেন, এক সংবাদকর্মী বলে ওঠেন, ‘এই ছবিটাই আজ ইন্টারনেটে রাজত্ব করবে।’ একটা ছক্কা মেরে সাকিবের এই উচ্ছ্বাসের আরও কারণ আছে। ওই ছক্কার একটু আগেই আরেকটা বল ছক্কা মারেন সাকিব। কিন্তু কোনো কারণে সেটা মানতে চাননি শান্ত-তৌহিদ হৃদয়রা। অধিনায়ককে তাই এক প্রকার তাঁরা উইকেটে থেকে টেনে নিয়ে গেছেন। পরে আরেক সুযোগ পেয়ে পরিষ্কার ছক্কা মারতেই সাকিবের অমন বুনো উল্লাস।
সাকিব-শান্ত-হৃদয় ছাড়াও এই অনুশীলন ছিলেন রনি তালুকদার, আফিফ হোসেন। তবে এটা অস্বীকার করার উপায় নেই, বেশির ভাগই ছক্কা মারতে বেশ ভুগেছেন। যেটা টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্সের প্রতিচ্ছ্ববিই যেন। বড় রান তাড়ায় কিংবা বড় স্কোর গড়তে এটা বাংলাদেশকে ভোগাচ্ছে অনেক আগে থেকেই। তবে এমন অনুশীলনের ইতিবাচক ব্যাপার হতে পারে, ব্যাটারদের ছক্কা মারার অভ্যাসটা বৃদ্ধি পাবে।
শুধু এক বলের ছক্কাই নয়, এদিন সেন্টার উইকেটে বড় শটের অনুশীলনও করেছেন লিটন, শান্ত, সাকিবরা। সেন্টার উইকেটে বড় শট অনুশীলনের এই ব্যাপারটা নতুনই বলা যায়। রাসেল ডমিঙ্গো কিংবা সর্বশেষ শ্রীধরন শ্রীরামের অধীনেও বাংলাদেশ দলকে এমন অনুশীলন করতে দেখা যায়নি। এই অনুশীলন শুরুর আগে মাঝ উইকেটেই লিটনের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ করতে দেখা যায় সাকিবকে। সেখানে ছিলেন রনিও। আট বছর পর জাতীয় দলে ফেরা এই ওপেনারের আগামীকাল অভিষেক হতে পারে। নেটেও নতুন বলে স্পিন, পেস দুটোই খেলেছেন রনি।
চট্টগ্রামে পরশু শেষ ওয়ানডে শেষে গতকাল বাংলাদেশ-ইংল্যান্ড দুই দলই বিশ্রামে ছিল। আজ অবশ্য দুই দলেরই অনুশীলন সূচি আছে। আগামীকাল প্রথম টি-টোয়েন্টি সামনে রেখে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর মধ্যে অনুশীলন শেষ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের অনুশীলনে আলাদা করে নজর কাড়ে, সেন্টার উইকেটে সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্তদের এক বলে ছক্কার খেলা। সেন্টার উইকেটে এদিন বাংলাদেশ এমন অনুশীলন করেছে হয়তো টি-টোয়েন্টিতে নিজেদের সামর্থ্য বাজিয়ে দেখতে। যেখানে এক এক করে সবাই উইকেটে যাবেন, আর থ্রোয়ারের বল ছক্কা মারবেন। ছক্কা মারতে পারলে সুযোগ পাবেন আরেকটা বল খেলার। মিস করলে সুযোগ পাবেন অন্য ব্যাটার।
এমন অনুশীলনে সাকিব যখন একবার ছক্কা মেরে দুই হাত তুলে উল্লাস করছিলেন, এক সংবাদকর্মী বলে ওঠেন, ‘এই ছবিটাই আজ ইন্টারনেটে রাজত্ব করবে।’ একটা ছক্কা মেরে সাকিবের এই উচ্ছ্বাসের আরও কারণ আছে। ওই ছক্কার একটু আগেই আরেকটা বল ছক্কা মারেন সাকিব। কিন্তু কোনো কারণে সেটা মানতে চাননি শান্ত-তৌহিদ হৃদয়রা। অধিনায়ককে তাই এক প্রকার তাঁরা উইকেটে থেকে টেনে নিয়ে গেছেন। পরে আরেক সুযোগ পেয়ে পরিষ্কার ছক্কা মারতেই সাকিবের অমন বুনো উল্লাস।
সাকিব-শান্ত-হৃদয় ছাড়াও এই অনুশীলন ছিলেন রনি তালুকদার, আফিফ হোসেন। তবে এটা অস্বীকার করার উপায় নেই, বেশির ভাগই ছক্কা মারতে বেশ ভুগেছেন। যেটা টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্সের প্রতিচ্ছ্ববিই যেন। বড় রান তাড়ায় কিংবা বড় স্কোর গড়তে এটা বাংলাদেশকে ভোগাচ্ছে অনেক আগে থেকেই। তবে এমন অনুশীলনের ইতিবাচক ব্যাপার হতে পারে, ব্যাটারদের ছক্কা মারার অভ্যাসটা বৃদ্ধি পাবে।
শুধু এক বলের ছক্কাই নয়, এদিন সেন্টার উইকেটে বড় শটের অনুশীলনও করেছেন লিটন, শান্ত, সাকিবরা। সেন্টার উইকেটে বড় শট অনুশীলনের এই ব্যাপারটা নতুনই বলা যায়। রাসেল ডমিঙ্গো কিংবা সর্বশেষ শ্রীধরন শ্রীরামের অধীনেও বাংলাদেশ দলকে এমন অনুশীলন করতে দেখা যায়নি। এই অনুশীলন শুরুর আগে মাঝ উইকেটেই লিটনের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ করতে দেখা যায় সাকিবকে। সেখানে ছিলেন রনিও। আট বছর পর জাতীয় দলে ফেরা এই ওপেনারের আগামীকাল অভিষেক হতে পারে। নেটেও নতুন বলে স্পিন, পেস দুটোই খেলেছেন রনি।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে